জেসপ: কেন্দ্রের কাছে গুরুদাস
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
জেসপ এবং ডানলপ, তাদের হাতে-থাকা দু’টি কারখানারই প্রভিডেন্ট ফান্ড ফাঁকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত রুইয়া গোষ্ঠী। এই অবস্থায় কোনও ভাবেই তাদের ছাড় না দেওয়ার দাবি উঠল। রাজ্য সরকারের কাছে সিপিআই সাংসদ তথা এআইটিইউসি-র সাধারণ সম্পাদক গুরুদাস দাশগুপ্তের আর্জি, রুইয়াদের যেন জেসপ বন্ধ করার অনুমতি না দেওয়া হয়। আর রেল যাতে কারখানাটি অধিগ্রহণ করে, সেই দাবি নিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন বর্ষীয়ান সাংসদ। জেসপ নিয়ে শুক্রবারই ত্রিপক্ষ বৈঠক ডেকেছে রাজ্য সরকার। আঞ্চলিক পি এফ কমিশনার পি কে মিশ্র মঙ্গলবারই ব্যারাকপুরের পুলিশ কমিশনার বিশাল গর্গ এবং হুগলির পুলিশ সুপার সুনীল চৌধুরীকে চিঠি দিয়ে জানিয়েছেন, প্রভিডেন্ট ফান্ডের টাকা নয়ছয়ের অভিযোগে দমদম ও চুঁচুড়া থানায় ইতিমধ্যে একাধিক এফআইআর দায়ের হয়েছে। ওই এফআইআরের ভিত্তিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, পুলিশের কাছে তার রিপোর্ট জানতে চেয়েছেন পি এফ কমিশনার।
|
পুর-প্রধানকে হুমকি ব্যারাকপুরে |
ব্যারাকপুর পুরসভার তৃণমূল চেয়ারম্যান উত্তম দাসকে ফের হুমকি দিল এক দল দুষ্কৃতী। টিটাগড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উত্তমবাবু তাঁর পুর এলাকার নোনা চন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবে যান। তিনি ক্লাব থেকে বেরোনোর পরেই এক দল দুষ্কৃতী মোটরবাইকে চড়ে সেখানে গিয়ে হুমকি দেয়। লোকজন জড়ো হয়ে যাওয়ায় দুষ্কৃতীরা শূন্যে গুলি ছুড়ে চম্পট দেয়। উত্তমবাবু বলেন, “আগেও হুমকি দেওয়া হয়েছে। কারা এমন কাণ্ড ঘটাচ্ছে, বুঝতে পারছি না।”
|
পাসপোর্ট পেতে অনেক ক্ষেত্রেই হয়রানি পোহাতে হয়। তাই জনগণের সুবিধার জন্য এ বার পাসপোর্ট মেলার আয়োজন করছে বিদেশ মন্ত্রক। ৩০ নভেম্বর কলকাতা ও বহরমপুরে পাসপোর্ট অফিস চত্বরে ওই মেলা বসবে। আঞ্চলিক পাসপোর্ট অফিসার গীতিকা শ্রীবাস্তব মঙ্গলবার এ কথা জানান। মেলায় নতুন পাসপোর্টের জন্য সরাসরি আবেদন করা যাবে। পুনর্নবীকরণের আবেদনও গৃহীত হবে। তবে সেখানে ‘তৎকাল’-এর সুযোগ মিলবে না। |