টুকরো খবর |
দ্রুত অন্ধ্র ভাগে উদ্যোগী কেন্দ্র
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
অন্ধ্রপ্রদেশ ভাগ করে তেলঙ্গানা গঠনের কাজে গতি আনতে উদ্যোগী হলেন সনিয়া গাঁধী। কংগ্রেস সূত্রে বলা হচ্ছে, পৃথক তেলঙ্গানা গঠন নিয়ে অন্ধ্র বিধানসভায় আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিক প্রস্তাব পাশ করাতে চান সনিয়া। তার পরে সংসদের শীতকালীন অধিবেশনে ওই প্রস্তাব পাশ করানোর চেষ্টা করা হবে। শনিবার এই বিষয়ে সনিয়া ও প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী কিরণকুমার রেড্ডি। লোকসভা ভোটের আগে পৃথক তেলঙ্গানা গঠন হলে সেখানে মুখ্যমন্ত্রীও মনোনয়ন করতে হবে। কিরণ রেড্ডিকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর ব্যাপারেও রাজ্য স্তরে দাবি রয়েছে। দলের একটি অংশের দাবি, রাজ্য ভাগের প্রস্তাব পাশ হওয়ার পরে বিধানসভা ভেঙে দেওয়া হোক। কারণ, লোকসভা ভোটের সঙ্গে একই সময়ে অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচন হওয়ার কথা।
|
নাগা মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
অস্ত্র, অর্থ ও মদ নিয়ে ভোট প্রচারে যাওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া নাগাল্যান্ডের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বর্তমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ইমকং এল ইমচেনের বিরুদ্ধে শেষ পর্যন্ত চার্জশিট দিল ওখা পুলিশ। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি, নাগাল্যান্ড ভোটের আগে আসাম রাইফেল্স—এর তল্লাশিতে ধরা পড়েন ইমকং। কোরিডাঙা বিধানসভা কেন্দ্রে প্রচারে যাচ্ছিলেন তিনি। তল্লাশিতে ইমকং-এর গাড়ি থেকে পাওয়া যায় এক কোটি ১০ লক্ষ নগদ টাকা, পাঁচটি পিস্তল, ৪টি রাইফেল ও প্রচুর কার্তুজ। এ ছাড়াও মেলে ১১ বোতল বিদেশি মদ।
|
উদ্ধার অপহৃত ব্যাঙ্ক ম্যানেজার
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
প্রেমের ফাঁদে পড়ে অপহৃত হওয়া ব্যাঙ্ক ম্যানেজারকে উদ্ধার করল পুলিশ। গত ২ নভেম্বর কামরূপের বকো থেকে এলাহাবাদ ব্যাঙ্কের ধুবুরি ধর্মশালা শাখার ম্যানেজার মুজিবুর রহমান উধাও হয়ে যান। পুলিশ জানতে পারে, কাউরবহা শাখায় থাকাকালীন তাঁর সঙ্গে প্রিয়তমা বসুমাতারি নামে এক তরুণীর ঘনিষ্ঠতা হয়। সেই তরুণীর ডাকেই তিনি বকো এসেছিলেন। অপহরণকারীরা ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করে। শুক্রবার কামরূপ পুলিশ লংপি এলাকায় হানা দিয়ে মুজিবুরকে উদ্ধার করে। গ্রেফতার হয় প্রিয়তমা ও তার স্বামী।
|
বিএসএফ হত্যায় জড়িত জঙ্গিরা
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
দুই বিএসএফ জওয়ানকে হত্যার দায় অস্বীকার করল এএনভিসি গোষ্ঠী। তাদের দাবি, মঙ্গলবার দক্ষিণ গারো পাহাড়ে পাঁচ পুলিশকর্মীকে হত্যা করেছিল জিএনএলএ ও আলফার জঙ্গি বাহিনী। ওই বাহিনীই বিএসএফ পোস্টে হানা দিয়ে দুই জওয়ানকে মেরেছে। শুক্রবার দক্ষিণ গারো পাহাড়ের লাগোয়া পশ্চিম খাসি পাহাড়ের কাঠাকোনা পরিদর্শন পোস্টে কর্মরত বিএসএফ জওয়ানদের উপরে অতর্কিতে হানা দেয় জঙ্গিরা।
|
সস্তা রাজনীতি কখনই নয়, মত প্রধানমন্ত্রীর |
প্রথম পর্যায়ের বিধানসভা ভোট সোমবার। তার আগে শনিবার ছত্তীসগঢ়ের রাজধানী রায়পুরের জনসভায় রাজ্যের অনুন্নয়নের জন্য শাসক দল বিজেপির সমালোচনা করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। জানালেন, বিরোধীদের নিন্দা করলেও তাদের মতো ‘সস্তা রাজনীতি’র পথে কখনওই হাঁটবে না কংগ্রেস। শনিবারের জনসভায় বিজেপির বিরুদ্ধে যে অস্ত্রগুলি ব্যবহার করলেন মনমোহন, তার মধ্যে অনুন্নয়ন এবং মাওবাদী-সমস্যাই প্রধান। জানালেন, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ। এবং এর জন্য বিজেপি সরকারই দায়ী। ছত্তীসগঢ়ের অনুন্নতির জন্যও প্রধানমন্ত্রী এ দিন আঙুল তোলেন রমন সিংহ সরকারের দিকে। একই সঙ্গে জানান, মাওবাদী-সমস্যার সমাধানে বিফল বিজেপি। ছত্তীসগঢ়ের মাওবাদী-অধ্যুষিত প্রত্যন্ত এলাকাগুলিতে উন্নয়নের কোনও প্রভাবই পড়েনি। সব মিলিয়ে বেড়েছে জটিলতা। মাওবাদীদের আক্রমণে কংগ্রেস নেতা মহেন্দ্র কর্মা এবং নন্দকুমার পটেল হত্যার কথাও তুলে ধরেন তিনি। মনমোহনের মতে, কংগ্রেস নেতাদের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনি বিজেপি সরকার। তবে সমালোচনার পর এ কথাও তিনি জানান, অপমানজনক শব্দ ব্যবহারের যে পথ বেছেছে বিরোধীরা, তা কখনও করবে না কংগ্রেস।
|
রাজ্যপালের ভূমিকা |
কেন্দ্র-রাজ্য সুসম্পর্ক রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন রাজ্যপালেরাও। তাই দু’পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে রাজ্যপালদের ভূমিকা কী হতে পারে সে সম্পর্কে একটি বিস্তারিত রিপোর্ট শনিবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে জমা দিলেন নয় রাজ্যের রাজ্যপালদের নিয়ে গঠিত কমিটি। জম্মু-কাশ্মীরের রাজ্যপালের নেতৃত্বাধীন ওই কমিটিতে রয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণনও। শনিবার বিকেলে তিনি দেখা করেন প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্র ও রাজ্য একে অপরের উপর নির্ভরশীল। কিন্তু অধিকারে হস্তক্ষেপের প্রশ্নে প্রায়শই কেন্দ্রের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে দেখা যায় বিভিন্ন রাজ্য সরকারকে। কোনও একটি রাজ্যে কেন্দ্রের প্রতিনিধি তথা মধ্যস্থতাকারী হিসাবে এ ক্ষেত্রে রাজ্যপালের ভূমিকা অনস্বীকার্য বলেই মনে করেন সংবিধান বিশেষজ্ঞরা। দু’পক্ষের সম্পর্কের উন্নতি সাধনে রাজ্যপালদের কী করণীয় রয়েছে, তা খতিয়ে দেখতেই এই কমিটি গড়েছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
|
বিজেপিতে যোগ দিচ্ছেন বিক্রম |
লোকসভা ভোটের আগে বিজেপি-তে যোগ দিতে চলেছেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ বিক্রম সরকার। এ ব্যাপারে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি-র কেন্দ্রীয় নেতা বরুণ গাঁধীর সঙ্গে শুক্রবার তাঁর কথাও হয়েছে। যদিও বরুণ গাঁধীকে বিক্রম জানিয়েছেন, তিনি আসন্ন লোকসভা ভোটে প্রার্থী হতে চান না। তবে ভোটের প্রচার, নির্বাচনী ব্যবস্থাপনা এবং অন্যান্য সমন্বয়ের কাজ করতে আগ্রহী। হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ ছিলেন বিক্রমবাবু। পাঁশকুড়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্তকে পরাস্ত করেছিলেন। ২০০৪-এ পরাস্ত হন লোকসভা ভোটে। বিক্রম এনসিপি-তেও ছিলেন কিছু দিন।
|
সাংসদ-স্ত্রী দোষী |
এ বার ময়নাতদন্তেও ইঙ্গিত, বিএসপি সাংসদের পরিচারিকা রাখির শরীরের গুরুতর আঘাতই তাঁর মৃত্যুর কারণ। তবে এখনও রিপোর্ট পেশ হয়নি। তিন চিকিৎসকের একটি দল ময়নাতদন্ত করেছে। মুখে কুলুপ এঁটেছেন পুলিশ-কর্তারা। প্রাথমিক তদন্ত বলছে, শারীরিক অত্যাচারে রাখির দেহে গভীর ক্ষত তৈরি হয়েছিল। আর তাতেই ওঁর মৃত্যু হয়েছে। রাখির শরীরে পোড়া দাগ ছিল, বুকে পেটে, হাতে-পায়ে সর্বত্র আঘাতের চিহ্ন।
|
প্রধানমন্ত্রী নন, কলম্বো যাবেন খুরশিদ |
চাপ ছিল তামিলনাড়ুর রাজনৈতিক দলগুলির এবং বিরোধীদের। চাপ আসছিল দলের অভ্যন্তর থেকেও। তাই কমনওয়েলথ রাষ্ট্রপ্রধানদের শীর্ষ বৈঠকে যোগ দিতে কলম্বো যাচ্ছেন না প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তাঁর বদলে যাবেন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ। শনিবার কেন্দ্রীয় সরকার সূত্র এই খবর জানা গিয়েছে। সূত্রের খবর, রবিবারের মধ্যেই সম্ভবত মনমোহন নিজেই চিঠি লিখে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষকে এই কথা জানিয়ে দেবেন।
|
ধর্ষণে বাধা দেওয়ায় খুন |
ধর্ষণে বাধা দেওয়ায় ১২ বছরের এক মেয়েকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের কোতোয়ালি এলাকার ঘটনা। অভিযুক্ত রোহিত ঠাকুর ও শিব শঙ্করকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ধর্ষণে বাধা দেওয়ায় অভিযুক্ত দুই যুবক নাবালিকার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। ঝাঁসি মেডিক্যাল কলেজে মেয়েটির মৃত্যু হয়।
|
দুর্ঘটনায় মৃত ৫ |
রাস্তার পাশের নয়ানজুলিতে উল্টে গিয়ে পাঁচ বাসযাত্রীর মৃত্যু হল। দুর্ঘটনায় জখম যাত্রীর সংখ্যা ২২। |
|