বিদেশি ব্যাঙ্কগুলির জন্য জারি নয়া বিধি
সংবাদ সংস্থা • মুম্বই |
ভারতে নিজস্ব শাখা খুলে ব্যবসা করলে প্রায় দেশীয় ব্যাঙ্কগুলির মতোই সুযোগ সুবিধা পাবে বিদেশি ব্যাঙ্কগুলি। রিজার্ভ ব্যাঙ্কের এই ঘোষণার পিছনে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা দেখছে বিশেষজ্ঞ মহল। কারণ বিদেশি ব্যাঙ্কগুলি শাখা খুলে ব্যবসা করলে তাদের উপর নিয়ন্ত্রণ বাড়ানো যেমন সহজ হবে, তেমনই বাড়তি সুযোগ সুবিধার দৌলতে সহজ হবে লগ্নি টানা। তবে সে জন্য কিছু শর্তও পূরণ করতে হবে। যেমন, অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রে দিতে হবে ৪০% ঋণ।
|
তেল সংস্থাকে ভর্তুকি
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
সেপ্টেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে ১৭,৭৭২ কোটি টাকা নগদ ভর্তুকি মঞ্জুর করল কেন্দ্র। বুধবারই ৮,৭৭২ কোটির ভর্তুকিতে সায় দেওয়া হয়। আরও ৯ হাজার কোটিতে সায় দেওয়া হল বৃহস্পতিবার। এ দিকে, আমেরিকার নিষেধাজ্ঞা এড়িয়ে বিক্রি বাড়াতে পরিবহণ খরচ ছাড়াই ভারতকে অশোধিত তেল সরবরাহ করতে চায় ইরান। দিতে চায় বাড়তি সুবিধাও।
|
চলতি মাসেই কলকাতা থেকে ভুটান ও তাইল্যান্ডের উড়ান চালু করছে ভুটান এয়ারলাইন্স। ভুটানের তাসি গ্রুপের অধীন এই সংস্থা একটি এয়ারবাস ৩২০ বিমান ভাড়া করে উড়ান শুরু করছে। সেটি রাতে ব্যাঙ্ককে থাকবে। সংস্থা সূত্রে খবর, ভোরে ব্যাঙ্কক থেকে কলকাতায় এসে উড়ে যাবে ভুটানের পারোতে। সেখান থেকে কলকাতায় এসে ফিরবে ব্যাঙ্কক। ভারতে বার্ড গ্রুপ বিপণনের দায়িত্ব পেয়েছে। গ্রুপের এগ্জিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ললিত খোসলা জানান, সপ্তাহে সাত দিন উড়ান চলবে। কলকাতা থেকে ব্যাঙ্ককে অন্য যে সব সংস্থার উড়ান আছে, ভুটান এয়ারলাইন্সের ভাড়াও তাদের মতো হবে। এত দিন ভুটান থেকে একচেটিয়া উড়ান চালাচ্ছিল ড্রুক বিমানসংস্থা। মনে করা হচ্ছে এ বার প্রতিযোগিতায় পড়বে তারা।
|
ইউরোপে চাহিদা বাড়াতে ফের সুদ কমাল কেন্দ্রীয় ব্যাঙ্ক ইসিবি। নামাল রেকর্ড ০.২৫ শতাংশে।
|
সঞ্জীব কপূর স্পাইসজেটের নতুন চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। |