লড়াইটা শুধু ইউনাইটেড স্পোর্টস বনাম চার্চিল ব্রাদার্স নয়। শুক্রবার কল্যাণীতে ডাচ কোচের স্ট্র্যাটেজির বিরুদ্ধে সুভাষ ভৌমিকের ট্যাকটিক্যাল যুদ্ধও। যার আগে দুই কোচই একে অপরকে সমীহ করছেন। সাতোরি বলছেন, “সুভাষ ভৌমিক দক্ষ কোচ। চার্চিলকে চ্যাম্পিয়ন করেছেন। ওঁর দলকে সমীহ করতেই হবে।” সুভাষ আবার বললেন, “ইউনাইটেড ভাল দল। র্যান্টি আছে। এলকোর মতো কোচ রয়েছেন। সতর্ক তো থাকবই।” এই মুহূর্তে আই লিগে ছ’টি ম্যাচ খেলেও জেতেনি চার্চিল। ইউনাইটেড শুরুটা ভাল করলেও তার পর টানা পাঁচ ম্যাচে জয় নেই। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলতে মরিয়া দু’দলই। যদিও চোট-অসুস্থতা ইউনাইটেডের পিছু ছাড়ছে না। শুক্রবার অনুশীলনে চোট পেলেন গোলকিপার সংগ্রাম মুখোপাধ্যায়। সুস্থ নন রফিক, লালকমল। সুভাষ আবার চোটের জন্য হেনরিকে পাচ্ছেন না। অন্য দিকে শিলংয়ে মহমেডান মুখোমুখি হবে লাজং এফসি-র। টানা দু’ম্যাচ জেতায় আত্মবিশ্বাসী টোলগে-পেনরা। তবে শিলংয়ের উচ্চতা নিয়ে চিন্তিত কোচ আজিজ। ফোনে বলেও দিলেন, “উচ্চতা একটা সমস্যা। শিলং টিমটাও শক্তিশালী। আগে ঘর সামলে আক্রমণে যেতে চাই।”
|
শনিবারে আই লিগ
ইউনাইটেড স্পোর্টস: চার্চিল ব্রাদার্স (কল্যাণী, ২-০০)
মহমেডান: শিলং লাজং (শিলং, ৪-৩০)
মুম্বই এফসি: বেঙ্গালুরু এফসি (পুণে, ৩-০০)
স্পোর্টিং ক্লুব: পুণে এফসি (দুলের, ৩-৩০)
|
চলতি বছরে দাবায় অসাধারণ কৃতিত্ব গড়া বাংলার ১৩ দাবাড়ুকে সংবর্ধনা দিয়ে প্রথম ‘দাবা দিবস’ পালন করল বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন। সূর্যশেখর গঙ্গোপাধ্যায়, দিব্যেন্দু বড়ুয়া, সন্দীপন চন্দ, সপ্তর্ষি রায় চৌধুরীর মতো গ্র্যান্ড মাস্টারদের পাশাপাশি দুই ডব্লুজিএম মেরি অ্যান গোমস ও নিশা মোহতা ও জুনিয়রদের মধ্যে সেরা আর্য ভক্ত (অনূর্ধ্ব সাত জাতীয় দাবায় রুপোজয়ী), মিত্রাভ গুহ (অনূর্ধ্ব ১৩ জাতীয় দাবায় ব্রোঞ্জজয়ী) ও আরণ্যক ঘোষকে (এশীয় অনূর্ধ্ব ১০ দাবায় রুপো) সংবর্ধিত করা হয়। এ ছাড়া বিশ্ব দাবা অলিম্পিয়াডে সোনা জয়ী ভারতীয় দলের সদস্য দীপ্তায়ন ঘোষ ও সায়ন্তন দাসকেও বিশেষ সম্মান জানানো হয় এ দিন।
|
দু’বছর বয়সেই ওল্ড ট্র্যাফোর্ডের জালে বল জড়িয়ে চমকে দিয়েছিল ব্রুকলিন। তখনও পাশে ছিল বাবা। বারো বছর পর সেই ছোট্ট ছেলেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে হাজির ট্রায়াল দিতে। এ বারও পাশে বাবা ডেভিড বেকহ্যাম। ক্যারিংটন ট্রেনিং গ্রাউন্ডে ব্রুকলিনের ট্রায়ালের পর বেকস জানান তাঁর ভবিষ্যৎ পরিকল্পনাও। যুক্তরাষ্ট্রে মেজর লিগ সকারে ফ্র্যাঞ্চাইজি শুরু করতে চান প্রাক্তন ম্যান ইউ তারকা। সেখানে ব্রুকলিনকে খেলতে দেখার আশায় তিনি। শুধু ব্রুকলিনই নয়, বেকহ্যামের ছোট ছেলে রোমিও-ও ট্রেনিং করছে আর্সেনালের অ্যাকাডেমিতে।
|
এটিপি চ্যালেঞ্জার ট্যুরে ভারতীয় প্লেয়ারদের সাফল্যের দিন। অস্ট্রেলিয়ায় য়ুকি ভামব্রি ট্রালালগন চ্যালেঞ্জারে সিঙ্গলস সেমিফাইনালে। একই দিনে যুক্তরাষ্ট্রে শার্লটসভিল ওপেন কোয়ার্টার ফাইনালে সোমদেব দেববর্মন আর সাকেত মিনেনি। য়ুকি ৬-৪, ১-৬, ৭-৫ হারান বিশ্ব র্যাঙ্কিংয়ে তাঁর থেকে ১০৫ ধাপ এগিয়ে থাকা জাপানের তাতসুমা ইতোকে। যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বাছাই সোমদেব হারান ইউক্রেনের ডেনিস মোলচানভকে। টুর্নামেন্টের শুরুটা হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে শুরু করলেও এ দিন সোমদেব স্ট্রেট সেটেই জেতেন। সাকেত হারান স্থানীয় খেলোয়াড় রায়ান উইলিয়ামসকে।
|
জগন্মোহন রেড্ডি মামলায় বিশেষ আদালতে হাজিরা দিলেন সিবিআই-এর চার্জশিট করা এন শ্রীনিবাসন। হায়দরাবাদের বিশেষ আদালত পরের শুনানির দিন নির্ধারণ করেছে ৩ ডিসেম্বর। বিশেষ সুবিধের বিনিময়ে জগন্মোহন রেড্ডির বিভিন্ন ব্যবসায় প্রায় ১৪০ কোটি টাকা লগ্নি করেছিল শ্রীনিবাসনের ইন্ডিয়া সিমেন্টস।
|
অ্যাসেজে অস্ট্রেলিয়ার বদলার সিরিজে ভরসা তিনি। অথচ চোট সারিয়ে মাঠে ফিরেই নতুন সমস্যায় মাইকেল ক্লার্ক। ঘরোয়া ম্যাচে নিউ সাউথ ওয়েলসের হয়ে মাঠে নেমে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ায় তিরস্কৃত হলেন অস্ট্রেলীয় অধিনায়ক। |