টুকরো খবর |
পত্রিকায় পোস্টকার্ড
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
পোস্টকার্ড নিয়ে পত্রিকা। |
ইন্টারনেট-মোবাইলের যুগে বিলুপ্তির পথে পোস্টকার্ড। পোস্টকার্ডের নানা দিক নিয়ে এ বার একটি পত্রিকা প্রকাশ হল। মেদিনীপুর শহর থেকে প্রকাশিত ‘অন্য ক্যানভাস’-এর এ বারের বিষয় পোস্টকার্ড। শুক্রবার মেদিনীপুর-খড়্গপুর উন্নয়ন পর্ষদের দফতরে সংখ্যাটির আনুষ্ঠানিক প্রকাশ করেন পর্ষদের চেয়ারম্যান তথা মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি। উপস্থিত ছিলেন অচিন্ত মারিক, প্রসূন পড়িয়া প্রমুখ। পোস্টকার্ডের জন্ম, ব্যবহার, গুরুত্ব, নস্টালজিয়াএ সব নিয়ে লিখেছেন পবিত্র সরকার, অনুত্তম ভট্টাচার্য, ঋত্বিক ত্রিপাঠী, অভিনন্দন মুখোপাধ্যায় প্রমুখ। সঙ্গে রয়েছে পোস্টকার্ডে লেখা একগুচ্ছ চিঠি, কবিতা, স্কেচ। ‘অন্য ক্যানভাস’ পত্রিকার সম্পাদক বিশ্ব বন্দ্যোপাধ্যায় বলেন, “আকৈশোর লালিত অনুভূতি সংরক্ষণের এই পোস্টকার্ড ক্রমশ বিলুপ্তির পথে। তাই আমাদের এই উদ্যোগ। সংখ্যাটি সকলের ভাল লাগলে সেটাই প্রাপ্তি।”
|
সরকারি কর্মীদের দাবিসভা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর শহরে বসবাস করেন, এমন সরকারি কর্মীদের ভোটের কাজে যুক্ত না-রাখার দাবি জানিয়েছে ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন। ইতিমধ্যে এই দাবি লিখিত ভাবে জানানো হয়েছে রিটার্নিং অফিসারের কাছে। অন্য দিকে, বৃহস্পতিবার শহরে এক সভাও করে ফেডারেশন। সাংগঠনিক সভা। উপস্থিত ছিলেন ফেডারেশনের জেলা কোর কমিটির আহ্বায়ক অরুণকান্তি প্রতিহার, শহর কোর কমিটির আহ্বায়ক অনুপ মান্না প্রমুখ। পাশাপাশি ছিলেন মেদিনীপুরের বিধায়ক তথা তৃণমূলের জেলা চেয়ারম্যান মৃগেন মাইতি, দলের কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ, দলের শহর সভাপতি সুকুমার পড়্যা প্রমুখ। সভা থেকে তৃণমূল প্রার্থীদের জয়ী করার আহ্বান জানানো হয়।
|
সুদীপ্ত স্মরণ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নিহত ছাত্র নেতা সুদীপ্ত গুপ্তর জন্মদিন পালন করল এসএফআই। শুক্রবার সকালে কমার্স কলেজের সামনে এক কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে নিহত ছাত্র নেতার প্রতিকৃতিতে মাল্যদান করেন ছাত্রনেতারা।
|
দেহাবশেষ উদ্ধার |
ঝোপের মধ্যে থেকে একটি পচাগলা দেহাবশেষ উদ্ধার করল পুলিশ। শুক্রবার দুপুরে নারায়ণগড় থানার পুলিশ কুনারপুরের লক্ষ্মণদা গ্রাম থেকে অজ্ঞাতপরিচয় ওই দেহাবশেষটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে ঝোপের ধারে পুকুরে যাওয়ার সময় এলাকার মানুষ দুর্গন্ধ পেয়ে তল্লাশি করলে দেখা যায় ওই দেহাবশেষ ঝোপের আড়ালে পড়ে রয়েছে। পরে নারায়ণগড় থানায় খবর গেলে ছুটে আসে পুলিশ।
|
গ্রাহক সম্মেলন |
সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির মেদিনীপুর শহর কমিটির সম্মেলন হয়েছে বৃহস্পতিবার। বিদ্যুতের মাশুল বৃদ্ধি, অতিরিক্ত সিকিউরিটি চার্জ নেওয়ার প্রতিবাদ জানানোর পাশাপাশি সুস্পষ্ট বিদ্যুৎনীতি ঘোষণা করার দাবি জানানো হয়। দিলীপ দাসকে সম্পাদক, শ্যামল দাসকে সভাপতি, দীপক বসুকে কার্যকরী সভাপতি করে ৩০ জনের কমিটি গঠন করা হয়। |
|