টুকরো খবর
গণ অবস্থান
ব্যবসা বন্ধ রেখে ডিআরএম অফিসের সামনে গণ অবস্থানের সিদ্ধান্ত নিল ব্যবসায়ী সংগঠনগুলি। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জংশন রেল বাজারে এক বৈঠকের পর ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, অসমের ডাংতলা ষ্টেশন আলিপুরদুয়ার ডিভিশনের মধ্যে রয়েছে। তা রঙিয়া ডিভিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিয়ে এদিন ডিআরএমের মাধ্যমে রেলমন্ত্রীকে স্মারকলিপি পাঠিয়েছে কংগ্রেস। তবে উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুর দুয়ার ডিভিশনের ডিআরএম বীরেন্দ্র কুমার বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে কংগ্রেসের স্মারকলিপি পেয়েছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তা পাঠানো হচ্ছে।” প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বরঞ্জন সরকার জানান, আলিপুরদুয়ার ডিভিশনকে ছোট করার চেষ্টা করছেন একশ্রেণির রেল আধিকারিক। বিষয়টি রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীকে জানানো হয়েছে। তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। ব্যবসায়ী সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক তুষার ঘোষ জানান, ২০০৩এ আলিপুরদুয়ার থেকে বেশ কয়েকটি স্টেশন নিয়ে গঠন করা হয় রঙিয়া ডিভিশন। এতে আলিপুরদুয়ার ডিভিশন কাজকর্ম কমেছে। ফের আর একটি স্টেশন সরানোর চেষ্টা হচ্ছে শুনেছি। আগামী ১৫ নভেম্বর আমরা ডিআরএমের অফিসের সামনে গণ অবস্থান করব।

দু’ট্রাক আলু আটক
অভিযান চালিয়ে দু’ট্রাক আলু আটক করল ময়নাগুড়ি থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ পানবাড়ি বাজার থেকে ওই আলু আটক করা হয়। ট্রাক চালকদের ধরা হলেও বিক্রেতাদের খোঁজ মেলেনি পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলুগুলি ধূপগুড়ির কোনও এলাকা থেকে নিয়ে গোপনে পানবাড়ি হাটে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়। গোপন সূত্রে খবর পেয়ে সেগুলি আটক করা হয়। একটি ট্রাকে পৌনে তিনশো প্যাকেট অন্যটিতে ২১৫ প্যাকেট আলু মিলেছে প্রতি প্যাকেটে ৫০ কেজি আলু রয়েছে। কাগজপত্র না মেলায় আলুগুলি কোন হিমঘর থেকে বার করা হয়েছে তা জানা যায়নি। পুলিশ জানায়, আলুগুলি কোন হিমঘর থেকে বার করা হয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, ময়নাগুড়ির কোনও হিমঘর থেকে ওই আলু বার করা হয়নি। পলাতক ব্যবসায়ীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

কিশোরীকে জখম, ধৃত বাবা-ছেলে
কিশোরীকে ধারাল অস্ত্র দিয়ে আক্রমণ করে জখম করার অভিযোগ উঠল বাবা ও ছেলের বিরুদ্ধে। কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার শিলিগুড়ির আশিঘর মোড় এলাকায় নিজের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে সঞ্জয় সাহা ও তাঁর বাবা শঙ্কর সাহাকে। বুধবার রাতে বাড়ি ফেরার সময়ে ওই কিশোরীকে ব্লেড জাতীয় কিছু দিয়ে আঘাত করে সঞ্জয়। এরপরেই বাড়ি ফিরে সমস্ত জানায় ওই কিশোরী। রাতেই ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করেন তার বাবা। পুলিশ সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে ওই কিশোরীকে উত্যক্ত করত ওই যুবক। তাতে ইন্ধন দিত তার বাবা। ঘটনার দিন প্রেমের প্রস্তাব দিয়ে প্রতা্যখ্যাত হয়। সেই রোষেই সম্ভবত তাকে আক্রমণ করা হয়েছিল বলে পুলিশের অনুমান। শিলিগুড়ির ডেপুটি পুলিশ সুপার ওজি পাল বলেন, “অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।”

ধর্ষণে গ্রেফতার
যুবতী ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার খড়িবাড়ি থানার দুলালজোত থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তি ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ওই কিশোরীকে একটি ঘরের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই যুবক বলে খড়িবাড়ি থানায় অভিযোগ করে ওই যুবতী। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি ধর্ষণের মামলা করে তদন্ত শুরু করে। দুদিন পালিয়ে থাকার পর এদিন বাড়ি ফিরেছেন খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। শুক্রবার তাঁকে শিলিগুড়ি আদালতে তোলা হবে।

দু’টি দেহ উদ্ধার
অজ্ঞাত পরিচয় এক মহিলা এবং এক পুরুষের মৃতদেহ উদ্ধার হল হাসিমারা ফাঁড়ি এলাকায়। বৃহস্পতিবার সকালে ভার্নাবাড়ি চা বাগানের ১৩ নম্বর সেকশনে এক মাঝবয়সী মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ওই দেহটির পাশাপাশি, সকালে মধু চা বাগানের পিছনে গুদামডাবরি বিটের জঙ্গলে ৩ নম্বর কম্পার্টমেন্ট এলাকায় বন কর্মীরা টহল দেওয়ার সময় এক ব্যক্তির পচা গলা দেহ দেখতে পান। পুলিশ দেহ দুটির পরিচয় জানার চেষ্টা করছে।

চাষিদের প্রশিক্ষণ
মালবাজার ব্লকের রাজাডাঙা গ্রাম পঞ্চায়েতের ক্ষুদ্র চা চাষিদের প্রশিক্ষণ শিবির হল। বৃহস্পতিবার রাজাডাঙা গ্রাম পঞ্চায়েতের কাঠালগুড়িতে রাজাডাঙা ক্ষুদ্র চা চাষি স্বনির্ভর গোষ্ঠী শিবিরের আয়োজন করে। যোগ দেন জলপাইগুড়ি টি বোর্ডের উন্নয়ন আধিকারিক শুভাশিস সোয়াইন, নাগরাকাটা চা গবেষণা কেন্দ্রের গবেষক অশোক ভট্টাচার্যও উপস্থিত ছিলেন। শিবিরে শতাধিক ক্ষুদ্র চা চাষি যোগ দেন। শিবিরে গাছ রোপন থেকে চা পাতা তোলার পদ্ধতি শেখানো হয়েছে বলে জানান স্বনির্ভর গোষ্ঠীর সভাপতি মকবুল হোসেন।

স্মারকলিপি পেশ
বেআইনি মদ, জুয়ার ঠেকের বিরুদ্ধে ব্যবস্থা, নারী নির্যাতন ঠেকাতে পুলিশ নজরদারির দাবিতে মালবাজার থানায় গিয়ে স্মারকলিপি দিল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। বৃহস্পতি বার সংগঠনের মালবাজার জোনাল কমিটির পক্ষে ওসি বিরাজ মুখোপাধ্যায়কে স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনের জোনাল সম্পাদক গীতা দেবনাথ জানান, জলপাইগুড়ি জেলাতে নারী নির্যাতন বাড়ছে। সঙ্গে গজিয়ে উঠছে মদ ও জুয়ার ঠেক।

অবস্থান বিক্ষোভ
শহরে চুরি বেড়ে যাওয়া ও সিভিক পুলিশ বাতিলের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে বসল কংগ্রেস। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আলিপুরদুয়ার চৌপথীতে বিক্ষোভ হয়। জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অনুপ দাস জানান, শহরে চুরির ঘটনা বেড়ে গেলেও পুলিশ সক্রিয় পদক্ষেপ করছে না। পুজোর আগে নিয়োগ করা সিভিক পুলিশ বাতিল করা হতে পারে।

মন্দিরে চুরি
মন্দিরের তালা ভেঙে চুরি হয়ে গেল লক্ষাধিক টাকার সম্পত্তি। বুধবার রাতে ফুলবাড়ি বাজারেয়। মন্দিরের কালীমূর্তির গায়ের সমস্ত সোনা-রূপার অলঙ্কার চোরেরা নিয়ে যায়।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.