টুকরো খবর
বুক চিতিয়ে দাঁড়িয়েছিল বামেরা, সূর্য
হাসনাবাদে জনসভায়। —নিজস্ব চিত্র।
মূল্যবৃদ্ধি এবং রাজ্যের আইন-শৃঙ্খলার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। রবিবার হাসনাবাদের ভেবিয়া চৌমাথার হাটখোলায় এক জনসভায় এসেছিলেন সূর্যকান্তবাবু। সেখানেই তিনি বলেন, “বামফ্রন্টের ক্ষমতা কমার সঙ্গে সঙ্গে জিনিসপত্রের দামও হু হু করে বাড়ছে। পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে। আর উনি (মমতা) দাম বেঁধে দিচ্ছেন।” বিরোধী দলনেতার কটাক্ষ, দশ বছর আগে মমতা যখন দিল্লিতে ছিলেন, সে সময়ে এ সবের বিরুদ্ধে তিনি কোনও প্রতিবাদ করেননি।” পাশাপাশি সূর্যকান্তবাবুর দাবি, “বামফ্রন্টই তখন বুক চিতিয়ে দাঁড়িয়েছিল।”গত ৯ সেপ্টেম্বর রাতে খুন হন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সদ্য নির্বাচিত সভাপতি তথা সিপিএম নেতা জাহাঙ্গির আলম। সে প্রসঙ্গ তুলে সূর্যকান্তবাবুর হুঁশিয়ারি, “মনে রাখতে হবে, এ ভাবে বামেদের শেষ করা যায় না।” তাঁর মতে, প্রতি দিন সকালে সংবাদপত্র খুলেই গণধর্ষণের খবর দেখতে হচ্ছে। মা-বোনেদের রাস্তায় বের হওয়ার উপায় নেই।” এই সূত্রেই তাঁর প্রশ্ন, “এ সব দেখে কি মনে হচ্ছে, রাজ্য ঠিক লোকের হাতে ঠিক ভাবে চলছে?”

উৎসবের শেষবেলায় আলোয় ভাসছে পথঘাট
দুর্গাপুজো পেরিয়ে উৎসব এসে পড়েছে কালীপুজোর প্রাঙ্গণে। হাতে রয়েছে ভাইফোঁটা। তারপরেই খুলবে স্কুল-কলেজ। ফের রুটিন জীবন। কালীপুজোর রেশটুকু যেন না কাটে সহজে, উৎসবমুখর রাজ্যবাসীর এখন সেটাই প্রার্থনা। কালীপুজো মিটলেও পুজোর আলোতে এখনও ভাসছে রাজ্যের বহু প্রান্ত। ব্যতিক্রম নয় হুগলি জেলাও। এখনও কালীপুজো উপলক্ষে রাস্তাঘাট আলোয় ভাসছে। উৎসবের আমেজে গা ভাসিয়ে চলছে মানুষ। মহা সমারোহে চলছে শ্রীরামপুরের বল্লভপুর সর্বজনীন শ্মশানকালী পুজো। বিখ্যাত এই পুজোটি এ বার ১৬৪ বছরে পড়েছে। গত শুক্রবার পুজোর উদ্বোধন করেন বরাহনগর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ঋতানন্দ। ভক্তিগীতি পরিবেশন করেন শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত। শনিবার, কালীপুজোর দিন থেকেই দূর-দূরান্তের মানুষ আসতে থাকেন। রবিবারেও সেই ধারা অব্যাহত ছিল। পুজো কমিটির কর্তারা জানিয়েছেন, পুজোর ফলমূল আজ, সোমবার শ্রীরামপুর ওয়ালশ, টিবি হাসপাতাল এবং চেশায়ার হোমে বিতরণ করা হবে। শেওড়াফুলি নিস্তারিনী কালীবাড়িতেও শনিবার থেকে কাতারে-কাতারে ভক্ত আসতে থাকেন। পুরোহিত অরুণ ভট্টাচার্য জানান, ১২৩৪ সালের শুক্ল পক্ষের পঞ্চমীতে নিস্তারিনী দক্ষিণাকালীর প্রতিষ্ঠা হয়। দেবী পঞ্চমুণ্ডির আসনে অধিষ্ঠিত। শেওড়াফুলি রাজ পরিবারের রাজা হরিশ্চন্দ্র রায় এই মন্দির প্রতিষ্ঠা করেন। পরিবারের বংশধরেরা আজও পুজো চালিয়ে যাচ্ছেন। পাণ্ডুয়ায় ধুমধাম করে পালিত হচ্ছে কালীপুজো। শেওড়াফুলি স্টেশনের পাশে কাঁচা সব্জি সদস্যবৃন্দের পুজোতে এ বারও জাঁকজমকের অভাব নেই। চণ্ডীতলার কাপাসহাড়িয়া বাগেদের মোড়ে লগান টিমের পুজোয় উত্তরাখণ্ডে সাম্প্রতিক বিপর্যয়ের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। পুজোটি এ বার ১৮ বছরে পড়েছে।

লিলুয়ায় উদ্ধার ঠিকাদারের দেহ
নিজের বাড়ির কাছ থেকে উদ্ধার হল এক ঠিকাদারের মৃতদেহ। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সৃজিত গোস্বামী (২৭)। বাড়ি স্থানীয় চকপাড়ায়। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন সৃজিত। তাঁর পরিবারের অভিযোগ, মদ খাওয়ার জন্য স্থানীয় কিছু যুবক সৃজিতের থেকে টাকা চেয়েছিল। তিনি না দেওয়ায় শনিবার সন্ধ্যায় একদল দুষ্কৃতী বাড়ি এসে হুমকি দিয়ে যায়। তাদের সঙ্গে সৃজিতের বচসাও হয়। কিছু ক্ষণ পরে সৃজিত বাড়ি থেকে বেরিয়ে যান। তার পরে আর ফেরেননি। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, সৃজিতের মুখ, হাত ও পায়ে আঘাতের চিহ্ন মিলেছে। ডান পায়ের হাড় ভাঙা। পুলিশের অনুমান, ওই যুবককে পিটিয়ে খুন করা হয়েছে। অন্য দিকে, এ দিনই বিকেলে রবীন্দ্র সরোবর থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির (৩৫) পচাগলা দেহ মেলে। লেকে দেহটি ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ জানিয়েছে, মৃতদেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। দেহ দু’টি ময়না-তদন্তে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সুপার ডিভিশন লিগে সেরা ফ্রেন্ডস ইউনিয়ন
শ্রীরামপুর মহকুমা সুপার ডিভিশন ফুটবলে সেরার শিরোপা উঠল কোন্নগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের মাথায়। রানার্স হল রিষড়া স্পোর্টিং ক্লাব। ফাইনালে কোন্নগরের দলটি টাইব্রেকারে জিতে বাজিমাত করল। শুক্রবার চাঁপদানির ইন্দিরা ময়দানে ফ্রেন্ডস ইউনিয়ন এগিয়ে যায় ম্যাচের ১৭ মিনিটের মাথায় তারকেশ্বর চক্রবর্তীর গোলে। মিনিট পাঁচেকের মধ্যেই অবশ্য রিষড়া স্পোর্টিং গোল শোধ করে দেয়। স্পোর্টিংয়ের স্ট্রাইকার অভিষেক দাস গোলটি করেন। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ফ্রেন্ডস ইউনিয়ন ৪-৩ ব্যবধানে জিতে যায়। সেমিফাইনালে ভদ্রেশ্বরের ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাবকে (ইউএসি) ১-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছয় ফ্রেন্ডস ইউনিয়ন। গোলদাতা পার্থ সরকার। দ্বিতীয় সেমিফাইনালে রিষড়ারই অরোরা ক্লাবকে হারায় রিষড়া স্পোর্টিং। খেলার নির্ধারিত সময়ে উভয় দলই একটি করে গোল করে। খেলার প্রথমার্ধে অরোরা সৌম্যদীপ পুততুণ্ডুর গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে স্পোর্টিংয়ের সৌভাগ্য মাঝি দলকে সমতায় ফেরান। এর পরে ম্যাচের ফয়সালা হয় সাডেন ডেথে। সংগঠকেরা জানিয়েছেন, সব থেকে কম পাওয়া দু’টি দল শিবাজী সঙ্ঘ এবং নবগ্রাম সেবক সঙ্ঘ সুপার ডিভিশন থেকে নেমে গেল। আগামী মরসুমে তারা প্রথম ডিভিশনে খেলবে। অন্য দিকে, প্রথম ডিভিশনের প্রথম তিন দল ভদ্রকালী-কোতরং যুবক সঙ্ঘ (বিকেজেএস), দেবাইপুকুর স্পোর্টিং ক্লাব এবং বৈদ্যবাটির বান্ধব সমিতি সুপার ডিভিশনে লড়বে।

বাড়ির কাছে মিলল ঠিকাদারের দেহ
নিজের বাড়ির কাছ থেকে উদ্ধার হল এক ঠিকাদারের মৃতদেহ। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়ায়। মৃতের নাম সৃজিত গোস্বামী (২৭)। বাড়ি স্থানীয় চকপাড়ায়। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশ জানায়, শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন সৃজিত। তাঁর পরিবারের অভিযোগ, মদ খাওয়ার জন্য স্থানীয় কিছু যুবক সৃজিতের থেকে টাকা চেয়েছিল। তিনি না দেওয়ায় শনিবার সন্ধ্যায় একদল দুষ্কৃতী বাড়ি এসে হুমকি দিয়ে যায়। তাদের সঙ্গে সৃজিতের বচসাও হয়। কিছুক্ষণ পরে সৃজিত বাড়ি থেকে বেরিয়ে যান। তার পরে আর ফেরেননি। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, সৃজিতের মুখ, হাত ও পায়ে আঘাতের চিহ্ন মিলেছে। ডান পায়ের হাড় ভাঙা। পুলিশের অনুমান, ওই যুবককে পিটিয়ে খুন করা হয়েছে। অন্য দিকে, এ দিনই বিকেলে রবীন্দ্র সরোবর থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির (৩৫) পচাগলা দেহ মেলে। এ দিন স্থানীয় বাসিন্দারাই দেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন।

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু উলুবেড়িয়ার বধূর
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। শনিবার রাতে ওই গৃহবধূ কলকাতার এক সরকারি হাসপাতালে মারা যান। পুলিশ জানিয়েছে, মৃতার নাম পম্পা মণ্ডল (১৯)। বাড়ি উলুবেড়িয়ার যদুরবেড়িয়া গ্রামে। মৃতার বাড়ির লোকের অভিযোগ, পারিবারিক অশান্তির জেরে মঙ্গলবার সন্ধ্যায় শ্বশুরবাড়ির লোকজন পম্পার গায়ে আগুন ধরিয়ে দেয়। মেয়েটিকে উলুবেড়িয়া হাসপাতালে আনা হয়। পরে পাঠানো হয় মেডিক্যাল কলেজে। শনিবার সেখানেই মারা যান পম্পা। মৃতার বাবা উলুবেড়িয়া থানায় মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তেরা পলাতক বলে জানিয়েছে পুলিশ।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.