‘বধূ-হত্যা’, গ্রেফতার ৩
নিজস্ব সংবাদদাতা |
এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগে শনিবার গ্রেফতার করা হল তাঁর শাশুড়ি, দেওর ও জা-কে। ঘটনাটি ঘটেছে বরাহনগরের বেহালা পাড়ায়। ধৃতদের নাম কল্পনা মণ্ডল, অশোক মণ্ডল এবং শ্রাবণী মণ্ডল। শুক্রবার রাতে মৃত্যু হয় জয়ন্তী মণ্ডল (২৬) নামে ওই গৃহবধূর। পুলিশ সূত্রের খবর, বছর পাঁচেক আগে বরাহনগরের ডোমবাগান মাঠ এলাকার বাসিন্দা জয়ন্তীর সঙ্গে বেহালা পাড়ার হারান মণ্ডলের বিয়ে হয়। বছর তিনের একটি ছেলেও আছে তাঁদের। শ্বশুর, শাশুড়ি, ভাসুর, দেওরের সঙ্গে একই বাড়িতে থাকতেন জয়ন্তীরা। স্বামীর সঙ্গে সম্পর্ক ভাল হলেও বাড়ির অন্যদের সঙ্গে জয়ন্তীর সুসম্পর্ক ছিল না বলে জেনেছে পুলিশ। ওই বধূকে মারধরও করা হত বলে অভিযোগ। জয়ন্তীর মায়ের অভিযোগ, শুক্রবার রাতে মেয়ে ফোনে জানান শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে মেরে ফেলবে। তখনই মেয়ের শ্বশুরবাড়ির দিকে রওনা দেন তিনি। বলেন, “দেখি মেয়ে রান্নাঘরে দাউ দাউ করে জ্বলছে। পাশের ঘরে বসে ওর ছেলে। চিৎকারে ভাড়াটেরা এসে আগুন নেভাতে চেষ্টা করেন।” হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এর পরেই থানায় অভিযোগ দায়ের করেন ওই বধূর মা। মৃতার ভাই সুকুমার হালদার বলেন, “বিয়ের পর থেকেই টাকা-পয়সার জন্য দিদিকে মারধর করা হত। বহুবার মিটমাটের চেষ্টা হয়েছে। কিন্তু অশান্তি লেগেই থাকত।” মৃতার স্বামী হারান মণ্ডল বলেন, “মা-দাদারা আমার স্ত্রীকে মারধর করত।”
|
ছট পুজো করতে গিয়ে গঙ্গায় ডুবে মৃত্যু হল এক যুবকের। শনিবার, উত্তর বন্দর থানা এলাকার ছোটেলাল ঘাটে। মৃত মুকেশ রজক মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। পুলিশ জানায়, ছট পুজো উপলক্ষে এ দিন মুকেশ পরিবারের সঙ্গে গঙ্গায় যান। পুজোর পরে মুকেশের খোঁজ না পেয়ে উত্তর বন্দর থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিজনেরা। পুলিশ জানিয়েছে, তল্লাশি চালিয়ে মুকেশের দেহ উদ্ধার হয়। হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। একই কারণে গঙ্গায় স্নান করতে নেমে মৃত্যু হল আর এক যুবকের। মৃত রাজেশ দাস (১৩) কেশব সেন স্ট্রিটের বাসিন্দা। পুলিশ জানায়, স্নানের সময়ে ডুবে জেতে দেখে স্থানীয়েরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বিকেলে মৃত্যু হয় রাজেশের।
|
প্রেসিডেন্সির জমি চুক্তি এ মাসেই |
প্রেসিডেন্সির দ্বিতীয় ক্যাম্পাসের জন্য রাজ্য সরকার যে জমি দিয়েছে, তার চুক্তি সই হবে চলতি মাসের মাঝামাঝি। বিশ্ববিদ্যালয়ের মেন্টর গ্রুপের চেয়ারম্যান সুগত বসু শনিবার এ কথা জানিয়েছেন। প্রেসিডেন্সির দ্বিতীয় ক্যাম্পাসের জন্য রাজারহাটে ১০ একর জমি দিয়েছে রাজ্য। যদিও এখনও অর্থ বরাদ্দ হয়নি। চুক্তি সই হওয়ার পরে সরকারের কাছে অর্থ বরাদ্দ করার আবেদন জানানো হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর। চেয়ারম্যান বলেন, “চুক্তি হলে চারপাশে দেওয়াল তোলার কাজ শুরু হবে। সরকারের কাছে এই নির্মাণের জন্য যে বাজেট দেওয়া হয়েছে, তা বাস্তবসম্মত।” সেই অনুযায়ী রাজ্য দফায় দফায় অর্থ বরাদ্দ করবে বলে তাঁর আশা।
|
মিনিবাসের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। শনিবার রাতে প্রতাপাদিত্য রোড এবং আশুতোষ মুখার্জি রোডের সংযোগস্থলে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম নীতেশকুমার সিং। বয়স কুড়ি বছর। |