|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
ধ্রুপদী রীতি মেনেই গণেশ রূপায়ণ |
মৃণাল ঘোষ |
সম্প্রতি অ্যাকাডেমিতে দেবশ্রী দত্ত মেহতা একক প্রদর্শনী করলেন। নিসর্গরচনা এবং গণেশের রূপকল্প নিয়ে করা কিছু কাজ। কিছু দিন আগে এসপ্ল্যানেডের কে সি দাস বিপণিতে নিসর্গ নিয়ে তিনি একটি বড় প্রদর্শনী করেছিলেন। প্রতিচ্ছায়াবাদী আঙ্গিকের বিবর্তিত রূপায়ণ ছিল সেখানে। |
|
এ বারের নিসর্গগুলি সেই ধারাতে হলেও প্রকরণের দিক থেকে আরও পরিশীলিত। গণেশের রূপায়ণগুলিতে তিনি নিজস্ব আঙ্গিক ভাবনার প্রকাশ ঘটাতে পেরেছেন। দেবশ্রী ধ্রুপদী রীতি মেনেই ঐতিহ্যগত আঙ্গিককে নিজের মতো করে রূপান্তরিত করেছেন। |
প্রদর্শনী চলছে
তাজ বেঙ্গল: অজিতা সেনগুপ্ত কাল শেষ।
বিড়লা অ্যাকাডেমি: সুজিত ঘোষ, প্রবাল রায় প্রমুখ
কাল শেষ।
রবিন, মিহির প্রমুখ কাল শেষ।
কেমোল্ড: গৌরব বসু কাল শেষ।
অ্যাকাডেমি: সুমন দাস, সমর বসাক প্রমুখ ১১ নভেম্বর পর্যন্ত। ‘যুগলবন্দি’ ১১ নভেম্বর পর্যন্ত।
অসিত দাস ১১ নভেম্বর পর্যন্ত। |
|