চিকিৎসায় গাফিলতির ফলে শিশুমৃত্যু হয়েছে, এই অভিযোগে উত্তপ্ত হল বালুরঘাট জেলা হাসপাতাল। শনিবার সকালের ঘটনা। অভিযুক্ত স্ত্রীরোগ বিশেষজ্ঞের শাস্তির দাবিতে টানা বিক্ষোভ হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বালুরঘাট হাসপাতালের সুপার অসিত দেওয়ান যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে উত্তেজনা কমে। হাসপাতাল সূত্রের খবর, তপন থানার রামপুর এলাকার বাসিন্দা বধূ কাবেরীদেবী শনিবার ভোরে বালুরঘাট হাসপাতালে ওই স্ত্রীরোগ বিশেষজ্ঞের অধীনে ভর্তি হন। আত্মীয়রা জানান, সকাল সাড়ে ৯টা নাগাদ কাবেরীদেবীর শারীরিক অবস্থা খারাপ হলে সংশ্লিষ্ট ওয়ার্ড থেকে ওই চিকিৎসককে খবর পাঠান কর্তব্যরত নার্স। রোগিণীকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত চিকিৎসক যাননি। নার্সরা প্রসব করানোর সময়ে সদ্যোজাতের মৃত্যু হয় বলে অভিযোগ। জেলা সভাধিপতি ললিতা তিগ্গা বলেন, বিষয়টি নিয়ে হাসপাতাল সুপারকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলব। হাসপাতাল সুপার অসিত দেওয়ান বলেন, “প্রাথমিকভাবে গাফিলতির প্রমাণ মিলেছে। ৩ জন চিকিতসককে নিয়ে কমিটি গড়ে তদন্ত শুরু হয়েছে।” |