শব্দ বাজির বিরুদ্ধে শহরে প্রচার করল স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার খুদেরা গলায় কার্ড ঝুলেয়ে শহরের চৌপথী থেকে রেল গেট পর্যন্ত বিভিন্ন বাজির দোকানে গিয়ে শব্দ বাজি বিক্রি না করার অনুরোধ করে। আলিপুরদুয়ার অভিভাবক মঞ্চের সম্পাদক ল্যারি বসু বলেন, “এদিন ব্যবসায়ী ও ক্রেতাদের কাছে শব্দ বাজি না ব্যবহারের আবেদন করা হয়েছে।”
|
বাণিজ্যিক ভিত্তিতে গাড়ি চালানোর অনুমতি না থাকায় চিলাপাতায় বন্ধ হল জঙ্গল সাফারি। শুক্রবার চিলাপাতায় গাড়ি ঢোকার অনুমতি দেয়নি বন দফতর। ফলে শুক্রবার ফিরে যেতে হয় অনেক পর্যটককে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, গত ২২ অক্টোবর কোদাল বস্তি এলাকায় ‘জঙ্গল সাফারির’ সময় মৃত্যু হয় এক পর্যটকের। |