বকেয়া না মেলার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
কারখানার প্রাক্তন কর্মীদের বকেয়া না মেটানো এবং কারখানার যন্ত্রাংশ খুলে নেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখালেন ওই প্রাক্তন কর্মীরা। মঙ্গলবার রানিগঞ্জের একটি পেপার মিলে আধিকারিক ও নিরাপত্তারক্ষীদের ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তাঁরা। ওই প্রাক্তন কর্মীরা জানান, বন্ধ হয়ে যাওয়া কারখানাটি ১৯৮৯ সালে খোলার পর ফের এক দশক পর বন্ধ হয়ে যায়। এর পর আবার নতুন করে মালিকানা হস্তান্তর হয়। |
চলছে বিক্ষোভ।—নিজস্ব চিত্র। |
তাঁদের অভিযোগ, প্রায় হাজার কর্মীকে ছাটাই করে দেওয়া হলেও মেটানো হয়নি তাঁদের বকেয়া। এ দিন আবার তাঁরা জানতে পারেন, কারখানা কর্তৃপক্ষ কারখানারই একটি পুরনো ‘ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’-এর যন্ত্রাংশ কেটে নিয়ে অন্যত্র পাচার করছিলেন। এরপরই তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের বকেয়া না মেটানো পর্যন্ত কোনও কিছু পাচার করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন ওই কর্মীরা। কারখানা কর্তৃপক্ষ জানান, আলোচনার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে।
|
আগুনে পুড়ল আসবাবপত্র
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
ঘটনাস্থলে ভিড়।—নিজস্ব চিত্র। |
আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল বাড়ির আসবাবপত্র-সহ বেশ কিছু সামগ্রী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের বড়বাজার এলাকায়। ওই বাড়ির গৃতকর্তা নিতাই লাহা জানান, এ দিন সপরিবারে কাছেই তিনি তাঁর বোনের বাড়ি গিয়েছিলেন। বাড়িতে আগুন লেগে যাওয়ার খবর পেয়ে ফিরে দেখেন, বাড়িতে আগুন লেগে গিয়েছে। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িতে প্রদীপ জ্বালিয়ে রেখে গিয়েছিল পরিবারটি। প্রদীপটি উল্টে পড়ে গিয়ে আগুন লেগে যায় বলে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান।
|
কুয়োয় দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
একটি পরিত্যক্ত কুয়ো থেকে এক মহিলার দেহ উদ্ধার হল মঙ্গলবার। দুর্গাপুরের পলাশডিহা আদিবাসী পাড়ার ওই কুয়ো থেকে দেহটি উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মহিলার আনুমানিক বয়স ৪০। তাঁর নাম-পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
|
আইএনটিটিইউসি কর্মী-সমর্থকের বিরুদ্ধে সংস্থার ম্যানেজিং ডিরেক্টরকে হেনস্থার অভিযোগ উঠল দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডে (ডিপিএল)। সপ্তাহখানেক আগে ওই সংগঠনের এক নেতার চাকরির মেয়াদ বাড়ানোর দাবিতে বিক্ষোভ চলাকালীন এই ঘটনা ঘটে বলে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী ও সচিবের কাছে রিপোর্ট পাঠিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। ডিপিএল সূত্রে খবর, বিক্ষোভ চলাকালীন এমডি-র সঙ্গে প্রথমে বচসা, পরে তাঁকে ধাক্কাধাক্কি করা হয়। |