নজরবন্দি জেলা

ঝাড়গ্রাম
ওয়ার্ড নম্বর ৫
চাঁদাবিলার মাহাতো পাড়ার বেহাল রাস্তা।
পানীয় জল তালডাংরা আদিবাসী পাড়ায় পানীয় জলের ব্যবস্থা নেই। স্থানীয় খালের জলই ভরসা। ভোটের মুখে চাঁদাবিলায় পুরসভার টাইম কল বসেছে। তবে জল অনিয়মিত।
নিকাশি এলাকায় কোনও নিকাশি ব্যবস্থা নেই। সামান্য বৃষ্টি হলেই মাঝিপাড়া ও মাহাতো পাড়ায় জল জমে যায়।
রাস্তাঘাট চাঁদাবিলা, মাঝিপাড়া ও মাহাতো পাড়ার সিংহভাগ রাস্তাই খানাখন্দে ভর্তি। দীর্ঘদিন ওই কাঁচা রাস্তার সংস্কার হয়নি।
জঞ্জাল সাফাই মাহাতো পাড়া ও মাঝিপাড়ায় জঞ্জাল সাফাই হয়নি বহুদিন।
পথবাতি পথবাতি পর্যাপ্ত নেই। তালডাংরায় মতো কিছু এলাকায় এখনও বিদ্যুৎ সংযোগ আসেনি।
যুযুধান

ছবি মজুমদার

ঝুনু রায়
নতুন মুখ। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের
কর্মী। তাঁর স্বামী প্রয়াত কাজল মজুমদার
তৃণমূল কর্মী ছিলেন।
পুরভোটে নতুন মুখ।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী। একসময়
এসএফআইয়ের নেত্রী ছিলেন।
ওয়ার্ড নম্বর ৬
সাবিত্রী সিনেমার কাছে জমে জঞ্জালের স্তূপ।
পানীয় জল জনবসতিপূর্ণ উত্তর বামদায় মাত্র তিনটি টাইম কল রয়েছে। সময়মতো জল আসে না। ধলপাড়াতেও জল অমিল।
নিকাশি নিকাশি বেহাল। বৃষ্টি হলেই বাণপাড়া ও আমবাগান বস্তিতে জল জমে। বলরামডিহিতে রাস্তার উপর হাঁটুজল জমে যায়।
রাস্তাঘাট সাবিত্রী সিনেমা মোড় থেকে বামদা রেল ক্রসিং পর্যন্ত পিচ রাস্তার খারাপ অবস্থা। আমবাগান ও বাণপাড়া বস্তির মোরাম রাস্তা দীর্ঘদিন সংস্কার হয়নি। বলরামডিহির ভারত সেবাশ্রম সঙ্ঘের কাছে ঢালাই রাস্তা সাইকেল চলারও অযোগ্য।
জঞ্জাল সাফাই আমবাগান ও বাণপাড়ার রাস্তায় জঞ্জালের স্তূপ। অন্যত্রও মোটের উপর একই ছবি।
পথবাতি ছোট রাস্তায় পথবাতির অভাবে রাতে সমস্যা হয়।
যুযুধান

রাজেন সরেন

যজ্ঞেশ্বর হেমব্রম

নগেন মাহালি
পুরভোটের আঙিনায় নতুন
মুখ। তৃণমূলের একনিষ্ঠ
কর্মী হিসেবে পরিচিত।
১৯৯৮ সালে পুরভোটে
পরাজিত হন। জঙ্গলমহল
আদিবাসী কংগ্রেসর সভাপতি।
পুরভোটে নতুন মুখ।
বেসরকারি সংস্থায় কর্মরত।
দলীয় সমর্থক হিসেবে পরিচিত।

মেদিনীপুর
ওয়ার্ড নম্বর ৫
বিধাননগরে বেহাল রাস্তা।
পানীয় জল বস্তিতে জল সঙ্কট। গ্রীষ্মে সমস্যা চরমে পৌঁছয়। অন্যত্র পরিস্থিতি তুলনায় ভাল। কিছু এলাকায় আরও ট্যাপকল চাই।
নিকাশি রানাপাড়া-সহ বস্তি এলাকায় নিকাশির সমস্যা বেশি। ডিরোজিও নগর, নবীনপল্লিতে নিকাশি নালা নিয়মিত সাফাই হয় না।
রাস্তাঘাট বিধাননগর, মিত্র কম্পাউন্ডের মতো এলাকায় রাস্তা নিয়মিত সংস্কার হয় না। কয়েকটি রাস্তায় খানাখন্দ তৈরি হয়েছে।
জঞ্জাল সাফাই ছোট-বড় রাস্তার পাশে ভ্যাটে আবর্জনা নিয়মিত সাফাই না হওয়ায় দুর্গন্ধ ছড়ায়।
পথবাতি ছোট রাস্তায় পর্যাপ্ত পথবাতি নেই। স্টেশন চত্বর-সহ কয়েকটি এলাকায় রাতে অসামাজিক কাজকর্ম চলে।
যুযুধান

মৌ রায়

সুদেষ্ণা নন্দী

সোনালী ঘোষ
মহিলা তৃণমূলের শহর
সভানেত্রী। এই নিয়ে পুরভোটের
লড়াইয়ে দু’বার।
পুরভোটের আঙিনায় এই
প্রথম বার। তরুণ এই প্রার্থী
নিজে ছাত্র পরিষদের নেত্রী।
গৃহবধূ। ভোটের আঙিনায়
নতুন মুখ। স্বামী সমর ঘোষ
এলাকার সিপিএম নেতা।
ওয়ার্ড নম্বর ৬
বিকল নলকূপ পোড়াবাংলোয়।
পানীয় জল পোড়া বাংলো-সহ কয়েকটি এলাকায় জলের সমস্যা রয়েছে। পর্যাপ্ত ট্যাপকল নেই।
নিকাশি নিয়মিত মহানালা সংস্কার হয় না। অতিবৃষ্টি হলে নিকাশি নালার জল রাস্তার উপর উঠে আসে।
রাস্তাঘাট সেখপুরা-সহ কয়েকটি এলাকায় রাস্তা নিয়মিত সংস্কার হয় না। রাস্তার মাঝে খানা-খন্দ তৈরি হয়েছে।
জঞ্জাল সাফাই দুর্গন্ধে বার্জটাউন মাঠের পাশ দিয়ে চলাই দায়। রাস্তার পাশে ভ্যাট নিয়মিত সাফাই হয় না।
পথবাতি সেখপুরা, রবীন্দ্রনগরের কিছু রাস্তায় পর্যাপ্ত পথবাতি নেই। সন্ধ্যা হলেই নিরাপত্তার সমস্যা বাড়ে। বড় রাস্তায় আলো আছে।
যুযুধান

প্রণব বসু

বাসুদেব অধিকারী

ভারতী রাণা
১৯৮৮ সালে প্রথম ভোটে
দাঁড়ান। দু’বার জিতেছেন।
শহরের বিদায়ী পুরপ্রধান।
পুরভোটের আঙিনায়
নতুন। তবে দলে একনিষ্ঠ
কর্মী হিসেবেই পরিচিতি।
সিপিআই জেলা সম্পাদক
সন্তোষ রাণার স্ত্রী। নিজে মহিলা
সমিতির জেলা সম্পাদিকা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.