জেসপ সমস্যা সমাধানে রাজ্য সরকারের ডাকা বৈঠকে যোগ দিলেন না সংস্থা কর্তৃপক্ষ। কারখানা বন্ধ করতে চেয়ে রাজ্যকে চিঠি দিয়েছে সংস্থার পরিচালক রুইয়া গোষ্ঠী। কিন্তু অনুমতি দিতে রাজি নয় রাজ্য। জট কাটাতে শুক্রবার বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু রুইয়া গোষ্ঠীর প্রতিনিধি যাননি। এ দিন নিউ সেক্রেটারিয়েট ভবনে শ্রম কমিশনারের দফতরে ছিলেন জেসপের ছ’টি ইউনিয়নের প্রতিনিধি এবং সংস্থার অন্যতম শেয়ারহোল্ডার ভারত ভারি উদ্যোগ নিগম লিমিটেড (বিবিইউএনএল)-এর কর্তারা। শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু জানান, রাজ্য ও বিবিইউএনএল কর্তাদের মুখোমুখি হতে চাননি বলেই রুইয়া-কর্তারা আসেননি। রুইয়া গোষ্ঠীর ভাইস প্রেসিডেন্ট ধ্রুবজ্যোতি নন্দীও জানান, বিবিইউএনএলকে ডাকা হয়েছে বলেই তাঁরা যাননি। তাঁর বক্তব্য, “বৈঠকে যা নিয়ে আলোচনার কথা ছিল তা একান্ত ভাবেই জেসপের অভ্যন্তরীণ বিষয়। সেখানে বিবিইউএনএলকে কেন ডাকা হল?” তাঁর কথায়, “আমরা বৈঠকে যে যাব না, তা গত বৃহস্পতিবারই শ্রম কমিশনারের দফতরে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিলাম।”
|
রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ ওড়াল গোল্ডম্যান স্যাক্স। সম্প্রতি সংস্থা এক রিপোর্টে ইঙ্গিত দেয়, লোকসভা ভোটের পর বিজেপি ক্ষমতায় ফিরলে শেয়ার বাজার আরও চাঙ্গা হবে। জানায়, বাজার মহলও নরেন্দ্র মোদীর নেতৃত্বে আস্থাশীল। রিপোর্টটি অযৌক্তিক ও আপত্তিজনক বলে মন্তব্য করেছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা। যদিও এ দিন গোল্ডম্যানের দাবি, লগ্নিকারীদের মনোভাবের ভিত্তিতেই রিপোর্ট তৈরি করেছে তারা।
|
আগামী ১৩ থেকে ১৬ নভেম্বর কলকাতায় মিলন মেলা প্রাঙ্গণে চতুর্থ ইঞ্জিনিয়ারিং ও উৎপাদন শিল্প প্রদর্শনীর আয়োজন করেছে সিআইআইয়ের পূর্বাঞ্চলীয় শাখা। উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। শুধুমাত্র বাণিজ্যিক আদান-প্রদানের জন্য আয়োজন করা এই ‘বিজ ব্রিজ’-এর থিম শিল্প পুনরুজ্জীবন। পূর্ব ভারতের অন্যতম বৃহৎ এই বাণিজ্য প্রদর্শনীর অংশীদার-রাজ্য পশ্চিমবঙ্গ।
|
ট্রাই ফ্যাম টাটা কমিউনিকেশন্সের নতুন চিফ স্ট্র্যাটেজি অফিসার নিযুক্ত হয়েছেন। |