টুকরো খবর
আলো সাজাতে গিয়ে ফের মৃত্যু
গোয়াবাগান স্ট্রিটের পরে বালি। নিজের বাড়িতে দীপাবলির আলো সাজাতে গিয়ে ফের মৃত্যু হল এক কিশোরের। শুক্রবার সকালে, বালির কুমিল্লাপাড়ায়। মৃতের নাম প্রীতম পাল (১৩)। পুলিশ জানায়, বাবার সঙ্গে বাজি কিনে এনে কাকাকে ফোন করে আলো দিয়ে বাড়ি সাজানোর বায়না শুরু করে প্রীতম। পেশায় বৈদ্যুতিক মিস্ত্রি, প্রীতমের কাকা সুরজিৎবাবু জানান, প্রথমে তিনি রাজি ছিলেন না। পরে বায়না করে তাঁর অনুমতি পেয়েই মই নিয়ে বাড়ির বারান্দায় একাই এলইডি আলোর মালা ঝোলাচ্ছিল প্রীতম।প্রতিবেশীরা জানান, আলো লাগানো প্রায় শেষ হয়েই গিয়েছিল। মইয়ে উঠে শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে গিয়েই ঘটে বিপত্তি। তারে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই কিশোর। বাড়ির লোকের চিৎকারে ছুটে আসেন পড়শিরা। তাঁরাই মিটার ঘরের মেন সুইচ অফ করেন। বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে প্রীতমকে মৃত ঘোষণা করা হয়। খবর যায় বেলুড় থানায়। পুলিশ এসে মৃতদেহটি ময়না তদন্তে পাঠায়। পুলিশের অনুমান, এলইডি আলোর চেন জ্বালাতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে ওই কিশোর। প্রতিবেশীরা জানিয়েছেন, মা-বাবার একমাত্র সন্তান প্রীতম পড়াশোনায় ভাল ছিল। এ দিন তাদের বাড়িতে গিয়ে দেখা যায়, পড়শিরা ভিড় করে রয়েছেন। প্রীতমের কাকা সুরজিৎবাবু বলেন, “কেন যে ছেলেটাকে একা আলো লাগানোর অনুমতি দিলাম। তাতেই এত বড় বিপদ হয়ে গেল।”

অভিযুক্ত ওসি
থানার ভিতরেই এক ওসি-র বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলেন থানারই এক মহিলা এসআই। পুলিশ জানিয়েছে, অভিযোগ অনুযায়ী ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে, বালিগঞ্জ থানায়। পুলিশ জানায়, শুক্রবার দায়ের করা অভিযোগে ওই মহিলা অফিসার জানান, বৃহস্পতিবার বালিগঞ্জ থানার ওসি উজ্জ্বল মুখোপাধ্যায় তাঁকে তাঁর ঘরে ডেকে অশ্লীল কথা বলেন। ওই অফিসারের আরও অভিযোগ, ঘরের মধ্যে তাঁর হাত ধরেও টানাটানি করেন ওসি। শুক্রবার রাতে অবশ্য ঘটনা সম্পর্কে কিছু বলতে চাননি ওই ওসি। তবে থানা সূত্রের খবর, বৃহস্পতিবার উজ্জ্বলবাবু থানার সব অফিসারকে ডেকে তাঁদের হাতে থাকা মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চান। সেই হিসেবেই ওই দিন ওসির ঘরে ডেকে পাঠানো হয়েছিল ওই মহিলা এসআই-কেও। লালবাজারের এক শীর্ষ কর্তা বলেন, “অভিযোগ পাওয়ার পরে তদন্ত শুরু হয়েছে। দোষ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

টাকা লুঠ, ধৃত
পাড়ার পুজো। তাই দল বেঁধে কুমোরটুলিতে ঠাকুর আনতে গিয়েছিলেন আলিপুরের বাপি অধিকারী। ঠাকুর দিতে দেরি হচ্ছে দেখে বসে বসেই ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম ভাঙলে বুঝতে পারেন, বাকিরা ফিরে গিয়েছেন। তাঁর সঙ্গে পরিচয় হয় দু’জনের। তাঁদের সঙ্গেই ট্যাক্সিতে ওঠেন বাপিবাবু। তাঁর অভিযোগ, মাঝরাস্তায় গাড়ি থামিয়ে ওই দু’জন বাপিকে মারধর করে প্রায় ৪০ হাজার টাকা লুঠ করে পালায়। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে আমহার্স্ট স্ট্রিট থানার বিবেকানন্দ রোডে। থানায় গিয়ে বাপি ডাকাতির অভিযোগ দায়ের করেন। পুলিশ তাঁকে নিয়ে ওই ট্যাক্সি করেই রওনা দেয়। সোনাগাছিতে গিয়ে বাপি এক দুষ্কৃতীকে দেখেন। পুলিশ তাকে ধরে। রামচন্দ্র দাস নামে ওই ধৃত জেরায় পুলিশের কাছে অভিযোগ স্বীকার করেছে। তার কাছ থেকে লুঠ করা কিছু টাকা উদ্ধার হয়েছে। অন্য জনের খোঁজে তল্লাশি চলছে।

লাইনে ফাটল, দুর্ভোগ মেট্রোয়
দুর্গাপুজোয় ভোগায়নি মেট্রো। কিন্তু কালীপুজোর আগের রাতেই পাতালে ট্রেন চলাচল থমকে গেল। ফলে অফিসকাছারি, হাটবাজার থেকে বাড়ি ফিরতে গিয়ে সমস্যায় পড়লেন মানুষজন। মেট্রো সূত্রের খবর, শুক্রবার রাত ৮টা ১০ মিনিটে মহাত্মা গাঁধী ও সেন্ট্রাল স্টেশনের মধ্যে ডাউন লাইনে ফাটল দেখা যায়। দমদম থেকে কবি সুভাষমুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। দীপাবলির আগের রাতে বড়বাজার, ধর্মতলা চত্বরে বহু লোক বাজার করতে এসেছিলেন। ফেরার পথে এমন দুর্ঘটনায় নাকাল হন তাঁরা। মেট্রো জানায়, লাইনে ফাটল ধরার খবর মিলতেই ইঞ্জিনিয়ারদের ঘটনাস্থলে পাঠানো হয়। সওয়া ৯টা নাগাদ ফের কবি সুভাষের দিকে ট্রেন চলাচল শুরু হয়।

পুড়ে গেল দোকান
আগুনে পুড়ে গেল ধর্মতলার জওহরলাল নেহরু রোডের একটি দোকান। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। দমকল সূত্রের খবর, দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখে টহলরত এক পুলিশকর্মী দমকলে খবর দেন। ১০টি ইঞ্জিন পৌঁছে তালা ভেঙে ঢুকে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নেভায়। দমকল জানায়, বৃহস্পতিবারই দোকান বন্ধ হওয়ায় সমস্ত জিনিস সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কিছু অব্যবহৃত জিনিস আগুনে পুড়ে গিয়েছে। দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন।

ট্যাক্সিচালকের টাকা ছিনতাই
যাত্রীর বিরুদ্ধে টাকা ছিনতাইয়ের অভিযোগ করলেন ট্যাক্সি চালক। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম বন্দর থানা এলাকায়। পুলিশ জানায়, রামকান্ত পাসোয়ান নামে ওই ট্যাক্সিচালকের অভিযোগ, অজ্ঞাতপরিচয় এক যাত্রী তাঁর গাড়িতে উঠে ২৬০০ টাকা নিয়ে পালিয়ে যায়। ট্যাক্সি থেকে নামার সময়ে ওই যাত্রী ক্ষুর বার করে তাঁকে ভয়ও দেখায়। ঘটনার তদন্ত শুরু করেছে পশ্চিম বন্দর থানার পুলিশ।

প্রতারণা, ধৃত
পর্যটকদের সঙ্গে প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার গ্রেফতার হল এক ভ্রমণ সংস্থার মালিক। অভিযোগ, তিনি পর্যটকদের কাছ থেকে টাকা নিলেও ঘোরার সময়ে উপযুক্ত পরিষেবা দিতেন না। শুক্রবার ধৃত ব্যাক্তিকে আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.