হাতির মৃত্যু মালবাজারে
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
পায়ে ক্ষতের চিকিৎসার পরেও একটি জখম হাতির মৃত্যু হল। বৃহস্পতিবার কালিম্পং বননিগমের ভুট্টাবাড়ির জঙ্গল থেকে হাতিটির মৃতদেহ উদ্ধার করেন বন কর্মীরা হাতিটির সামনের ডান পায়ে ক্ষত ছিল। গত অক্টোবর মাসের শেষে জঙ্গলে টহল দেওয়ার সময় বন কর্মীরা অসুস্থ হাতিটিকে দেখতে পান। চিকিৎসার জন্য দুটি কুনকি হাতিকেও কাজে লাগানো হয়। হাতিটির ডান পা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ফুলে ছিল। হাঁটুর নিচে ৩টি ক্ষত ছিল। কালিম্পঙ বন নিগমের ডিভিশনাল ম্যানেজার টিটি ভুটিয়া জানান, স্ত্রী হাতিটির বয়স ৪০ বছরের বেশি। জঙ্গলে চলাফেরার সময় কোনও কারণে সেটির পায়ে ক্ষত তৈরি হয়েছিল।
|
বক্সা ব্যাঘ্র প্রকল্পের কার্তিক জঙ্গল থেকে বেআইনি গাছ কাটার চেষ্টার অভিযোগে বুধবার সন্ধ্যায় গ্রেফতার হল এক ব্যক্তি। সোমেল টিগ্গা নামে ওই ব্যক্তির বাড়ি কার্তিক চা বাগানের যদু লাইনে। |