লাল নীল সবুজের মেলা বসেছে

লাল নীল সবুজের মেলা বসেছে
লাল নীল সবুজের মেলা রে
আয় আয় আয়রে ছুটে খেলবি যদি আয়
নতুন সে এক খেলা রে...


বাংলার মঞ্চে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে হয়তো মান্না দে’র এই গানটি বাজলে এখন মন্দ হবে না।
ঘটনাটা শুরু হয় নীলকে দিয়ে। নীল মানে অভিনেতা সুজন মুখোপাধ্যায়। সুজনের আরও একটা পরিচয় হল তিনি নাট্যকর্মী এবং পরিচালক সুমন মুখোপাধ্যায় (লাল)-য়ের ভাই। প্রায় তেরো বছর আগে ব্রাত্য বসু একটি নাটক লিখেছিলেন। দেবেশ চট্টোপাধ্যায়ের পরিচালনায় সুজন সেই নাটকটিকে মঞ্চস্থ করতে চলেছেন। ‘চেতনা’র নাট্যদলের ৪১-তম বর্ষপূর্তি উপলক্ষে দু’দিনের নাট্যোৎসবে। ২৩ নভেম্বর তারই প্রিমিয়ার শো।
শুধু তাই নয়, লালের অনুরোধে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চার অধ্যায়’ অবলম্বনে ব্রাত্য বসু একটি নাটক লিখেছেন। প্রথমে কথা ছিল নাটকটি ‘পদাতিক’-এর তরফ থেকে হিন্দিতে মঞ্চস্থ হবে। মুখ্য ভূমিকায় থাকবেন জয়া শীল ঘোষ। তবে সেই প্রযোজনাটি শেষমেশ হয়ে ওঠেনি। নাটকটি মঞ্চস্থ করার বিষয়ে আবার দু’জনে আলোচনায় বসবেন।
কী ভাবে বসল এই লাল-নীল-সবুজের মেলা? বলছেন ব্রাত্য, “প্রায় তেরো বছর আগে আমি ‘আপাতত এই ভাবে দু’জনের দেখা হয়ে থাকে’ বলে একটা মোনোলগ লিখেছিলাম। নীল আমাকে অনেক বারই বলেছে যে আমার লেখাটা ওকে ‘হন্ট’ করত। ‘চেতনা’ থেকে নীল নাটকটা করতে চাইলে, আমি সানন্দে সম্মতি দিই।”
দেবেশের মতে, “রাজনৈতিক মতভেদ হতেই পারে। মূল কথা হল নিজের নাট্যদর্শন। ব্রাত্যর লেখা এই নাটকটার একটা চিরকালীন আবেদন আছে। তাই এটা আজও প্রযোজ্য।”
এই একক অভিনয় সম্পর্কে বলতে গিয়ে সুজন জানান, “এটি ব্রাত্যদার অনেক পুরনো নাটক। একজন শিল্পী মানুষের নিজেকে, আর তার পারিপার্শ্বিককে পর্যবেক্ষণ করার ‘জানির্’ নিয়ে। একটা জীবনে আমরা হয়তো নিজেকে বা নিজের কাছের মানুষকে ঠিক ভাবে চিনে উঠতে পারি না। অনেক না-পাওয়ার জ্বালা, অনেক ভুল বোঝাবুঝি, অনেক চাপিয়ে দেওয়া, অনেক চালাকি এই সব কিছু ছাপিয়ে আমরা নিজেকে কি বুঝে উঠতে পারি? না, আমাদের সমাজ বুঝতে পারে? এই নিয়েই মোনোলগটি লেখা। দ্রোণ আচার্য এই পনেরো মিনিটের মোনোলগটির সঙ্গীত পরিচালনা করছে।”
‘রাজা লিয়র’ নিয়ে গণ্ডগোলের পর কি সুজনের সঙ্গে এই রকম একটা পেশাদার কাজ করাতে কোনও কুণ্ঠা ছিল? “না, তা কেন হবে? সুজন তো আমার ভাইয়ের মতো। আর সুমন আমার বন্ধু,” পালটা উত্তর ব্রাত্যর।
সুমন আর ব্রাত্যর মধ্যে অনেক চিঠির আদানপ্রদান হয়েছিল ‘রাজা লিয়র’-কে নিয়ে। সে সব বিতর্ক কি এখন অতীত? “সুমন আমার বরাবরের বন্ধু। ও আমার নাটকও দেখতে এসেছে। আপনাদের কাগজের জন্য একটা আড্ডাতেও আমরা একসঙ্গে ছিলাম। আমার লেখা ‘চার অধ্যায়’ নিয়ে ও একটা নাটক পরিচালনা করতে চলেছে। সুমন এই সবে দেশে ফিরেছে। এর পর নাটকটা নিয়ে বসব,” জানান ব্রাত্য।
এই লাল-নীল-সবুজের মেলা প্রসঙ্গে প্রশ্ন করা হলে সুমন জানান, “যখন ‘রাজা লিয়র’ নিয়ে চিঠির আদানপ্রদান হচ্ছে, সেই সময় কিন্তু আমি ব্রাত্যকে ফোন করে অনুরোধ করেছিলাম ও যদি ‘চার অধ্যায়’ অবলম্বনে একটা নাটক লেখে। ব্রাত্য সেটা করেও দিয়েছিল। আমরা তো ঠিক ছেলেমানুষ নই যে মতের মিল না হলেই পেশাদারি সম্পর্কে ইতি টেনে দেব। ‘রাজা লিয়র’ নিয়ে আমাদের মতের অমিল রয়েছে। কিন্তু তার মানে এই নয় যে আমরা একসঙ্গে কাজ করতে পারব না। আমি তো ব্রাত্যর ‘সিনেমার মতো’ নাটকটিও দেখেছি।”
কেমন লেগেছে সেই প্রযোজনা?
“ব্রাত্যর অভিনয় ভাল লেগেছে। আর ওর লেখনীর জোর তো রয়েইছে,” বলেন সুমন।
ঝগড়া, মতবিরোধ থাকবেই। কিন্তু আমাদের থিয়েটারকে ছাপিয়ে যেন সেটাই মুখ্য না হয়ে ওঠে
সুজন মুখোপাধ্যায়
রাজনৈতিক মতভেদ হতেই পারে। কিন্তু মূল কথা হল নিজের নাট্যদর্শন
দেবেশ চট্টোপাধ্যায়
আর ‘চার অধ্যায়’? “‘পদাতিক’য়ের হয়ে একটা হিন্দি প্রযোজনা আমার পরিচালনা করার কথা ছিল। তবে সেটা হয়ে ওঠেনি। এই কিছু দিন আগেও ব্রাত্য আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিল যে আমি কি এখনও ওই নাটকটি পরিচালনা করতে চাই, না কি ও সেটা অন্য কাউকে করার অনুমতি দেবে। আমি ওকে সেটা করতে বারণ করেছি। ভবিষ্যতে ওটা হিন্দি বা বাংলাতে পরিচালনা করার ইচ্ছে আমার এখনও রয়েছে।”
ইতিমধ্যে আবার সুমনের সুর করা গান নিয়ে আরও একটা নাটক মঞ্চস্থ করছেন সুজন। ২৩ নভেম্বর ইন্দ্রাশীষ লাহিড়ির সেই নাটকটিও মঞ্চস্থ হতে চলেছে অ্যাকাডেমিতে। নাটকের নাম ‘হরিপদ হরিবোল’। চেকভের ‘ডেথ অব আ ক্লার্ক’য়ের অবলম্বনে লেখা। হরিপদ কেরানি থিয়েটার দেখতে গিয়ে তার বদমেজাজি বসের ঘাড়ে হেঁচে ফেলে এই মিউজিক্যাল স্যাটায়ারটির মূল ভাবনাটি এখান থেকেই শুরু।
“যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কম্পারেটিভ লিটারেচার পড়তাম, সেই সময় এই নাটকটা আমরা মঞ্চস্থ করেছিলাম। তখন ন’টা গান আমি সুর করেছিলাম। ভাই (নীল) এই নাটকটা পরিচালনা করছে,” বলছেন সুমন।
সুজনের ইচ্ছে যে ব্রাত্য আর সুমন দু’জনেই ‘চেতনা’র এই দু’টো প্রযোজনা একসঙ্গে দেখুন। “চেতনার কোনও নাট্যোৎসবে ব্রাত্যদার কোনও নাটক মঞ্চস্থ হয়নি। দেবেশদাও এই প্রথম ‘চেতনা’র ব্যানারে কোনও নাটক পরিচালনা করছেন। ঝগড়া, মতবিরোধ থাকবেই। কিন্তু আমাদের থিয়েটারকে ছাপিয়ে যেন সেটাই মুখ্য না হয়ে ওঠে। ব্রাত্যদার লেখা নাটকটার নাম হল ‘আপাতত এই ভাবে দু’জনের দেখা হয়ে থাকে’। আমি চাইব যে আমাদের নাট্যোৎসবে আপাতত এই ভাবে দু’জনের দেখা হোক।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.