টুকরো খবর
ফের ব্যতিক্রমী পোপ ফ্রান্সিস
ছবি: ডেলি মেলের সৌজন্যে।
কখনও গুরুগম্ভীর বক্তৃতার মঞ্চে ঠাকুরদা-সুলভ প্রশ্রয়ে উপভোগ করেন দুরন্ত শিশুর দুষ্টুমি, কখনও বা জেলে গিয়ে নারী-পুরুষ-সাদা-কালো নির্বিশেষে দাগী আসামিদের পা ধুইয়ে দেন। এমন নানা পরিস্থিতিতে, নানা চেহারায় দেখা গিয়েছে পোপ ফ্রান্সিসকে। এ বার এ রকমই আরও এক করুণাময় রূপে দেখা গেল তাঁকে। অসুখের কারণে বিকৃত হয়ে যাওয়া মুখের মানুষকে বুকে জড়িয়ে ধরে চুম্বন করলেন পোপ। বুধবারের প্রার্থনায় যোগ দিতে এসেছিলেন বিরল জিনঘটিত রোগ নিউরোফাইব্রোমাটোসিসে আক্রান্ত এক ব্যক্তি। সেই রোগের কারণে অজস্র মাংসপিণ্ড উঁচু হয়ে রয়েছে তাঁর মুখে। বীভৎস সেই মুখে ভাল করে বোঝা যায় না চোখ, নাক। কুণ্ঠার সঙ্গে দাঁড়িয়ে ছিলেন শেষ সারিতে। কিন্তু আশীর্বাদ নেওয়ার জন্য পোপের কাছে এগিয়ে আসতেই ঘুচে গেল অসুখের ব্যবধান। পরম আদরে কাছে টেনে নিলেন পোপ। শুধু তা-ই নয়, বুকে জড়িয়ে ধরে চুম্বনও করলেন। রোমের সেন্ট পিটার স্কোয়্যারে প্রার্থনা চলার সময়ে এই ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে ছবিটি।

ভোটে প্রার্থী নেই জামাতের
বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামির নিবন্ধন খারিজ করা হয়েছে বলে জানাল নির্বাচন কমিশন। এর ফলে বরাদ্দ ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রার্থী দিতে পারবে না বিএনপি-জোটের দ্বিতীয় বৃহত্তম শরিক জামাত। ঢাকার একটি আদালত ১ অগস্ট জামাতের রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ দেয়। ১৫৮ পাতার পূর্ণাঙ্গ রায় কমিশনের দফতরে পৌঁছয়। নির্বাচন কমিশনার মহম্মদ শাহনওয়াজ বলেন, “এখন জামাতের নিবন্ধন নেই। তারা নির্বাচনে অংশ নেবে না।” জামাতের গঠনতন্ত্রে এমন বিষয় আছে, যা বাংলাদেশের সংবিধানের বিরোধী। তাদের ঘোষিত লক্ষ্য বহুদলীয় গণতন্ত্রের উচ্ছেদ করে দেশে ইসলামি শাসনব্যবস্থা কায়েম। এগুলি সংশোধনের শর্তেই ২০০৮-এ জামাতকে স্বীকৃতি দিয়েছিল কমিশন। কিন্তু তারা কিছুই সংশোধন করেনি।

সমকামী বিল
সমকামীদের প্রতি বৈষম্য দূর করতে কর্মক্ষেত্রে সমানাধিকারের বিল পাশ করল মার্কিন সেনেট। বৃহস্পতিবার ৫৪-৩২ ভোটে এই বিলটি পাশ করা হয়। এ বার মার্কিন কংগ্রেসে সমকামীদের প্রতি বৈষম্য দূর করতে কর্মক্ষেত্রে সমানাধিকার নিয়ে নতুন ফেডেরাল আইন তৈরি করার পালা। এই নতুন বিলে প্রস্তাব, ধর্মীয় সংগঠন এবং সামরিক বাহিনী বাদে ১৫ জনের বেশি কর্মী রয়েছে, এমন সংস্থায় যৌন অভ্যাসের কারণে কারও নিয়োগে বাধা দেওয়া বা বরখাস্ত করা চলবে না।

নয়া জঙ্গি প্রধান
নয়া প্রধানের নাম ঘোষণা করল পাক-জঙ্গি গোষ্ঠী তেহরিক ই তালিবান। মহা সামরোহে গুলি ছুড়ে যার নাম ঘোষণা হল, তিনি মালালা-কাণ্ডের অন্যতম চক্রী। নাম মৌলানা ফজলুল্লা। স্কুল বাসে উঠে মালালাকে কী ভাবে হত্যা করা হবে, সবটাই ছিল ফজলুল্লার মস্তিষ্ক প্রসূত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.