হেলিকপ্টার দুর্ঘটনা, মৃত্যু ১৩ জনের |
সেনা হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত ১৩। সেনা সূত্রের খবর, শনিবার ইন্দোনেশিয়ার বুলান এলাকায় একটি সেনা চৌকি নির্মাণের জন্য মি-১৭ হেলিকপ্টারে করে জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছিল। কালিমানথান প্রদেশের মালিনাওয়ে বোর্নিওর জঙ্গলে হঠাৎই ভেঙে পড়ে কপ্টারটি। সঙ্গে সঙ্গেই তাতে আগুন ধরে যায় এবং বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় আট জন বিমানকর্মী ও ১৩ জন নির্মাণকর্মী কপ্টারে ছিলেন। ঘটনাস্থলেই মারা যান তেরো জন। বাকি সকলেই আগুনে পুড়ে অল্প-বিস্তর আহত হয়েছেন। সেনা মুখপাত্র ইসকান্দার সিতোমপুল জানিয়েছেন, প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, কপ্টারটির ইঞ্জিনে গণ্ডগোল হওয়ার কারণে হঠাৎই নিয়ন্ত্রণ হারায় সেটি। তদন্ত চলছে। গত কয়েক বছরে একাধিক বিমান দুর্ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ায়। তার মধ্যে বেশ কয়েকটিই সেনা বিমান দুর্ঘটনা।
|
ঘণ্টা দুয়েক পরেই গানের অনুষ্ঠান। তার জন্য মঞ্চে শেষ বার মহড়া দিচ্ছিলেন শিল্পীরা। হঠাৎই ছন্দপতন। বিস্ফোরণে কেঁপে উঠল মঞ্চ। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই প্রাণ হারিয়েছেন এক জন। আহত আরও পনেরো। তাঁদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, শুক্রবার দক্ষিণ-পশ্চিম প্যারিসের ‘পালাসিয়া দেস স্পোর্টস’ প্রেক্ষাগৃহে সন্ধ্যা ছ’টা নাগাদ ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের ফলে ধসে যায় একটি দেওয়াল এবং ছাদের একটি অংশ। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। বৈদ্যুতিক কারণে দুর্ঘটনা ঘটেছে বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের।
|
প্রাক্তন পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে যে কয়েক কোটি টাকা ঘুষের মামলা রয়েছে, সেগুলি আর নতুন করে শুরু করা সম্ভব নয় বলে পাক সুপ্রিম কোর্টকে জানাল পাক সরকার। দীর্ঘদিন পেরিয়ে যাওয়ার কারণেই এই মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আদালতে জানালেন অ্যাটর্নি জেনারেল মুনির মালিক। |