শববেদীর উপরে আসীন চক্রপুরের কালীপ্রতিমা |
প্রায় তিনশো বছর পেরোল আরামবাগের খানাকুলের চক্রপুরের ডাকাত-কালী পুজো। আরামবাগের প্রাচীন পুজোগুলির অন্যতম এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে ডাকাত কাঞ্চন সর্দারের পরিবারের গল্প। ওই পরিবারের সপ্তম প্রজন্মের একমাত্র বংশধর বছর সত্তরের গীতারানি পণ্ডিত বলেন, “শুনেছি দলবল নিয়ে ডাকাতি করতে যাওয়ার গিয়ে একবার বিপদে পড়েছিলেন আমার পূর্বপুরুষ। তখন থেকেই পুজোর শুরু। তারপরে ডাকাতির টাকাতেই ঘটা করে পুজো করতে শুরু করেন তিনি। পুজোর দিন গরিবদের মধ্যে বিলিও করতেন ডাকাতি করে পাওয়া ধনসম্পদ। এই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন জনশ্রুতি রয়েছে এলাকায়। কথিত, প্রায় ১২ ফুট উঁচু এই প্রতিমার প্রাচীন কোনও শববেদীর উপর প্রতিষ্ঠিত। তাঁর পায়ের তলায় শিব। দু’পাশের ডাকিনী-যোগিনী মূর্তিকে বলা হয় ‘পরী’। বংশধরদের দাবি, পঞ্চবটীর আসনে বসে পুজো হয় ওই বেদীতে।
|
নিজের বাড়িতে দীপাবলির আলো সাজাতে গিয়ে জীবনের আলোই নিভে গেল ১৩ বছরের এক কিশোরের। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার বালি থানার কুমিল্লাপাড়ায়। মৃতের নাম প্রীতম পাল। নিশ্চিন্দা বয়েজ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র প্রীতমের বায়নার তার কাকা তাকে আলো এনে দেন। প্রতিবেশীরা জানান, আলো লাগানোর কাজ শেষ হয়ে গিয়েছিল। হঠাৎই প্রীতম বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই সে মারা যায়। |