|
|
|
|
|
বিনোদন |
টুকরো খবর |
|
জট কাটল না দাসানি স্টুডিওর |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আগুন লেগেছিল ছ’মাস আগে। ছ’মাস পরে স্টুডিও খোলা হলেও অগ্নি-সুরক্ষার ঠিকঠাক বন্দোবস্ত না হওয়ায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের স্টুডিও বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। ম্যুর আভিনিউয়ের সংশ্লিষ্ট স্টুডিও কর্তৃপক্ষের অবশ্য দাবি, দমকল কর্তৃপক্ষই তাঁদের ছাড়পত্র দিয়েছিলেন। দাসানি স্টুডিওর কর্ণধার অমিতাভ দাসানি শুক্রবার বলেন, “স্টুডিওতে জলের সংস্থানের জন্য হাইড্র্যান্ট বসানো, জল পাম্প করার ব্যবস্থা ও বিপদঘণ্টি, ধোঁয়া জরিপের যন্ত্র সব বসানো হয়েছে।” তাঁর দাবি, “শু্যটিংয়ের সময়ে স্বয়ংক্রিয় স্প্রিঙ্কলার নিয়ে কাজের অসুবিধা আছে। বিদ্যুতের খোলা তারে জল পড়ে অনেকে বিদ্যুৎস্পৃষ্ট হতে পারেন। এই সম্ভাবনা দমকল কর্তৃপক্ষও মেনে নিয়েছিলেন।” তবে রিয়্যালিটি শো চলাকালীন যে ফ্লোরে আগুন লাগে, তা এখনও চালু হয়নি বলে জানান তিনি। তাঁর দাবি, আদালত ও পুলিশের অনুমতি নিয়ে ওই ফ্লোরটিতে মেরামতি চলছে। বৃহস্পতিবারই রাজ্যের দুই মন্ত্রী জাভেদ খান ও অরূপ বিশ্বাস স্টুডিও পরিদর্শনে যান। দমকলের ডিজি দুর্গাপ্রসাদ তারানিয়া শুক্রবার বলেন, “ওই স্টুডিওর সুরক্ষায় খামতি রয়েছে।” তা হলে দমকল কেন তাদের ছাড়পত্র দিয়েছিল? তারানিয়া জানান, সংশ্লিষ্ট অফিসারদের ভুল বোঝাবুঝির জেরে এমন হয়েছিল। প্রশাসন ফের কড়াকড়ি করায় দাসানি-কর্তা অমিতাভবাবু বলেন, “আমাদের স্টুডিও এখন টালিগঞ্জের বহু স্টুডিওর থেকে ভাল অবস্থায়। শুধু আমাদের দোষারোপ করা ঠিক নয়।”
|
|
৪০ তম: জন্মদিনের কেক কাটছেন ঐশ্বর্যা রাই বচ্চন। ছবি:এএফপি। |
বাবা দীননাথ মঙ্গেশকরের নামে একটি হাসপাতালের উদ্বোধনে ঊষা মঙ্গেশকর,
আশা ভোঁসলে, মীনা এবং হৃদয়নাথ মঙ্গেশকরের সঙ্গে (বাঁ দিক থেকে)
লতা মঙ্গেশকর।
শুক্রবার পুণেতে। ছবি: পিটিআই। |
|
|
|
|
|
|
|