ক্যানসারে মৃত্যু পাক গায়িকার
সংবাদ সংস্থা • ইসলামাবাদ |
|
গায়িকা রেশমা। |
যে কণ্ঠ একদা ঝড় তুলেছিল ‘দমাদম মস্ত কলন্দর...’, চড়া গলায় ‘লম্বি জুদাই...’ নাড়িয়ে দিয়েছিল সীমান্তের এ
পার-ও পার ভারত-পাকিস্তান দুই দেশকেই, সেই গলার ক্যানসারেই শেষমেশ শেষ হল জীবনযুদ্ধ। ৬৬ বছর বয়সে মারা গেলেন পাকিস্তানের প্রখ্যাত গায়িকা রেশমা। এক বছর আগে গলায় ক্যানসার ধরা পড়েছিল। তার পরেই শুরু হয় লড়াইটা। শেষ একটা মাস কেটেছে লাহৌরের হাসাপাতালে। জ্ঞান ছিল না, কোমায়। রেশমার সঙ্গীত জীবন বেশ বর্ণময়। জন্ম রাজস্থানের বিকানেরে এক বানজারা পরিবারে। দেশ ভাগের সূত্রে পরিবারের সঙ্গে করাচিতে চলে আসা। সঙ্গীতের নিয়মমাফিক প্রশিক্ষণ বলতে কিছুই ছিল না রেশমার। শাহবাজ কলন্দরের দরগায় গাইতে শুনে তাঁকে আবিষ্কার করেন টিভি ও রেডিও প্রযোজক। সৃষ্টি হয় যুগান্তকারী গান ‘লাল মেরি’।
|
মান্না দে স্মরণে
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
সম্প্রতি মান্না দে স্মরণে সভা হল দাসপুর শহরের মিলন মঞ্চে। স্থানীয় বাসুদেবপুরের সুরের খেয়া নামে একটি সাংস্কৃতিক সংস্থা এই সভার আয়োজন করে।
|