বান্ধবীর অশ্লীল ছবি নেটে, ধৃত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বান্ধবীর অশ্লীল ছবি ইন্টারনেটের মাধ্যমে প্রচারের অভিযোগে দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে গ্রেফতার করেছে হিরাপুর থানার পুলিশ। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এডিসিপি (পশ্চিম) সুব্রত গঙ্গোপাধ্যায় জানান, ওই ছাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিল তারই সহপাঠী। অভিযোগ পেয়ে পুলিশ হিরাপুরের নিউটাউনে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। পুলিশের কাছে লিখিত অভিযোগে বার্নপুর রিভারসাইড এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী জানায়, বেশ কিছুদিন আগে সহপাঠী ওই ছাত্রের সঙ্গে তার প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটির অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছাত্রটি তার সঙ্গে একাধিক বার সহবাস করে। কিন্তু ইদানীং তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছিল। ওই ছাত্রী অভিযোগ করে, ছেলেটি তাকে কোনও রকম যোগাযোগ করতে নিষেধ করেছিল। অযথা বিরক্ত করল সহবাসের অশ্লীল ছবি ইন্টারনেটের মাধ্যমে প্রচার করে দেবে বলেও সে হুমকি দিয়েছিল। কিন্তু হুমকি উপেক্ষা করে সে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যায় বলে মেয়েটির দাবি। দিন কয়েক আগে এক বন্ধুর মারফত অশ্লীল ছবি নেটে ছড়িয়ে পড়ার কথা জানতে পারে ওই ছাত্রী। তার পরেই পুলিশের কাছে অভিযোগ জানায় সে। পুলিশ জানায়, শুক্রবার ধৃতকে আসানসোল আদালতে তোলা হলে এসিজেএম বিচারক ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দেন।
|
শ্লীলতাহানিতে অভিযুক্ত ব্যবসায়ী
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
এক মহিলার শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, মামরা বাজারে আসবাবপত্রের ব্যবসায়ী শঙ্কর রাউথের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিধাননগর হাউসিংয়ের বাসিন্দা ওই মহিলা। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, হঠাৎ পিছন থেকে মোটরবাইকে চড়ে এসে শঙ্কর রাউথ তাঁর শ্লীলতাহানি করে। বাধা দিতে গেলে তাঁকে ঠেলে ফেলে দেওয়া হয়। কোমরে চোট পান তিনি। দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা করানোর পরে তিনি শহরের নিউ টাউনশিপ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, অভিযুক্তের খোঁজ চলছে।
|
তালা ভেঙে চুরি
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
বন্ধ দরজার তালা ভেঙে নগদ টাকা ও গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে দুর্গাপুরের কড়ঙ্গপাড়া রোডের স্টেশন বাজার এলাকায়। পেশায় ব্যবসায়ী ওই বাড়ির মালিক মহম্মদ আজাদ পুলিশের কাছে লিখিত অভিযোগে জানান, বাড়িতে তালা দিয়ে তিনি সপরিবারে কলকাতা গিয়েছিলেন। শুক্রবার ফিরে দেখেন, ঘরের তালা ভাঙা। ভিতরে আলমারির তালাও ভাঙা। নগদ টাকা ও গয়না উধাও। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
স্মৃতি ফুটবল
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
চিচুড়িয়া সুভাষ সমিতি আয়োজিত দেবাশিস ঘটক স্মৃতি ফুটবলের প্রথম সেমিফাইনালে চিচুড়িয়া মাঠের খেলায় বিজয়ী হয় ডিএসপি। তারা উখড়া অ্যাকাডেমিকে টাইব্রেকারে ২-০ গোলে হারায়।
|
সীতারামপুর রেল স্টেশন সংলগ্ন একটি গুদামে আলকাতরার ড্রামে আগুন লেগে যায় শুক্রবার। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের খবর নেই। |