মানুষ পুজো করে কেন? যাতে চটুল গান চালিয়ে নাচা যায় আর বিভিন্ন তরিকায় অন্যের অসুবিধে করা যায়। দুর্গাপুজোয় অসুবিধে সৃষ্টি সোজা, সহস্র প্যান্ডেল, রাস্তা বন্ধ। কালীপুজোয় দিনও কম, পুজোর সংখ্যাও কম, তাই ঈশ্বর দিয়েছেন শব্দবাজির কম্পেনসেশন। প্রচণ্ড আওয়াজ করে সকলের কান ও পিলে চমকে দিয়ে আরাম পাওয়ার ধর্ষকাম জনতাকে পুলকিত রাখে। এই র্যাগিং-আমোদ বন্ধ করলে, কালোবরণ উপাসনা কেন? সরকার কি নৃশংস প্রজার আন্তরিক কান্না বুঝবেন না? |