লেকটাউন থানা থেকে ৫ মিনিটের দূরত্বে দু’টি দোকানে শাটার ভেঙে চুরি হল। সোমবার রাতে দু’টি ঘটনাই ঘটে লেকটাউনের এ ব্লকে।
পুলিশ জানায়, ওই রাতে চুরি হয় একটি নামী মোবাইল কোম্পানির শো-রুম এবং একটি ডিপার্টমেন্টাল স্টোরে। মঙ্গলবার সকালে শো-রুমের কর্ণধার রাজেশ সিঙ্ঘানিয়া এসে দেখেন, শাটার কাটা। প্রায় সব মোবাইল ও চার্জার উধাও। ক্যাশবাক্সও তছনছ। দোকানের কর্মীদের দাবি, সব মিলিয়ে প্রায় ছ’লক্ষ টাকার জিনিস চুরি গিয়েছে।
ওই শো-রুমের পাশের ডিপার্টমেন্টাল স্টোরের কর্মীরা সকালে এসে দেখেন, শাটার ভাঙা। ভিতরে কোনও জিনিস খোয়া না গেলেও ক্যাশবাক্স ভাঙা। তবে কত টাকা চুরি গিয়েছে তা জানাতে চাননি কর্মীরা।
এই দু’টি ঘটনায় প্রশ্ন উঠেছে লেকটাউনের নিরাপত্তা নিয়ে। গত কয়েক মাসে লেকটাউনে বেশ কিছু চুরি ও কেপমারি হয়েছে। দু’সপ্তাহ আগে বাগুইআটিতে দিনে-দুপুরে ঘরে ঢুকে এক বৃদ্ধকে খুন করে পালায় দুষ্কৃতীরা। বিধাননগর কমিশনারেট হওয়ার পরে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে বলে পুলিশ দাবি করলেও তা কতটা সত্যি সে নিয়ে প্রশ্ন তোলেন বাসিন্দারা। কমিশনারেটের এসিপি প্রবীর রায় অবশ্য বলেন, “প্রতি রাতে টহলদারি ভ্যান ছাড়াও মোটরবাইক পেট্রলিং, ফুট পেট্রলিং হয়। কয়েকটি ঘটনার কিনারা হয়েছে। এই চুরি দু’টির ক্ষেত্রেও কিছু সূত্র মিলেছে। আশা করি, দ্রুতই কিনারা হবে।”
সোমবার রাতে ঠাকুরপুকুর থানার জায়গীরঘাট রোড এলাকার একটি মোবাইলের দোকান থেকে প্রায় ৫০টি দামি মোবাইল ও দু’টি ল্যাপটপ চুরি গিয়েছে। পুলিশ জানায়, দোকানের মালিক মনোজ মণ্ডল মঙ্গলবার সকালে দেখেন, দোকানের ছাদের অ্যাসবেস্টস কাটা, ভিতরের সব জিনিস ছড়ানো। ৫০টি মোবাইল ও ২টি ল্যাপটপ নেই। |