বিনোদনের টুকরো খবর |
|
সল্টলেকে ফিল্ম |
শুধু পূর্বশ্রী প্রেক্ষাগৃহই নয়, এ বছর সল্টলেকের একটি শপিং মলের মাল্টিপ্লেক্সেও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ছবি দেখতে পাবেন সাধারণ মানুষ। বুধবার এ কথা জানান উৎসবের সল্টলেক চ্যাপ্টারের কর্ণধার বিধাননগর পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী। তিনি বলেন, “এত দিন সল্টলেকে শুধুমাত্র পূর্বশ্রী প্রেক্ষাগৃহে উৎসবের ছবিগুলি দেখানো হত। আরও বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এ বারের এই পরিকল্পনা।” তিনি আরও জানান, এ বারের উৎসবে সল্টলেকে মোট ৩৫টি ছবি দেখানো হবে। এ দিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায় প্রমুখ।
|
কেরিয়ার প্রেম
সংবাদ সংস্থা • লন্ডন |
নতুন করে নিজের কেরিয়ারের প্রেমে পড়লেন অস্কারজয়ী অভিনেত্রী স্যান্ড্রা বুলক। তাঁর নতুন ছবি ‘গ্র্যাভিটি’ নিয়ে উচ্ছ্বসিত স্যান্ড্রা বলেন “আমি এর আগেও অনেক চ্যালেঞ্জিং কাজ করেছি। তবে পরিচালক অ্যালফানসো-র সঙ্গে আমার কাজ করার ইচ্ছে ছিল বহুদিনের। ওঁর
সঙ্গে কাজ করার পর মনে হল পুনর্জন্ম হল।”
|
প্রয়াত তরলা দালাল |
বুধবার সকালে নিজের বাড়িতেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৭৭ বছর বয়সে মারা গেলেন তরলা দালাল। ভারতীয় টেলিভিশনে ‘কুক ইট আপ ইউথ তরলা দালাল’ অনুষ্ঠানটির মাধ্যমেই তাঁর সঙ্গে দর্শকদের প্রথম পরিচিতি। ১৯৭৪ সালে নানা ধরনের নিরামিষ রান্না নিয়ে প্রথম বই লেখেন তিনি। ২০০৭ সালে পদ্মশ্রী পান তিনি। সম্প্রতি একটি ওয়েবসাইটও খুলেছিলেন তিনি।
|
|
|
এক বিচিত্রানুষ্ঠানের মঞ্চে বিপাশা বসু। সল্টলেকের সি এফ ব্লকে, মঙ্গলবার রাতে। ছবি: শৌভিক দে। |
|