সংস্কৃতি যেখানে যেমন

ছবির প্রদর্শনী
রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিন ধরে বহরমপুর রবীন্দ্রসদন প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ছবির প্রদর্শনী। উদ্যোক্তা বহরমপুরের ‘আইরিশ আর্ট সেন্টার’। তাঁদের পক্ষে কার্তিক পাল বলেন, “ছাত্রছাত্রী ও শিক্ষক মিলে প্রায় ৫২ জনের ছবি ছিল ওই প্রদর্শনীতে।”

শারদ সম্মান
সোমবার দীপাবলির সন্ধ্যায় বেলডাঙা থানার মাঠে বসেছিল শারদ সম্মান প্রদান অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে ‘কলকাতার কপালকুণ্ডলা’ ও ‘জানালা’ নামের দু’টি শ্রুতিনাটক পরিবেশন করেন সুমনা মণ্ডল ও গিরিধারী সাহা। এ ছাড়াও সেখানে স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও হরবলা। আয়োজক ‘বেলডাঙা থানারপাড়া পুজো কমিটি’।

সাহিত্য সম্মেলন
মঙ্গলবার ভাইফোঁটার বিকেলে স্বপ্নসিঁড়ির উদ্যোগে অনুষ্ঠিত হল কবি-সাহিত্যিক সম্মেলন। বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠের উত্তর-পূর্ব কোণের চতুষ্কোণ পার্কে। ছিল কবি সম্মেলনও। ছিল স্বরচিত কবিতাপাঠের আসর। ওই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করা হয়।

উৎসব সংখ্যা
গত শনিবার বহরমপুর থেকে প্রকাশিত হয় গোপাল বাইন সম্পাদিত ‘বিস্তার’ পত্রিকার উৎসব সংখ্যা। রয়েছে রামেন্দ্রসুন্দর ত্রিবেদীকে নিয়ে বিশেষ ক্রোড়পত্র। এ ছাড়া ১০টি প্রবন্ধ, ৫৯ জন কবির কবিতা, ভ্রমণ সংক্রান্ত রচনা এবং ছোটগল্প লিখেছেন ৭ জন। প্রচ্ছদ শিল্পী গোবিন্দ ত্রিবেদী, নামাঙ্কন করেছেন কবি সমীরণ ঘোষ।

বার্ষিক অনুষ্ঠান
গত ৩০-৩১ অক্টোবর দু’দিন ধরে আজিমগঞ্জের বাঁশুলিতলা মুক্তমঞ্চে অনুষ্ঠিত হল আজিমগঞ্জের বাণীভবন মিউজিক কলেজের বার্ষিক অনুষ্ঠান। প্রথম দিন প্রয়াত শিল্পী মান্না দে-কে স্মরণ করার পর ৫ জন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়। সংস্থার পক্ষে অনিতা গুপ্ত বলেন, “দু’দিনের অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয়। ছবি আঁকার প্রতিযোগিতাও হয়েছে।”

চরানির গান
সালার থেকে প্রকাশিত হল ‘রাহিলা সংস্কৃতি সঙ্ঘের’-এর মুখপত্র ‘কথাশিল্প’। রোজিনা পারভিন সম্পাদিত ওই রচনা সঙ্কলনে রয়েছে এ রাজ্য ছাড়াও বাংলাদেশ, ঝাড়খণ্ড, অসম ও ত্রিপুরার কবিদের কবিতা। এ ছাড়াও নিরক্ষর গীতিকার মুলেজান বেওয়ার ‘ছাগল চরানির গান’।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.