পানশালায় ঝামেলা, ধৃত
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
পানশালায় গোলমাল পাকানোর অভিযোগে দুর্গাপুরে সিটিসেন্টার থেকে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে ধৃতদের মধ্যে এক জনের কাছে আগ্নেয়াস্ত্র ও গুলিও মিলেছে বলে পুলিশ জানায়। পুলিশ জানায়, হেমন্ত শাহি, রনিনীল প্রধান ও সায়ন মজুমদার ক্রেডিট কার্ডের মাধ্যমে দাম মেটাতে গেলে সে নিয়ে গোলমাল শুরু হয়। পানশালার কর্মীদের সঙ্গে বচসা শুরু হলে তাদের মধ্যে এক জন এক কর্মীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকি দেয় ও মারধর করে পালায় বলে অভিযোগ। পানশালার ম্যানেজার মৃন্ময় মজুমদার ফোন করে খবর দিলে সিটিসেন্টার ফাঁড়ির পুলিশ গিয়ে ওই তিন জনকে গ্রেফতার করে। পুলিশের কাছে এ ব্যাপার লিখিত অভিযোগ করেন মৃন্ময়বাবু। মৃন্ময়বাবুর দাবি, ওই তিন জন এক কয়লা মাফিয়ার লোক বলে নিজেদের পরিচয় দিয়ে হম্বিতম্বি শুরু করেছিল। পুলিশ খোঁজ নিয়ে জেনেছে, সিটি সেন্টার এলাকায় ওই মাফিয়ার একটি হোটেল ও আবাসন নির্মাণ চলছে। সেই কাজের সঙ্গে যুক্ত ধৃতেরা। এডিসিপি (পূর্ব) সুনীল যাদব জানান, ধৃতদের বৃহস্পতিবার আদালতে তোলা হলে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জেরা করা হবে।
|
তালা ভেঙে চুরির চেষ্টা ডিপিএলে
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড (ডিপিএল)-এর কয়েকটি অফিসঘরে তালা ভেঙে চুরির চেষ্টা করে দুষ্কৃতীরা। বুধবার রাতে এই ঘটনাটি ঘটেছে বলে ডিপিএল সূত্রে খবর। বৃহস্পতিবার এই ঘটনার কথা জানাজানি হয়। কী চুরি গিয়েছে, তা খোঁজ করতে গিয়ে বিভাগীয় আধিকারিকেরা জানতে পারেন, কোনও কিছুই খোয়া যায়নি। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন কর্তৃপক্ষ। ডিপিএল সূত্রে জানা গিয়েছে, ৫ ও ৬ নম্বর ইউনিটের টার্বাইন ফ্লোরের উপরতলায় রয়েছে বিভিন্ন স্তরের আধিকারিকদের দফতর। সেই দফতরের আটটি তালা ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে একটি ফুট আকারের রড পাওয়া যায়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, সম্ভবন ওই রডটি দিয়েই দুষ্কৃতীরা তালা ভাঙে। সংশ্লিষ্ট বিভাগ তদন্তে নেমে জানতে পারে, খোয়া যায়নি কোনও গুরুত্বপূর্ণ সামগ্রী বা ফাইল। পাশে রয়েছে ডিপিএলের নিজস্ব টেলিফোন এক্সচেঞ্জ। এক্সচেঞ্জের কোনও সামগ্রীও চুরি হয়নি বলে জানিয়েছে পুলিশ। সংশ্লিষ্ট দফতরের এক আধিকারিক বলেন, “খবর পেয়ে আমরা যাই। কিন্তু দেখা যায়, কিছুই খোয়া যায়নি। কেন দুষ্কৃতীরা এমন ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশেও অভিযোগ দায়ের করা হয়েছে।”
|
খাদানে ছাত্রের দেহ
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
পরিত্যক্ত খাদানে মিলল নিখোঁজ ছাত্রের দেহ। বৃহস্পতিবার সন্ধ্যায় জামুড়িয়ার ছাতিমডাঙার কাছে উদ্ধার হওয়া ছাত্রের নাম সোনু আলম (১৭)। সে জামুড়িয়া হিন্দি হাইস্কুলে একাদশ শ্রেণির ছাত্র ছিল। বাড়ি শ্রীপুর হাসপাতাল এলাকায়। গত ৪ নভেম্বর থেকে সে নিখোঁজ ছিল। তার বাবা একটি নিখোঁজ ডায়েরিও করেন। পুলিশ জানায়, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই ছাত্রের তিন বন্ধুকে এ দিন গ্রেফতার করা হয়েছে। |