বিধায়কদের বেতন বাড়ানোর কথা না ভেবে মানুষের জীবনের প্রকৃত সমস্যাগুলির দিকে নজর দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠাল ইউটিইউসি। চিঠিতে আরএসপি-র শ্রমিক সংগঠন লিখেছে, রাজ্য নিজেই বলছে আর্থিক সঙ্কট চলছে। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আটকে রয়েছে। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকেরা সরকার ঘোষিত ন্যূনতম বেতন পাচ্ছেন না। কেন্দ্রও ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়িয়ে চলেছে। মুখ্যমন্ত্রীর কাছে ইউটিইউসি-র রাজ্য সম্পাদক অশোক ঘোষের আর্জি, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ করুক তাঁর সরকার। দু’বছরে বিধায়কদের বেতন ও ভাতা যা বেড়েছে, তার পরে এই অবস্থায় আরও বৃদ্ধি তৃণমূলের নির্বাচনী ইস্তাহারের প্রতিশ্রুতির সঙ্গেও সঙ্গতিপূর্ণ নয়। শুক্রবার অশোকবাবু বলেন, “মুখ্যমন্ত্রীর কাছে সময় চাইলেও তিনি ট্রেড ইউনিয়নের সঙ্গে দেখা করেন না। তাই চিঠি পাঠিয়ে আমাদের বক্তব্য জানিয়েছি।”
|
ঘূর্ণিঝড় পিলিনে ক্ষতিগ্রস্ত ওড়িশার তিনটি উপকূলবর্তী জেলায় পর দিন থেকেই ত্রাণ-সামগ্রী দেওয়া শুরু করেছে রামকৃষ্ণ মিশন। মিশনের ভুবনেশ্বর, কোঠার কেন্দ্র এবং পুরী রামকৃষ্ণ মঠ ও মিশন থেকে বিপর্যস্ত এলাকার মানুষের কাছে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া হয়েছে। পিলিনে সব চেয়ে ক্ষতিগ্রস্ত ময়ূরভঞ্জ জেলার বারিপদা, গঞ্জাম জেলার গোপালপুর ও ব্রহ্মপুর এবং পুরী জেলার চিলকার মানুষের কাছে জামা-কাপড়, কম্বল এবং বাসনপত্র পাঠানোরও পরিকল্পনা করা হয়েছে বলে রামকৃষ্ণ মিশনের ত্রাণ-সামগ্রী শাখা জানিয়েছে। |