বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ভিন রাজ্যের চোরা শিকারির দল ঢোকার খবরে বন দফতরের তরফে জঙ্গলে নজরদারি বাড়ানো হয়েছে। দুর্গা পুজোর আগে একবার চোরা শিকারি ঢোকার খবরে জঙ্গলে কড়া নজরাদরি চালায় বন কর্তারা। এবার রাজাভাত খাওয়ার জঙ্গলে ৭-৮ জনের একটি দল বন্দুক নিয়ে ঢুকেছে বলে গোপন সূত্রে খবর পান। বনকর্তারা বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন বলেন, “ বুধবার রাজাভাত খাওয়ার জঙ্গল লাগোয়া এলাকায় ৭-৮ জনের চোরা শিকারির দল ঢুকেছে বলে খবর এসেছে। পশ্চিম ও পূর্ব রাজাভাতখাওয়া রেঞ্জে কড়া নজরদারি শুরু করা হয়েছে।” তিনি জানান, আমরা জেনেছি দলটিকে স্থানীয় দুষ্কৃতীরা মদত দিচ্ছে। বনবস্তি গুলিতে বাইরে থেকে নতুন কেউ এসে থাকছে কি না তা দেখা হচ্ছে।
|
ছট পুজোয় রবীন্দ্র সরোবরে জমা জঞ্জাল পুরসভা ও সরকার সাফ করবে। শুক্রবার হাইকোর্টের দুই বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায় ও দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। লেক ক্লাব লাভার্স ও এক সংস্থা এই দূষণ বন্ধের আর্জিতে মামলা করে। তাদের আইনজীবী মুজিবর রহমান বলেন, লেকে তেল, ঘি ফেলা হয়। প্রায় ১০ হাজার পুণ্যার্থী আসেন। বেঞ্চ জানায়, পুজো এখনই বন্ধ হবে না। তবে জল দূষণ মুক্ত করার আশ্বাস মিলেছে।
|
সুন্দরবনের দোবাঁকির জঙ্গলে দেখা মিলল সাইবেরিয়ান থ্রাশ-এর। বছর দশেক আগে শেষ বার এ দেশে দেখা মিলেছিল। তবে রাজ্যে এই প্রথম। শীতের শুরুতে সাইবেরিয়ার তাইগা অঞ্চল থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ঝাঁক বেঁধে উড়ে যায় এই সাইবেরিয়ান থ্রাশ। ‘বোম্বে ন্যাচরাল হিস্ট্রি সোসাইটি’র বক্তব্য, দেশান্তরী হওয়ার সময়ে সুন্দরবনের জঙ্গলে নেমে পড়েছে তাদেরই একটি। |