রাজ্যে আরও শকুন প্রজনন কেন্দ্র খুলতে আগ্রহী বনমন্ত্রী হিতেন বর্মন। শনিবার আলিপুরদুয়ারে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে এক বৈঠকের পর একথা জানান বনমন্ত্রী। তিনি বলেন, “ধীরে ধীরে শকুন নিশ্চিহ্ন হতে বসেছে। আরও শকুন প্রজনন কেন্দ্র তৈরি করতে হবে।”
|
লাল চন্দন কাঠ পাচারের অভিযোগে দুজনকে গ্রেফতার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে শিলিগুড়ির ঘোষপুকুর বাইপাসে। ধৃত শেখ মহম্মদ বাসা ও মহম্মদ রফি দুজনেই অন্ধ্রপ্রদেশের কুর্নুলের বাসিন্দা। দুজনকে শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হলে তাদের জামিন নামঞ্জুর হয়ে যায়। একটি ট্রাকে জোয়ারের বস্তার আড়ালে লুকিয়ে এই কাঠগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রাকটি হায়দরাবাদ থেকে জয়গাঁতে জোয়ার সরবরাহ করার পারমিট নিয়ে এসেছিল। যদিও গোয়েন্দা সূত্রের খবর চন্দন কাঠগুলি ভুটানে পাচার করার অভিসন্ধি ছিল ধৃতদের। মোট ১৫১ টি কাঠের টুকরো ছিল। ওজন প্রায় সাড়ে ৪ কুইন্ট্যাল। |