বন্দুকবাজের হামলায় আহত এক নিরাপত্তারক্ষীর মৃত্যু হল শনিবার। শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের ওই ঘটনায় দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম পল অ্যান্থনি সিনানসিয়া। পুলিশ জানিয়েছে, ধরা পড়ার সময়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ছিল তার কাছে। বিমানবন্দরে মোতায়েন পুলিশদের প্রশংসা করে লস অ্যাঞ্জেলেসের মেয়র এরিক গারসেটি বলেছেন, “ঠিক সময়ে ধরা না গেলে, বিমানবন্দরের প্রতিটা মানুষকেই হয়তো মেরে ফেলত ও। আরও অনেক ক্ষয়ক্ষতি হতে পারত।” কিন্তু এই হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি বলেই জানিয়েছে পুলিশ।
|
দু’শোরও বেশি নরকঙ্কালের খোঁজ মিলল বসনিয়ায়। প্রাথমিক তদন্তে অনুমান, ১৯৯২ সালে বসনিয়া ও হার্জেগোভিনার গৃহযুদ্ধে নিহতদের দেহের খোঁজ মিলছে দুই দশকেরও বেশি সময় পরে। সেপ্টেম্বর মাসের গোড়ার দিকে শুরু হওয়া এই খনন কার্য আগামী সপ্তাহ পর্যন্ত চলবে বলে জানিয়েছে তদন্তকারী দল। বৃহস্পতিবার পর্যন্ত ২৩১টি কঙ্কাল পাওয়া গিয়েছে দশ মিটার গভীর খননে।
|
দীপাবলিতে সারা বিশ্বের হিন্দু, শিখ, জৈন ও বৌদ্ধদের শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামা বার্তায় বলেছেন, “দীপাবলির প্রদীপের আলো সব সময়েই মনে করিয়ে দেয় যে অন্ধকারের সঙ্গে লড়াইয়ে শেষ পর্যন্ত আলোর জয় হবে।” এ বার মার্কিন কংগ্রেসের ভবন ক্যাপিটল হিলে প্রথম দীপাবলি উদ্যাপনে যোগ দেন রিপাবলিকান ও ডেমোক্র্যাট সেনেটররা।
|
টুইটারে বারাক ওবামা প্রশাসনের শীর্ষ কর্তাদের সম্পর্কে বিরূপ মন্তব্য করার জেরে বরখাস্ত বিশেষজ্ঞ এক ভারতীয়-মার্কিন। জোফি জোসেফ জাতীয় নিরাপত্তা পরিষদে পরমাণু অস্ত্রপ্রসার রোধের বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন। |