পড়ুয়াদের চাপ কমাতে জয়েন্ট এন্ট্রান্স দু’দিনে |
জয়েন্ট এন্ট্রান্স বরাবরই এক দিনে হয়। ছাত্রছাত্রীদের চাপ কমাতে আগামী বছর থেকে ওই পরীক্ষা হবে দু’দিনে। ২০১৪-র ১৯ এবং ২০ এপ্রিল ওই পরীক্ষা হবে বলে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান ভাস্কর গুপ্ত শুক্রবার জানান। বোর্ডের শিক্ষা সাব-কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাস্করবাবু বলেন, “১৯ এপ্রিল বেলা ৩টে থেকে প্রাণিবিদ্যা এবং পরের দিন সকাল ৯টা থেকে পদার্থবিদ্যা, রসায়ন ও গণিতের পরীক্ষা হবে।” বোর্ড-প্রধান জানান, এআইসিটিই-র নিয়ম মেনে আগামী বছর থেকে ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষায় বসার জন্য উচ্চ মাধ্যমিক স্তরে রসায়ন থাকা বাধ্যতামূলক থাকছে না। পদার্থবিদ্যা ও গণিতের সঙ্গে রসায়ন, জৈবপ্রযুক্তি, প্রাণিবিদ্যা, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ইত্যাদির মধ্যে একটি বিষয় থাকবে।” ফার্মাসির জন্য পৃথক মেধা-তালিকা প্রকাশ করা হবে। পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত বা প্রাণিবিদ্যার নম্বর যোগ করে ওই তালিকা তৈরি হবে। ভাস্করবাবু বলেন, “কেউ গণিত ও প্রাণিবিদ্যা দুই বিষয়েই পরীক্ষা দিলে যেটিতে তিনি বেশি নম্বর পাবেন, সেটিই গৃহীত হবে।”
|
স্বামী সোমেন মিত্র তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নিলেও বিধায়ক পদে ইস্তফা দেবেন না শিখা মিত্র। বৃহস্পতিবারই সোমেনবাবু জানান, সাংসদ পদে ইস্তফা দিয়েই তিনি দল ছাড়বেন। দলবিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক শিখাদেবী শুক্রবার বলেন, “আমি চৌরঙ্গীর মানুষের কাছে দায়বদ্ধ। তাই মেয়াদ শেষ হওয়ার আগে আমি ইস্তফা দেব না।”
পুরনো খবর: তৃণমূলে থাকছেন না, সোমেনের বার্তা স্পষ্টই |