তাঁদের ছেলে অত্যন্ত মোটা। তাই এক ফরাসি দম্পতিকে বিমানে উঠতে না দেওয়ার অভিযোগ উঠল একটি ব্রিটিশ বিমান সংস্থার বিরুদ্ধে। হরমোন ঘটিত রোগের কারণে অত্যন্ত মোটা ২২ বছরের কেভিন চেনিয়াজ। চিকিৎসা করাতে এসেছিলেন শিকাগো। ফেরার সময় এই বিপত্তি। বাধ্য হয়ে এই পরিবারকে এক সপ্তাহ আটকে থাকতে হয় বিমানবন্দরের হোটেলে। বহু চেষ্টা করেও এই সমস্যার সমাধান না হওয়ায় অবশেষে বাবা, মা এবং ছেলে ট্রেনে নিউ ইয়র্কে যান। সেখান থেকে জাহাজে করে ফ্রান্স।
|
বিমান চালানো শিখছেন ব্রিটেনের রাজকুমার উইলিয়ামের স্ত্রী কেট মিডলটন। ব্রিটিশ বায়ুসেনা অফিসারদের একটি অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন কেট। উইলিয়াম ও তাঁর ভাই হ্যারি দু’জনেই প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট। হ্যারিই কেটকে বিমান চালানো শেখাচ্ছেন কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
|
হাকিমুল্লা মেহেসুদকে খুনের প্রতিশোধ নিতে হামলা চালানো হবে বলে হুমকি দিল তেহরিক ই তালিবান নেতা মোল্লা ফজলুল্লা। পাক সরকারের সঙ্গে আলোচনায় বসার সম্ভাবনাও উড়িয়ে দেন তিনি। শুক্রবার মার্কিন ড্রোন হানায় নিহত হন তালিবান নেতা হাকিমুল্লা। পাক নিরাপত্তা সংস্থাও সতর্ক করেছে, হাকিমুল্লার মৃত্যুর বদলা নিতে হামলার ছক কষছে তালিবান।
|
বন্ধুদের দেখানোর জন্য স্কুলে আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার করা হল আমেরিকার এক নয় বছরের ছাত্রকে। ফ্লোরিডার ঘটনা। স্কুলবাসে করে অন্য পড়ুয়াদের সঙ্গে স্কুলে যাচ্ছিল ওই ছাত্র। চালক লক্ষ করেন বাস থেকে নামার সময় নয় বছরের ছাত্রটি ব্যাগ থেকে একটি পিস্তল বের করে প্যান্টের পকেটে ঢোকাচ্ছে। সঙ্গে সঙ্গে চালক স্কুল কর্তৃপক্ষকে খবর দেন। স্কুল কর্তৃপক্ষ খবর দেন পুলিশে। পুলিশ ছাত্রটিকে গ্রেফতার করে।
|
শ্রীলঙ্কায় কমনওয়েলথ শীর্ষ বৈঠকে না-ও যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তামিলনাড়ুর রাজনৈতিক দলগুলি এই সফরের বিরোধী। তাই শুক্রবার কংগ্রেস কোর গ্রুপের বৈঠকে সফরের বিরুদ্ধে মুখ খুলেছেন কয়েক জন শীর্ষ নেতা। প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে টালবাহানা চলছে কয়েক দিন ধরেই। আমন্ত্রণ জোরালো করতে মনমোহনকে চিঠি লিখেছেন শ্রীলঙ্কার তামিল অধ্যুষিত নর্দার্ন প্রভিন্স-এর মুখ্যমন্ত্রীও। ফলে কেন্দ্র পড়েছে দোটানায়। দু’এক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর। |