|
মগজ মিটার |
কে জানে? |
|
আগামী ১৩ নভেম্বর
স্কটিশ সাহিত্যিক
রবার্ট
লুইস স্টিভেনসন-এর
জন্মদিন। তাঁর লেখা
বহু গল্পই বিভিন্ন
ভাষায়
অনুবাদ করা হয়েছে। |
|
|
১. ট্রেজার আইল্যান্ডে কোন জলদস্যু সর্দারের গুপ্তধন লুকনো ছিল?
২. বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে কী বাঁধিয়ে রাখতেন?
৩. মনোজদের বাড়ির শিক্ষক দুঃখহরণবাবু কী না করলে কিছুই পড়াতে পারতেন না?
৪. ঘ্যাঁঘাসুরের বিদ্ঘুটে চেহারা। খানিকটা জানোয়ারের আর খানিকটা কীসের? |
|
এই সপ্তাহের উত্তর |
১. ক্যাপ্টেন ফ্লিন্ট |
২. আমসত্ত্ব ভাজা |
৩. উবু হয়ে না বসলে |
৪. পাখি |
|
|
|
|
বর্ণচোরা |
|
পাশের শব্দগুলির প্রত্যেকটির একটি বর্ণ লুপ্ত। লাগসই বর্ণ
যোগ করে শব্দ পূর্ণ করতে হবে। উত্তর আগামী সপ্তাহে। |
|
ন |
ব |
ত |
অ |
বে |
নো |
শ |
নি |
ন্য |
রা |
জ |
ব |
গ |
র্ব |
স |
তি |
|
|
গত সপ্তাহের উত্তর: অসমীচীন,
বিরাজমান, বঙ্গললনা, মাসপয়লা্র। |
|
|
কার ছবি? |
|
উত্তর আগামী সপ্তাহে |
|
গত সপ্তাহের উত্তর: ফর্মুলা ওয়ান
চালক সেবাস্তিয়ান ভেটেল |
|
|
বাব্বা, তোদের এত ল্যাজ, কেন রে?
ছবি: রামতাড়ু |
|
|