রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিন ধরে বহরমপুর রবীন্দ্রসদন প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ছবির প্রদর্শনী। উদ্যোক্তা বহরমপুরের ‘আইরিশ আর্ট সেন্টার’। তাঁদের পক্ষে কার্তিক পাল বলেন, “ছাত্রছাত্রী ও শিক্ষক মিলে প্রায় ৫২ জনের ছবি ছিল ওই প্রদর্শনীতে।”
|
সোমবার দীপাবলির সন্ধ্যায় বেলডাঙা থানার মাঠে বসেছিল শারদ সম্মান প্রদান অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে ‘কলকাতার কপালকুণ্ডলা’ ও ‘জানালা’ নামের দু’টি শ্রুতিনাটক পরিবেশন করেন সুমনা মণ্ডল ও গিরিধারী সাহা। এ ছাড়াও সেখানে স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও হরবলা। আয়োজক ‘বেলডাঙা থানারপাড়া পুজো কমিটি’।
|
মঙ্গলবার ভাইফোঁটার বিকেলে স্বপ্নসিঁড়ির উদ্যোগে অনুষ্ঠিত হল কবি-সাহিত্যিক সম্মেলন। বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠের উত্তর-পূর্ব কোণের চতুষ্কোণ পার্কে। ছিল কবি সম্মেলনও। ছিল স্বরচিত কবিতাপাঠের আসর। ওই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করা হয়।
|
গত শনিবার বহরমপুর থেকে প্রকাশিত হয় গোপাল বাইন সম্পাদিত ‘বিস্তার’ পত্রিকার উৎসব সংখ্যা। রয়েছে রামেন্দ্রসুন্দর ত্রিবেদীকে নিয়ে বিশেষ ক্রোড়পত্র। এ ছাড়া ১০টি প্রবন্ধ, ৫৯ জন কবির কবিতা, ভ্রমণ সংক্রান্ত রচনা এবং ছোটগল্প লিখেছেন ৭ জন। প্রচ্ছদ শিল্পী গোবিন্দ ত্রিবেদী, নামাঙ্কন করেছেন কবি সমীরণ ঘোষ।
|
গত ৩০-৩১ অক্টোবর দু’দিন ধরে আজিমগঞ্জের বাঁশুলিতলা মুক্তমঞ্চে অনুষ্ঠিত হল আজিমগঞ্জের বাণীভবন মিউজিক কলেজের বার্ষিক অনুষ্ঠান। প্রথম দিন প্রয়াত শিল্পী মান্না দে-কে স্মরণ করার পর ৫ জন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়। সংস্থার পক্ষে অনিতা গুপ্ত বলেন, “দু’দিনের অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয়। ছবি আঁকার প্রতিযোগিতাও হয়েছে।”
|
সালার থেকে প্রকাশিত হল ‘রাহিলা সংস্কৃতি সঙ্ঘের’-এর মুখপত্র ‘কথাশিল্প’। রোজিনা পারভিন সম্পাদিত ওই রচনা সঙ্কলনে রয়েছে এ রাজ্য ছাড়াও বাংলাদেশ, ঝাড়খণ্ড, অসম ও ত্রিপুরার কবিদের কবিতা। এ ছাড়াও নিরক্ষর গীতিকার মুলেজান বেওয়ার ‘ছাগল চরানির গান’। |