কাওলা’র ছাল পাচার ডুয়ার্সে
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
মূল্যবান কাওলা গাছের ছাল পাচার চক্র ফের সক্রিয় হয়ে উঠেছে ডুয়ার্সে। সোমবার রাতে কাওলা গাছের ছাল পাচার চক্রের সাথে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের দক্ষিণ রায়ডাক রেঞ্জের বন কর্মীরা। উদ্ধার করা হয়েছে পাঁচ কুইন্টাল কাওলা গাছের ছাল। বন দফতর সূত্রে জানা গিয়েছে, একটি ট্রেকারে চাপিয়ে ছালগুলি কোচবিহার হয়ে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছিল। বনকর্মীরা ট্রেকারটি আটক করেছেন। শামুকতলা লালপুল এলাকায় রুটিন তল্লাশি চালানোর সময় বনকর্মীরা গাড়ি ধরেন। এক পাচারকারী গাড়ি থেকে নেমে পালানোর সময় তাঁকে ধরে ফেলা হয়। বন দফতর জানায়, ধৃত তপু মোহান্তর বাড়ি শামুকতলার দক্ষিণ মজিদখানা গ্রামে। ন্যাফের মুখপাত্র অনিমেষ বসু জানান, দীর্ঘদিন ধরে কাওলার ছাল পাচার বন্ধ ছিল। ফের তা শুরু হওয়ার বিষয়টি চিন্তার। এটা বন্ধ করাতে বনকর্মীর নজরদারি বাড়ানো যেমন দরকার, তেমনই বন কর্মীদের ঘাটতি পূরণের কথাটি বন দফতরকে ভাবতে হবে।” বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপ ক্ষেত্র অধিকর্তা ভাস্কর জেভি জানান, কাওলা গাছের ছাল ধূপকাঠি, ঔষধ তৈরি সহ নানা কাজে ব্যবহার হয়। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে কাওলা ছালের চাহিদা ব্যাপক। দামও অনেক। বক্সা ব্যাঘ্র প্রকল্প ও অসমের বনাঞ্চলে প্রচুর গাছ রয়েছে।
|
কাঠ-সহ ট্রাক্টর আটক হিড়বাঁধে
নিজস্ব সংবাদদাতা • হিড়বাঁধ |
আকাশমণি কাঠ ভর্তি একটি ট্রাক্টর আটক করল বনদফতর। সোমবার বিকেলে হিড়বাঁধ থানার মশিয়াড়া গ্রামের কাছে থেকে ওই ট্রাক্টরটি ধরা হয়। বাঁকুড়া উত্তর বনবিভাগের অধীন হিড়বাঁধের রেঞ্জ অফিসার শুকদেব মাহাতো বলেন, “আকাশমণি কাঠ ভর্তি ওই ট্রাক্টরটি তিলাকানালি থেকে মশিয়াড়া যাচ্ছিল। খবর পেয়ে ওই কাঠ বোঝাই ট্রাক্টরটি আটকানো হয়। আমরা চালকের কাছে কাঠ পরিবহণের বৈধ কাগজপত্র দেখতে পাইনি। তাই ওই কাঠ বাজেয়াপ্ত করা হয়।” তিনি জানান, বাজেয়াপ্ত করা আকাশমণি কাঠের পরিমাণ প্রায় ২০ কুইন্টাল। ট্রাক্টরটিও আটক করা হয়েছে। রেঞ্জ অফিসার জানান, কোথা থেকে ওই কাঠ নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।
|
শব্দবাজি আটক
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
কয়েক হাজার টাকা দামের শব্দবাজি আটক করল বসিরহাট থানার পুলিশ। সোমবার রাতে বসিরহাটের পুরাতন বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। সেই অভিযানেই মেলে চার পেটি শব্দবাজি। তবে, বিক্রেতাদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, শব্দবাজি বিক্রি করলেই গ্রেফতার করা হবে। বাসিন্দারা মনে করছেন, পুলিশ এ দিন যে ভাবে অভিযান চালিয়েছে, কালীপুজোর আগে তা হলে শব্দবাজির দাপট কমত।
|
প্রবাসে: ইলাহাবাদের সঙ্গমে সাইবেরিয়া থেকে পরিযায়ী সি গালের দল। ছবি: পি টি আই।
|
উড়ান। ব্রহ্মপুত্রের বুকে। মঙ্গলবার গুয়াহাটিতে উজ্জ্বল দেবের তোলা ছবি। |
|