ভাটার সময়ে কম জলেও যাতে লঞ্চ পারে ভিড়তে পারে, সে জন্য বাম আমলে সুন্দরবনের গোসাবার গদখালিতে তৈরি হয়েছিল একটি ভাসমান জেটি। নদীর উপর টলোমলো করা ওই জেটি পর্যটকদের কাছেও বেশ আকর্ষণ ছিল। কিন্তু দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাবে পড়ে রয়েছে জেটিটি। ভাটার সময়ে লঞ্চ এসে ভিড়তে পারে না সেখানে। পর্যটক থেকে সাধারণ মানুষেরও ক্ষোভ, কেন সংস্কার করা হচ্ছে না জেটির।
২০১০ সালের সুন্দরবন উন্নয়ন পর্ষদ প্রায় ২০ লক্ষ টাকা খরচ করে ওই ভাসমান জেটিটি তৈরি করেছিল। পর্যটকদের দিকে নজর রেখেই জেটির কথা ভাবা হয়েছিল। প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় বলেন, “পর্যটকদের কথা ভেবে গদখালিতে ভিন রাজ্যের একটি বেসরকারি সংস্থাকে দিয়ে পরীক্ষামূলক ভাবে ওই ভাসমান জেটিটি তৈরি করা হয়েছিল।” কিন্তু এখন জরাজীর্ণ ওই জেটিটি ঘাট থেকে অনেকটা দূরেই ছেড়ে চলে গিয়েছে। কিন্তু তাতে সমস্যায় পড়েছে পর্যটকদের লঞ্চগুলি। |
জীর্ণ জেটি। —নিজস্ব চিত্র। |
এখন অবশ্য গদখালি ঘাটে দু’টি কংক্রিটের জেটি রয়েছে। তার মধ্যেও আবার একটির অবস্থা খারাপ। একটি জেটিঘাটে গদখালি, গোসাবার অনেক যাত্রীই ওঠানামা করেন।
অন্য জেটিটি পর্যটকদের ওঠানামার জন্য। ইতিমধ্যেই গোসাবার বিদ্যা নদীতে চর পড়ে গিয়েছে। ভাসমান জেটিটি ঠিক থাকলে পর্যটকেরা অনায়াসে লঞ্চ-ভুটভুটিতে ওঠানামা করতে পারতেন। পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত স্থানীয় কল্যাণ ভুঁইয়া, সুকান্ত মিস্ত্রিরা বলেন, “ভাসমান জেটিটি ঠিক থাকলে পর্যটকেরা অনায়াসে ভাটার সময়ে লঞ্চ বা ভুটভুটিতে ওঠানামা করতে পারতেন। কিন্তু কংক্রিটের জেটিঘাট তৈরি হলেও ভাটার সময়ে লঞ্চ ঘাটে আসতে পারেন না। এখন পর্যটন মরসুম শুরু হওয়ার ফলে পর্যটকদের ভিড় লেগেই রয়েছে। একটি জেটিঘাট পর্যটকদের জন্য থাকলেও সব লঞ্চ এক সঙ্গে ঘাটে আসতে পারে না। ভাসমান জেটিটি চালু থাকলে অনেক সুবিধা হত।”
সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা বলেন, “ওই জেটিটি কী অবস্থায় রয়েছে তা খোঁজ নিয়ে দেখতে হবে। গদখালিতে একটি নতুন জেটি তৈরি হয়েছে। তা সত্ত্বেও যদি পর্যটকদের সমস্যা হয়, তা হলে দ্রুত ওই জেটিটি সারানোর ব্যবস্থা করা হবে।” বাসন্তীর বিডিও কওসর আলি বলেন, “ওই জেটিটি সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
|
দেবাশিস বিশ্বাস বিশ্বে ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের বৃহত্তম প্রতিষ্ঠান চার্টার্ড ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস-এর কান্ট্রি চিফ রিপ্রেজেন্টেটিভ - ইন্ডিয়া নিযুক্ত হয়েছেন। |