টুকরো খবর
আমানতে সুদ বাড়াল ৩টি ব্যাঙ্ক
আমানতে সুদ ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়ানোর কথা জানাল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) ও কানাড়া ব্যাঙ্ক। পাশাপাশি, জমায় সুদ ১২৫ বেসিস পয়েন্ট পরিবর্তন করেছে ইউনিয়ন ব্যাঙ্কও। পিএনবি-র ক্ষেত্রে ১ কোটি টাকার কম জমায় ৯১-১৭৯ ও ২৭১ দিন থেকে ১ বছরের কম মেয়াদে নতুন সুদ যথাক্রমে ৭% ও ৮%। ১ থেকে ১০ বছরের আমানতে তা হবে ৯%। ইউনিয়ন ব্যাঙ্ক কয়েকটি মেয়াদে সুদ বাড়িয়েছে। তবে, একটি মেয়াদের ক্ষেত্রে তা কমিয়েওছে। উভয় ব্যাঙ্কেই ১১ নভেম্বর থেকে নয়া হার চালু হবে। অন্য দিকে, কানাড়া ব্যাঙ্কের ক্ষেত্রে ৪৬-৬০ এবং ৬১-৯০ দিনের জমায় নয়া সুদ ৭.৫০%। ১ বছরের বেশি কিন্তু ২ বছরের কম এবং ৫ বছরের বেশি কিন্তু ৮ বছরের কম জমায় নতুন সুদ হচ্ছে ৯.০৫%। এর ফলে ব্যাঙ্কের ১ থেকে ১০ বছরের মেয়াদি আমানতে সুদ দাঁড়াল ৯.০৫%। প্রবীণ নাগরিকরা অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট সুদ পাবেন বলে জানিয়েছে ব্যাঙ্কটি। উল্লেখ্য, এর আগেই জমায় সুদ বাড়িয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক। এ ছাড়া, ঋণে সুদ বাড়িয়েছে স্টেট ব্যাঙ্ক ও এইচডিএফসি ব্যাঙ্ক।

ক্রেতাকে সুবিধা দিতে প্রয়াস স্পেনসার্সের
আলু উধাও বাঙালির পাত থেকে। হঠাৎই মহার্ঘ হয়ে যাওয়া আলুর দাম কমাতে খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কৃষি বিপণন দফতরের দায়িত্ব হাতে নিতে হয়েছে। রাজ্যের স্পেনসার্স রিটেল কিন্তু গুড়গাঁওয়ের বিপণিতে আলু বিক্রি করছে কুড়ি টাকা দামেই। শুধু আলুই নয়, টম্যাটো থেকে ফুলকপি, মাশরুম বা কাঁচালঙ্কা, সবই বিক্রি হচ্ছে বাজারের থেকে অনেক সস্তায়। স্পেনসার্স রিটেল প্রধানের দায়িত্ব নেওয়া সঞ্জীব গোয়েন্কার পুত্র, ২৪ বছরের শাশ্বত গোয়েন্কার বক্তব্য, প্রথমত, ফড়েদের এড়িয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে মাল কেনা হচ্ছে। দ্বিতীয়ত, একসঙ্গে প্রচুর মাল কেনায় কিছুটা কম দামে পাচ্ছেন তাঁরা। সম্প্রতি গুড়গাঁও বিপণিতে এপিকুইজিন বিভাগের উদ্বোধন করেন শাশ্বত। এপিকুইজিনের মূল থিম ‘রেডি টু ইট।’ ক্রেতারা চাইলে যেখান থেকে খাবার বাড়িতে নিয়ে গিয়ে গরম করেই খেতে পারবেন। সারা দেশে সংস্থার বিপণিগুলির মধ্যে গুড়গাঁওয়ে প্রথম এপিকুইজিন পরিষেবা চালু করা হল। চলতি বছরের মধ্যেই কলকাতার দু’টি বিপণিতে ওই সুবিধা পাওয়া যাবে।

যাত্রীদের বিশেষ পাস সিঙ্গাপুর এয়ারে
যাত্রী টানতে এ বার বিশেষ ‘পাস’ দেওয়ার কথা ঘোষণা করল সিঙ্গাপুর এয়ারলাইন্স। ভারতের যে ১১টি শহরে তাদের উড়ান রয়েছে, সেই সব শহর থেকে তাদের এবং সহযোগী সিল্ক এয়ারের উড়ানে এই পাস পাওয়া যাবে। যার অর্থ, পাস মিলবে কলকাতা থেকেও। তবে, পাস পেতে গেলে সিঙ্গাপুর এয়ারের উড়ানে আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান বা চিন যেতে হবে। শুধু সিঙ্গাপুর গেলে হবে না। সামনের বছর ৩১ মার্চ পর্যন্ত এই পাস পাওয়া যাবে। এই পাস নিলে বিমান ভাড়ায় অনেকটাই ছাড় পাওয়া যাবে বলে সংস্থা সূত্রে দাবি। তবে শুধু পাস নয়, সংস্থার উড়ানে অন্য দেশে গেলে যাওয়ার পথে সিঙ্গাপুর বিমানবন্দরে ৪০ চাঙ্গি ডলার তুলে দেওয়া হবে যাত্রীর হাতে। সেই টাকায় কেনাকাটা বা খাওয়া-দাওয়া করা যাবে।

শেয়ার ছাড়ায় অনুমতি
বাজারে ফের শেয়ার ছাড়তে পাওয়ার গ্রিড কর্পোরেশনকে অনুমতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি। এ বার প্রায় ১৭% শেয়ার বাজারে ছাড়বে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থাটি। যার সাহায্যে মোট ৭,৩০০ কোটি টাকা উঠবে বলে আশা। এর মধ্যে কেন্দ্রের ঘরে আসতে পারে ১,৭০০ কোটি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.