দু’টি ফুটবল ফাইনাল
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
বৃহস্পতিবার এক দিনেই দু’টি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ হল দুবরাজপুরে। দু’টি প্রতিযোগিতায় যোগদানকারি দলের সংখ্যা ৮। দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রম পরিচালিত সত্যানন্দ শিল্ড ফুটবল ম্যাচের ফাইনাল খেলাটি হয় দুবরাজপুর পুরসভা এলাকায় সারদা ফুটবল মাঠে। অন্য ফাইনাল খেলাটি হল দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েত এলাকার পছিয়াড়ায়। দ্বিতীয় প্রতিযোগিতার উদ্যোক্তা লোহাগ্রাম-পছিয়াড়া উদয়ন সঙ্ঘ। রামকৃষ্ণ আশ্রম পরিচালিত খেলাটি শুরু হয়েছিল ২৫ অক্টোবর। ফাইনালে হুগলির পিএফএফসি মগরা একাদশকে টাইব্রেকারে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বর্ধমান জেলার মহাল ফুটবল অ্যাকাডেমি। |
বৃহস্পতিবার সারদা মাঠে ছবিটি তুলেছেন দয়াল সেনগুপ্ত। |
২৯ অক্টোবর থেকে শুরু হওয়া অন্য প্রতিযোগিতার ফাইনালে বর্ধমানের রামনগর ইন্দ্রজিৎ ফুটবল অ্যাকাডেমি ১-০ গোলে বর্ধমানের কেন্দ্রাছাত্র সমিতিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। উভয় মাঠেই দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রামকৃষ্ণ আশ্রম পরিচালিত খেলা এ বার ৫২ তম বর্ষে পড়ল। উদয়ন সঙ্ঘ পরিচালিত খেলাটি ১৫ বছরে পড়ল। দু’টি ম্যাচের চ্যাম্পিয়ন ও রানার্স দলের জন্য ট্রফি ছিল। তবে সত্যানন্দ শিল্ড টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, রানার্স ও ম্যান অব দ্য ম্যাচের জন্য যথাক্রমে ১০ হাজার, ৭ হাজার ও ৫ হাজার টাকা পুরস্কার।
|
মজুরির দাবি
নিজস্ব সংবাদদাতা • হুড়া |
একশো দিনের প্রকল্পে কাজ করে মজুরি না পেয়ে জাতীয় সড়ক অবরোধ করলেন শ্রমিকরা। হুড়ার লালপুর মোড়ে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে এক ঘণ্টা তাঁরা অবরোধ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। হুড়া ব্লকের চাটুমাদার গ্রাম পঞ্চায়েতের দান্দুডি গ্রামে গত সেপ্টেম্বর মাসে নতুনবাঁধ নাম একটি পুকুর সংস্কারের কাজ করেছিলেন এলাকার ১৪৫ জন শ্রমিক। তিন কিস্তিতে তাঁদের ছয় দিন করে মোট আঠারো দিন কাজ দেওয়া হয়। ওই শ্রমিকদের অভিযোগ, প্রথম ছয় দিনের মজুরি পেলেও বাকি ১২ দিনের মজুরি এখনও তাঁরা পাননি। অবরোধকারী বিপত্তারণ কর্মকার, রাজীব মাঝি, আদিত্য মাঝি, মাণিক মাহাতোদের অভিযোগ, “পঞ্চায়েত অফিসে বারবার গিয়েও মজুরির টাকা পাচ্ছি না। শুধু আশ্বাস দেওয়া হচ্ছে। তাই বাধ্য হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পথ অবরোধ করি।” চাটুমাদার গ্রাম পঞ্চায়েতের প্রধান মন্দিরা মাহাতো দাবি করেন, “পুজোর ছুটির জন্য কিছুটা দেরি হয়েছে। তবে দিন সাতেক আগে ডাকঘরে শ্রমিকদের চেক পাঠিয়ে দেওয়া হয়েছে। দ্রুত ওই চেক ভাঙিয়ে শ্রমিকরা যাতে মজুরি পান তা দেখা হচ্ছে।”
|
নক আউট প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
লোকপাড়া প্রতিবাদ ক্লাবের পরিচালনায় আগামী সোমবার থেকে স্থানীয় স্কুল মাঠে শুরু হতে চলেছে নক আউট ফুটবল প্রতিযোগিতা। ৮টি দল ওই প্রতিযোগিতায় যোগ দেবে। উদ্বোধনী খেলায় নওয়াডাঙাল আদ্যাশক্তি ক্লাবের মুখোমুখি হবে দেওয়ানগঞ্জ মা মনসা ক্লাব। যোগদানকারী অন্য দলগুলি হল পারুলিয়া তরুণ সঙ্ঘ, কুমারপুর কালীমাতা ক্লাব, বাবুইডাঙা মা মনসা ক্লাব, নান্দুলিয়া নিউ রেয়াড ক্লাব, তারাপীঠ মিলন সঙ্ঘ এবং কামারমনি নেতাজি সঙ্ঘ। প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৫ ডিসেম্বর। ক্লাবের ক্রীড়া সম্পাদক কেশব ভাণ্ডারী জানান, উইনার্স এবং রানার্স দলকে ট্রফি-সহ যথাক্রমে ১০ ও ৭ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
|
জয়ী জৌ গ্রাম
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
আমোদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশন পরিচালিত মদনমোহন হালদার স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় চাম্পিয়ন হল জৌগ্রাম ফুটবল অ্যাকাডেমি। টাইব্রেকারে তারা কলকাতার সাদার্ন অ্যাভেন্যুকে ৩-২ গোলে হারায়। ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হন যথাক্রমে জৌগ্রামের ধনঞ্জয় অধিকারী ও কার্তিক মাড্ডি। ৩০ অক্টোবর স্থানীয় মাঠে ৮ দলীয় ওই খেলা হয়। ক্লাবের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন, “ট্রফি-সহ যথাক্রমে ৩ ও ২ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে।”
|
গ্যাস ঘিরে আতঙ্ক
নিজস্ব সংবাদদাতা • লাভপুর |
পুকুর পাড়ের মাটি থেকে গ্যাস বের হওয়ায় আতঙ্ক ছড়াল লাভপুরের ইন্দাস গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ওই গ্রামের বরি পুকুর সংলগ্ন একটি ফাটল থেকে গ্যাস বের হয়। বেলা যত বাড়তে থাকে গ্যাসের তীব্রতাও তত বাড়ে। ঘটনাস্থলে পৌঁছন প্রশাসনিক কর্তারা। স্থানীয় বাসিন্দা অনির্বাণ ঘোষাল বলেন, “গ্যাসের তীব্রতা এতটাই যে, একশো মিটার দূরেও থাকা যাচ্ছে না। চোখ মুখ জ্বালা করছে।” সংশ্লিষ্ট লাভপুরের বিডিও জীবনকৃষ্ণ বিশ্বাস বলেন, “প্রাথমিক তদন্তের পরে মনে হয়েছে ওই গ্যাস মিথেন হতে পারে। আতঙ্ক কাটাতে প্রশাসনের তরফ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। রাখা হয়েছে দমকলের একটি ইঞ্জিন এবং বসানো হয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্পও।” |