|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
‘জলসাঘর’-এ ফিরে দেখা জীবন |
মৃণাল ঘোষ |
কলকাতার নিকটবর্তী সোদপুরে একটি আর্ট গ্যালারির উদ্বোধন ঘটল সম্প্রতি। ‘সুখচর পঞ্চম’ নামে নাট্যসংস্থার প্রধান সংগঠক মলয় মিত্র। এদেরই উদ্যোগে এই সংস্থারই প্রসারিত রূপ এই শিল্পকেন্দ্র। নাম ‘জলসাঘর’। |
|
প্রথম প্রদর্শনী হল ছোটদের আঁকা ছবি নিয়ে। ৩০ জন শিশু কিশোর কিশোরী শিল্পী অংশ নিয়েছে। যে ভাবে তারা দেখছে চারপাশের জীবনকে তারই নানা রূপ উঠে এসেছে ছবিতে। এই প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রখ্যাত শিল্পী রামানন্দ বন্দ্যোপাধ্যায়। প্রতিষ্ঠানটি অব্যবসায়িক। ছোট বা বড়দের মধ্যে সৌন্দর্য ও সুস্থ জীবনবোধ জাগিয়ে তোলাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। |
প্রদর্শনী চলছে
আকার প্রকার: রামকিঙ্কর বেজ আজ শেষ।
তাজ বেঙ্গল: চিন্ময় আশ কাল শেষ।
অ্যাকাডেমি: ‘শিল্পী ও শিল্প’-এর প্রদর্শনী ৪ নভেম্বর পর্যন্ত। প্রদীপ মজুমদার, পল্লব দাস প্রমুখ
৪ নভেম্বর পর্যন্ত।
দেবাশিস দাস ৪ নভেম্বর পর্যন্ত। অজয় কুমার মিত্র ৪ নভেম্বর পর্যন্ত। |
|