টুকরো খবর
প্রাথমিকে প্রশিক্ষণের মূল্যায়ন জানুয়ারিতে
প্রাথমিক বিদ্যালয়ের যে-সব শিক্ষক-শিক্ষিকা দূরশিক্ষার মাধ্যমে প্রশিক্ষণ (পাঠ্যক্রমের নাম ডিএলএড) নিচ্ছেন, জানুয়ারির তৃতীয় থেকে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে তাঁদের মূল্যায়ন হবে। শুক্রবার বিভিন্ন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানদের সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য বলেন, “এ বছরেই ৭৫ হাজার শিক্ষক-শিক্ষিকার প্রশিক্ষণ শেষ হচ্ছে। তাঁদের মধ্যে এক বছরের প্রশিক্ষণ নিচ্ছেন ২৫ হাজার। বাকিদের দু’বছরের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।” ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা এনসিটিই-র নির্দেশে ২০১৫-র ৩১ মার্চের মধ্যে কর্মরত সব শিক্ষক-শিক্ষিকার প্রশিক্ষণ শেষ করতে হবে। সেই জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছে পর্ষদ। মানিকবাবু বলেন, “মাধ্যমিক পরীক্ষার আগেই এঁদের মূল্যায়ন হয়ে যাবে। কারণ, প্রশিক্ষণ কেন্দ্রগুলির সঙ্গে সঙ্গে বিভিন্ন স্কুলেও এঁদের পরীক্ষার আসন পড়বে।” মার্চের শেষ বা এপ্রিলের গোড়ার মধ্যে এই পরীক্ষার ফল বেরোবে বলেও জানান মানিকবাবু।

বিধি মানলে অনুমতি গেম শো-য়
নিয়মবিধি একটা আছে। কিন্তু এত দিন সেই নিয়ম মানার ক্ষেত্রে ঢিলেমি দেখানো হয়েছে। রাজ্য সরকার তাই ঠিক করেছে, নিয়ম মানা হচ্ছে কি না, রিয়্যালিটি বা গেম শো-র অনুমতি দেওয়ার আগে পুলিশকে তা খতিয়ে দেখতে হবে। সব পুলিশ সুপার ও পুলিশ কমিশনারের কাছে এই নির্দেশ পাঠিয়েছে স্বরাষ্ট্র দফতর। দমদমের একটি স্টুডিওয় গেম শো-র অডিশনকে ঘিরে ভাঙচুর ও পদপিষ্ট হয়ে পাঁচ জন আহত হওয়ার পরে, ৭ নভেম্বর রাজ্য পুলিশের আইজি-র কার্যালয় ফের এই নির্দেশ জারি করে। অনুমতি দেওয়ার আগে পুলিশকর্তাদের জেনে নিতে হবে, যেখানে (স্টেডিয়াম, বড় হলঘর ইত্যাদি) শো হবে, সেখানে কত লোক জড়ো হতে পারেন।

শিক্ষিকাকে দ্রুত বদলির নির্দেশ
বর্ধমানে ধাত্রীগ্রামের একটি স্কুলে পড়ান সুলতা ভাণ্ডারী। তাঁর বাড়ি হাওড়ার ডোমজুড়ে। দূরত্ব ২৬০ কিলোমিটার। বদলি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি। বিচারপতি অশোক দাস অধিকারী হাওড়ার স্কুল পরিদর্শককে ওই জেলারই কোনও স্কুলে সুলতাদেবীকে নিয়োগের নির্দেশ দেন। শুক্রবার শুনানিতে জানা যায়, স্কুল পরিদর্শক কোনও ব্যবস্থাই নেননি। সুলতাদেবীর আইনজীবী রমাপ্রসাদ সরকার বলেন, গ্রামের রাস্তা দিয়ে রাতে ফেরার সময় ওই শিক্ষিকা তিন বার দুষ্কৃতীদের হাত থেকে কোনও রকমে বেঁচেছেন। বিচারপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, জেলা স্কুল পরিদর্শকের বোধ হয় এ সব দেখার সময় নেই। এক জন শিক্ষিকা যে-কোনও সময় লাঞ্ছিতা হতে পারেন জেনেও চোখ বুজে আছেন! বিচারপতি জানিয়ে দেন, ১৮ নভেম্বরের মধ্যে হাওড়ার কোনও স্কুলে ওই শিক্ষিকাকে নিয়োগ করতে হবে।

আয়লা-ক্ষতিপূরণ
আয়লায় সুন্দরবন-সহ উপকূলবর্তী জেলাগুলিতে ১৯৬ জন মারা যান। তাঁদের মধ্যে ১৯৩ জনের পরিবার ক্ষতিপূরণ পেয়েছে। নানা কারণে বাকি তিনটি ক্ষেত্রে এত দিন ক্ষতিপূরণ আটকে ছিল। ওই তিন জন হলেন হিঙ্গলগঞ্জের হরিদাসি মিদ্দা এবং গোসাবার রাধাকান্ত মণ্ডল ও তিমির মণ্ডল। শুক্রবার তাঁদের পরিবারের হাতে দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ তুলে দিলেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ খান। এই টাকা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের। মন্ত্রী জানান, পিলিন ঝড়ে ১৪ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আরও ৪০ কোটি টাকা খুব শীঘ্রই ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে পাঠিয়ে দেওয়া হবে। প্রশাসনিক সূত্রের খবর, পিলিন ঝড়ে যে-ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, তার ৭৫% ক্ষতিপূরণ দিচ্ছে কেন্দ্র। বাকিটা দিচ্ছে রাজ্য।

নয়া অধিকর্তা
তিন বছরের চুক্তিতে জাতীয় গ্রন্থাগারের নতুন ডিরেক্টর জেনারেল হলেন কর্নাটকের গ্রন্থাগার দফতরের অবসরপ্রাপ্ত অধিকর্তা রাজেন্দ্র কুমার। ২০০৮-এ কর্নাটকের গ্রন্থাগার দফতরের অধিকর্তার পদে অবসর নেওয়ার পরে তিনি বিভিন্ন সংস্থায় উপদেষ্টা হিসেবে কাজ করেন। তাঁর আগে কেন্দ্রীয় সরকারি সংস্থা রামমোহন লাইব্রেরি ফাউন্ডেশনের অধিকর্তা কৃষ্ণকিশোর বন্দ্যোপাধ্যায় জাতীয় গ্রন্থাগারের ডিরেক্টর জেনারেলের অতিরিক্ত দায়িত্ব সামলেছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.