একই সিরিজে একবার ৫২ বলে, আর একবার ৬১ বলে সেঞ্চুরি করেছেন। নিজেই বলছেন, “আমি কোনও দিন ভাবিনি আন্তর্জাতিক ক্রিকেটে কখনও ৫০ বলে, কখনও ৬০ বলে সেঞ্চুরি করব!” আবার এ রকম অবিশ্বাস্য ব্যাটিং পারফরম্যান্স সত্ত্বেও তাঁর স্রেফ ধারণা, “এখনও পর্যন্ত সিরিজটা আমার ভাল যাচ্ছে!” সব মিলিয়ে ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজ-মীমাংসা ম্যাচের আগের দিন কি স্বয়ং বিরাট কোহলি-ও কিছুটা টেনশনে? এসপার-ওসপার ম্যাচের প্রাক্কালে সিরিজের মহানায়কও সামান্য চাপে?
তার উপর আবার চব্বিশ ঘণ্টা আগেই সুনীল গাওস্করের মতো ব্যক্তিত্ব সচিন তেন্ডুলকরের সঙ্গে তুলনা টেনে বলে দিয়েছেন, সচিনের ৪৯ ওয়ান ডে সেঞ্চুরির রেকর্ড বিরাট ভেঙে দিতে পারে। স্বভাবতই পরের দিনই সাংবাদিক সম্মেলনে কোহলিকে পেয়ে প্রশ্ন উড়ে আসে, আপনি নিজেও কি এই স্বপ্ন দেখেন? কোহলির জবাব, “আমি স্বপ্ন দেখি, আটানব্বইয়ে শারজায় সচিন পাজি যেমন একার হাতে ভারতকে জিতিয়েছিল, সেই মরুঝড়ের মতো খেলে দেশকে জেতাতে।” সঙ্গে যোগ করেছেন, “ব্যক্তিগত রেকর্ডের চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ দলের জয়।” কোহলির মতে, “ধারাবাহিক জয়ের চেয়ে প্লেয়ারের কাছে আর ভাল নেশা কিছু নেই।” পাশাপাশি তাঁর সংযোজন, “অস্ট্রেলিয়া সিরিজটা জিততে পারলে আমরা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামতে পারব। সচিন তেন্ডুলকরকে বিদায়ী সিরিজে জয় উপহার দিতে চাই।” |
সে জন্য শনিবারের ম্যাচেও কোহলি চান, অস্ট্রেলিয়ার দেওয়া যে কোনও রানের টার্গেট তাড়া করতে। “কেননা পরে ব্যাট করলে আপনার জানা থাকে যে, ঠিক কত রান তুলতে হবে ম্যাচ জিততে। আরও ভাল ভাবে ব্যাটিংয়ের পরিকল্পনা করা যায়। ইনিংসের বিভিন্ন পরিস্থিতিতে কতটা মারব, কতটা ধরে খেলব সে সম্পর্কে পরিষ্কার ধারণা করা যায়। যেখানে আগে ব্যাটিং করলে এ ধরনের ব্যাটিং স্ট্রিপে ঠিক কত রান নিরাপদ সেটা বোঝা কঠিন হয়ে দাঁড়ায়।”
ভারতকে সিরিজ জেতাতে শনিবার আরও একবার জয়পুর-নাগপুর স্টাইল ইনিংস খেলতে চান জানিয়ে কোহলি বলেছেন, “তবে এখন আমাদের দলে অনেক প্রতিভাবান ব্যাটস্যমান আছে। ধবন আর রোহিত দুর্দান্ত শুরু করছে। ওদের ওপেনিং জুটি এত মজবুত রানের মঞ্চ তৈরি করে রাখছে যে, তার উপর নেমে আমার নিজেকে পুরোপুরি মেলে ধরতে দারুণ সুবিধে হচ্ছে।” কিন্তু উঁচু মানের বোলারদের বেধড়ক ঠ্যাঙানোর টেকনিকটা কী আপনার? কোহলির এ বার এক লাইনে জবাব, “নেট প্র্যাকটিস আর আত্মবিশ্বাস।”
|
মরুঝড়ের ফ্ল্যাশব্যাক |
১ |
২২ এপ্রিল ১৯৯৮
১৩১ বলে ১৪৩
বাউন্ডারি ৯
ওভার বাউন্ডারি ৫ |
২ |
২৪ এপ্রিল ১৯৯৮
১৩১ বলে ১৩৪
বাউন্ডারি ১২
ওভার বাউন্ডারি ৩ |
|