|
নজরবন্দি
মেদিনীপুর |
|
অরণ্যশহরে পুর-পরিষেবার হাল ঠিক কী? পানীয় জল মেলে? রাস্তার দশাই বা কেমন?
পুরভোটের আগে তারই ওয়ার্ড ভিত্তিক খতিয়ান। সঙ্গে ভোটপ্রার্থীদের এক ঝলক।
|
ওয়ার্ড নম্বর ৭ |
• পানীয় জল: গ্রীষ্মে জলের সমস্যা বেড়ে যায়। ট্যাপকল থাকলেও কলের মুখ না থাকায় জল অপচয় হয়। • নিকাশি:বিদ্যাসাগরসরণী, পোস্ট অফিস রোডের নিকাশি নালা সংস্কারের অভাবে মজে যাওয়ায় বৃষ্টিতে জল উঠে যায়। • রাস্তাঘাট: খাপ্রেলবাজার, সুভাষনগরের কিছু রাস্তা নিয়মিত সংস্কার না হওয়ায় খানাখন্দ তৈরি হয়। • জঞ্জাল সাফাই: সুভাষনগর, খাপ্রেলবাজারের ভ্যাট নিয়মিত সাফাই না হওয়ায় দুর্গন্ধ ছড়ায়। • পথবাতি:ক্ষুদিরামনগর, মাইকো লেন, সুভাষনগরের মতো এলাকায় পর্যাপ্ত পথবাতি নেই। |
রবীন্দ্রনগরে বেহাল রাস্তা, নেই নিকাশি নালা |
যুযুধান |
শ্যামল ভকত
তৃণমূল |
পার্থজিৎ চক্রবর্তী
কংগ্রেস |
উত্তম গোপ
বাম সমর্থিত নির্দল |
|
|
|
এলাকার বিদায়ী
কাউন্সিলর।
পুরভোটের
লড়াইয়ে এই নিয়ে দ্বিতীয়বার। |
পুরভোটের আঙিনায় নতুন
মুখ। তবে রাজনীতিতে পুরনো।
যুব কংগ্রেস কর্মী বলে পরিচিত। |
পুরভোটে প্রথম। দুগ্ধ
ও ছানা ক্ষুদ্র বিক্রেতা
সমিতির জেলা সম্পাদক |
|
ওয়ার্ড নম্বর ৮ |
• পানীয় জল: হরিদেবপুরে সমস্যা রয়েছে। প্রদ্যোৎনগর-সহ কিছু এলাকায় ট্যাপকল দরকার। জল সরবরাহ অনিয়মিত। • নিকাশি:বস্তি এলাকায় নিকাশি ব্যবস্থা সেভাবে গড়ে ওঠেনি। বড় নালা সংস্কারের অভাবে মজে যায়। • রাস্তাঘাট: নতুনপল্লি, সূর্যনগরের মতো এলাকায় কয়েকটি রাস্তা এখনও কাঁচা। কিছু রাস্তা সংস্কারের অভাবে বেহাল।
• জঞ্জাল সাফাই: কোতবাজার, হাতারমাঠ এলাকায় ভ্যাট নিয়মিত পরিষ্কার না হওয়ায় আবর্জনা রাস্তায় নেমে আসে।
• পথবাতি: গিরিশনগরের মতো এলাকায় ছোট রাস্তায় পথবাতি নেই। ফলে পথচলতি মানুষের সমস্যা হয়। |
আবর্জনার স্তূপ জমেছে হাতারমাঠ এলাকায় |
যুযুধান |
শিপ্রা মণ্ডল
তৃণমূল |
মোনালিসা মুখোপাধ্যায়
কংগ্রেস |
মৌসুমী মাইতি
ফরওয়ার্ড ব্লক |
|
|
|
এলাকার বিদায়ী কাউন্সিলর।
পুরভোটের লড়াইয়ে এই
নিয়ে দ্বিতীয় বার। |
ভোটের ময়দানে নতুন মুখ।
পেশায় স্কুল শিক্ষিকা। দলীয় সমর্থক
হিসেবে পরিচিতি রয়েছে। |
পুরভোটে এবারই প্রথম
লড়াই। দলের কর্মী। সঙ্গীতশিল্পী
হিসেবে পরিচিতি। |
|
|