টুকরো খবর |
দম্পতিকে বেঁধে রেখে লুঠ দুর্গাপুরে
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দম্পতির হাত-পা বেঁধে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতি করে পালাল এক দল দুষ্কৃতী। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ দুর্গাপুরের ধান্ডাবাদের সুকান্তপল্লির একটি বাড়িতে ঘটনাটি ঘটে। বাড়ির মালিক সুভাষ চক্রবর্তী জানান, রাতে দরজায় টোকা মারার শব্দ পান তাঁরা। পরিচিত কেউ ভেবে দরজা খুলেও দেন। তারপরেই জনা চারেক লোক ঢুকে সুভাষবাবুকে মারতে শুরু করে। পরে তিনি ও তাঁর স্ত্রী গৌরিদেবীর হাত-পা কাপড় দিয়ে বেঁধে দেয়। মুখও বেঁধে দেয়। তারপর গৌরিদেবীর কাছ থেকে আলমারির চাবি কেড়ে নিয়ে নগদ টাকা, সোনার গয়না, দু’টি মোবাইল, এমনকী সুগার মাপার যন্ত্রও নিয়ে নেয়। তারপরে ফ্রিজে রাখা দুধ খেয়ে চম্পট দেয় তারা। সুভাষবাবু জানান, ওই দুষ্কৃতীদের বয়স ২৫-এর কাছাকাছি। একজনের মুখ ঢাকা ও বাকি তিনজনের মুখ খোলা ছিল। খবর পেয়ে ডিসি শীসরাম ঝাঝাড়িয়া ঘটনাস্থলে যান। তবে এখনও কাউকে ধরতে পারেনি পুলিশ। তবে রাত ১০টাতেই এরকম ঘটনা ঘটায় আতঙ্কিত এলাকাবাসী। |
বেহাল রাস্তায় খন্দে পড়ল বাস
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
বেহাল হয়ে পড়েছে জাতীয় সড়ক থেকে সিটি সেন্টার বাসস্ট্যান্ডে ঢোকার রাস্তা। শুক্রবার ওই রাস্তার গর্তে পড়ে একটি যাত্রীবাহী বাসের পিছনের দু’টি চাকা খুলে যায়। চোট পান কয়েকজন যাত্রীও। খুলে যাওয়া বাসের চাকা ধাক্কা মারে এক তরুণীর স্কুটিতে। জখম ওই তরুণীকে নার্সিংহোমেও ভর্তি করাতে হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল ১১টা নাগাদ বর্ধমান থেকে বেনাচিতির দিকে আসছিল বাসটি। আচমকা এনার্জি পার্কের সামনে একটি খন্দে পড়ে দ্রুতগতিতে আসা বাসটি। সঙ্গে সঙ্গে পিছনের চাকা খুলে যায়, হেলে পড়ে বাসটি। টাল সামলাতে না পেরে বাসের রডে ও পিছনের সিটে ধাক্কা খান কয়েকজন যাত্রী। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাথমিক চিকিৎসার পরেই তাদের ছেড়ে দেওয়া হয়। আতঙ্কিত যাত্রীদের দাবি, দ্রুত রাস্তা সারানো না হলে যে কোনও দিন বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে। স্কুটিতে থাকা আহত ওই তরুণীর দাদা দিলীপ পাড়ুইও বলেন, বেহাল রাস্তার জন্যই দুর্ঘটনা ঘটেছে। |
প্রধানকে হুমকির নালিশ জামুড়িয়ায়
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
পঞ্চায়েত প্রধানকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় কিছু যুবকের বিরুদ্ধে। বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্তী রুইদাস বৃহস্পতিবার কেন্দা ফাঁড়িতে বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, ২৯ অক্টোবর পঞ্চায়েতের কার্যালয়ে ঢুকে সন্দীপ সিংহ, ভানু রুইদাস-সহ একদল যুবক তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। ওদের কথা মতো না চললে প্রাণে মারারও হুমকি দেয়। তিনি জানান, এর আগে ৭ অক্টোবর স্থানীয় ধরম রুইদাস-সহ চার জন একই ভাবে তাঁকে হুমকি দিয়েছিল। তবে অভিযোগ করার পরেও পুলিশ কাউকে ধরেনি। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছেন। |
ভাঙল বাড়ি, ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
একটি পুরনো দ্বিতল বাড়ির একাংশ ভেঙে পড়ল শুক্রবার বিকেলে। রানিগঞ্জ থানার কাছে এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পান স্থানীয় দুই যুবক। বাড়ির ভাঙা অংশ গলিতে ছড়িয়ে পড়ায় ক্ষোভের সৃষ্টি হয় এলাকায়। এলাকাবাসীর দাবি, রাত পর্যন্ত পুরসভা বা বাড়ির মালিক আবর্জনা পরিষ্কার করেনি। রানিগঞ্জের পুরপ্রধান অনুপ মিত্রের দাবি, গৃহকর্তা বিশ্বজিৎ দত্তকে কয়েক মাস আগে নোটিস পাঠিয়ে, পুরনো বাড়িটি মেরামতের নির্দেশ দেওয়া হয়েছিল। বিশ্বজিৎবাবু বলেন, “কালীপুজোর আগে কর্মী না পাওয়ায় আবর্জনা পরিষ্কার করতে পারিনি।” |
খনির চাল ধসে মৃত
নিজস্ব সংবাদদাতা •আসানসোল |
ভূগর্ভস্থ কয়লা খনির চাল ধসে জখম হন এক কর্মী। পরে হাসপাতালে মৃত্যুও হয় তাঁর। বুধবার গভীর রাতে ইসিএলের সোদপুর এরিয়ার পাটমোহনা কয়লা খনিতে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত কর্মীর নাম মানিক সিংহ (৪৩)। ইসিএলের তরফে তাঁর পরিবারকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। |
নতুন জল প্রকল্প
নিজস্ব সংবাদদাতা •আসানসোল |
পানীয় জল সরবরাহ প্রকল্প হতে চলেছে সালানপুর ব্লকের জোড়বাড়ি এলাকায়। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা অনুদান দিয়েছেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। তিনি জানান, সালানপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রস্তাব পাওয়ার পরেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। |
জলাধারে পাম্প চুরি
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
উদ্বোধনের আগেই ইসিএলের একটি সদ্য নির্মিত জলাধারের মোটর চালিত পাম্প চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার রাতে জামুড়িয়ার নিউ সাতগ্রাম কোলিয়ারি এলাকার ঘটনা। |
স্কুলকে কম্পিউটার |
ফরিদপুর (লাউদোহা) থানার বালিজুড়ি বিবেকানন্দ পাঠাগারে কম্পিউটার স্কুলের উদ্বোধন করলেন এডিডিএ’র চেয়ারম্যান নিখিল বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এডিডিএ’র পক্ষ থেকে ওই স্কুলে ১০টি কম্পিউটার দেওয়া হয়। |
|