লোকসভা ভোটের আগে বামফ্রন্টের কর্মসূচির পাশপাশি দলের জন্যও পৃথক কর্মসূচি নিচ্ছে সিপিআই। বিভিন্ন জেলায় জনসভার পরে কলকাতায় রানি রাসমণি রোডে করা হবে কেন্দ্রীয় জমায়েত। শনিবার সিপিআই-এর রাজ্য পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। আজ, রবিবারেও বৈঠক চলবে। বৈঠকে দলের নেতারা বলেন, মুল্যবৃদ্ধি-সহ তৃণমূলের বিভিন্ন কাজে সাধারণ মানুষের একাংশ ক্ষুব্ধ। কিন্তু সিপিএমের উপরেও আস্থা ফেরেনি। জেলায় সিপিএম নেতাদের সেই পুরানো মুখও সাধারণ মানুষ দেখতে চাইছে না। এই পরিস্থিতিতে ব্লক থেকে জেলা যেখানে সিপিআই-এর সংগঠন আছে, সেখানেই পৃথক কর্মসূচি নিতে হবে। বসিরহাট, পাঁশকুড়া ও মেদিনীপুর লোকসভা ভোটে সিপিআইয়ের জন্য বরাদ্দ তিন জায়গাতেই দল পৃথক কর্মসূচি নিচ্ছে। লোকসভা ভোটের দিকে তাকিয়ে শনিবার থেকে কলকাতায় সিপিএমের দু’দিনের বর্ধিত জেলা কমিটির বৈঠক শুরু হয়েছে। সংগঠনকে চাঙ্গা করতে কলকাতায় দলের সাধারণ সম্পাদক প্রকাশ কারাটকে দিয়ে পৃথক সভার সিদ্ধান্ত দল আগেই নিয়েছে। জেলা নেতারা বলেন, কলকাতায় রাস্তায় নেমে আন্দোলন করতে গেলেই তৃণমূলের অত্যাচারের শিকার হতে হচ্ছে। পুলিশও ব্যবস্থা নিচ্ছে না। কী ভাবে পরিস্থিতি সামলানো যায়, তা নিয়ে নেতারা দুশ্চিন্তায় পড়েছেন।
|
পাঁচটি পুরসভায় ভোট ২২ নভেম্বর। তার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শনিবার সংশ্লিষ্ট পুলিশ সুপার ও জেলাশাসকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। সে দিনই অন্য কয়েকটি পুরসভার ২৯টি ওয়ার্ডে উপ-নির্বাচন। তবে বৈঠকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর প্রসঙ্গ ওঠেনি বলেই কমিশন সূত্রের খবর। |