রাসায়নিক অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থা (ওপিসিডব্লিউ) এ বার শুরু করবে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র নষ্টের কাজ। এত দিন ধরে চলছিল অর্থ এবং সাহায্য সংগ্রহের কাজ। এখনও পর্যন্ত এই কাজের জন্য সংগ্রহ হয়েছে ১ কোটি ইউরো। তবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের দাবি, সিরিয়ায় মজুত সব রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে অন্তত ১০০ কোটি ইউরো প্রয়োজন। তবে এই দাবি মানতে নারাজ ওপিসিডব্লিউ। তাদের তরফে জানানো হয়েছে, সিরিয়ায় ওই অস্ত্র বিনষ্ট করা সম্ভব নয়। অন্য কোনও নির্জন এলাকায় নিয়ে গিয়ে ওই অস্ত্র ধ্বংস করতে হবে। অস্ত্রগুলিকে কত দূর নিয়ে যাওয়া হবে, তার উপরেই মোট খরচের পরিমাণ নিভর্র করবে বলেই মত তাদের। এখনও পর্যন্ত নগদ অর্থ ছাড়াও যন্ত্রপাতি, প্রশিক্ষণ-সহ আরও নানা বিষয়ে মার্কিন সাহায্য সব চেয়ে বেশি।
|
১ লক্ষ ১০ হাজার পাউন্ডে বিক্রি হল মহাত্মা গাঁধীর ‘চরকা’। ভারত ছাড়ো আন্দোলনের সময় পুণের ইয়েরওয়াড়া জেলে বন্দি থাকাকালীন গাঁধী যে চরকাটি কাটতেন, মঙ্গলবার ব্রিটেনের শ্রপশায়ারে মুলক’স নিলাম সংস্থায় বিক্রি হয়ে যায় সেটি। জেল থেকে বেরোনোর পর রেভারেন্ড ফ্লয়েড এ পাফারকে চরকাটি উপহার দিয়েছিলেন গাঁধী। একই সঙ্গে মঙ্গলবার ২০০০০ পাউন্ড মূল্যে বিক্রি হয় গুজরাতি ভাষায় লেখা গাঁধীর শেষ উইলটিও।
|
নিউ জার্সির বৃহত্তম শপিং মল থেকে শোনা যাচ্ছিল গুলির আওয়াজ। কোনও দুর্ঘটনা এড়াতে পারামুস এলাকার গার্ডেন স্টেট প্লাজা মলের উদ্দেশে রওনা দিয়েছিল নিউ জার্সি পুলিশ। রাত প্রায় ৩টে ২০ নাগাদ মলটির পেছন দিক থেকে উদ্ধার হল রিচার্ড শুপের দেহ। মাথায় গুলি করে আত্মহত্যা করেছে সে। শুপ মানসিক অবসাদগ্রস্ত ছিল বলে প্রাথমিক ভাবে ধারণা পুলিশের। |