টুকরো খবর |
বাজি বিস্ফোরণ, আহত তরুণী
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বাড়িতে মজুত বাজি বিস্ফোরণের জেরে গুরুতর আহত হল এক কিশোরী। শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার বাঁকা বাউলিয়া গ্রামে। গুরুতর আহত একাদশ শ্রেণির ছাত্রী পপি মণ্ডলকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পপির বাবা তমাল মণ্ডল পেশায় বাজির কারিগর। অভিযোগ, তমাল ছাড়াও আশপাশের কিছু বাড়ি বেআইনি ভাবে বাজি তৈরি করা হয়। শনিবার কালীপুজো উপলক্ষে তমালবাবুর বাড়িতে প্রচুর পরিমাণে বাজি তৈরি করে মজুত করা হয়েছিল। শুক্রবার সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা দেওয়ার সময় পপির হাত থেকে হঠাৎই প্রদীপ পড়ে গিয়ে বাড়ির উঠানো থাকা মজুত বাজিতে আগুন ধরে যায়। প্রচণ্ড বিস্ফোরণও ঘটে। এতেই গুরুতর আহত হয় ওই কিশোরী। বিস্ফোরণের জেরে বাড়িটি সম্পূর্ণ ভস্ফীভূত হয়। স্থানীয় বাসিন্দারা ওই কিশোরীকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতাল সূত্রে খবর, ওই তরুণীর অবস্থা আশঙ্কাজনক। ফের বিস্ফোরণের ঘটনায় প্রমান হল পুলিশি নজরদারি সত্ত্বেও বেআইনি বাজি ব্যবসা এখনও চলছে রমরমিয়েই।
|
যুগলের অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
অচৈতন্য অবস্থায় যুগল উদ্ধার হল দিঘার হোটেল থেকে। শুক্রবার ভোরে তাঁদের দিঘা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, যুবকের মৃত্যু হয়েছে ইতিমধ্যে। কলকাতায় নিয়ে যাওয়ার পথে চণ্ডীপুরের কাছে মৃত্যু হয় প্রেমিকার। পুলিশ জানিয়েছে, মৃত দেবকুমার চট্টোপাধ্যায়ের (৩২) বাড়ি বীরভূম জেলার সাঁইথিয়ায়। তিনি বিবাহিত। মৃত মাম্পি পাত্রের (২০) বাড়ি ময়ূরেশ্বরে। স্কুলশিক্ষক দেবকুমারের সঙ্গে মাম্পির সম্পর্ক ছিল। সম্প্রতি দু’জনে মন্দারমণিতে এসে একটি হোটেলে ওঠেন। এ দিকে, মাম্পির বাড়ির লোকজন দু’জনকে খুঁজতে-খুঁজতে বৃহস্পতিবার মন্দারমণিতে এসে পৌঁছন ও হাতেনাতে ধরে ফেলেন। এরপর দিঘা থেকে ট্রেনে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন সকলে। সেই মতো ওই দু’জনকে নিয়ে বাড়ির লোকজন বৃহস্পতিবারই নিউদিঘার একটি হোটেলে ওঠেন। পরিবারের সদস্যদের দাবি, রাতে সুযোগ বুঝে হোটেলে বিষ খান দেবকুমার ও মাম্পি।
|
ঝাড়গ্রামে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
ঝাড়গ্রাম পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী অশোককুমার মণ্ডল মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন। এর ফলে ওই ওয়ার্ডে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী সমরেশ ভকতের সঙ্গে তৃণমূল প্রার্থী আনন্দমোহন পণ্ডার সরাসরি দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে। পেশায় সাংবাদিক অশোকবাবুর দাবি, ব্যক্তিগত কারণেই তিনি ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন। জেলা কংগ্রেসের সহ-সভাপতি নিখিল মাইতির অবশ্য বক্তব্য, “প্রলোভন ও চাপের কাছেই হার মানলেন অশোকবাবু।” শুক্রবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এ দিন আর কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। ঝাড়গ্রাম পুর নির্বাচনে ১৮টি ওয়ার্ডে লড়াইয়ের ময়দানে থাকলেন ৫৮ জন প্রার্থী। বামফ্রন্টের প্রার্থী ১৭ (সিপিএম-১২, সিপিআই-৫), তৃণমূল-১৮, কংগ্রেস-১৪, বিজেপি-৫, নির্দল-৪।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • এগরা |
ট্রেকার ও কাঠবাঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল পূর্ব অমর্ষির বাসিন্দা সুলেখা ঘড়াই (২৭) নামে এক মহিলার। দুর্ঘটনায় আহত হয়েছেন ৫ জন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকাল চারটে নাগাদ কাঠবোঝাই একটি লরি এগরা-মঙ্গলামাড়ো রুটের একটি যাত্রী বোঝাই ট্রেকারকে পটাশপুরের টেপরপাড়া এলাকায় ধাক্কা মারলে ঘটনাস্থলেই সুলেখাদেবীর মৃত্যু হয়। আহত হন পাঁচ জন। তাঁদেরকে স্থানীয়েরা উদ্ধার করে পটাশপুর স্বাস্থ্যকেন্দ্র ও এগরা মহকুমা হাসপাতালে পাঠান। প্রতিবাদে বিকাল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত পথ অবরোধ করেন ক্ষুব্ধ বাসিন্দারা। |
|