টুকরো খবর
ফোন করে অভিযোগ জানান কন্ট্রোল রুমে
কালীপুজো ও দীপাবলি ঘিরে আইনশৃঙ্খলার পরিস্থিতি ঠিক রাখতে একটি বিশেষ কন্ট্রোল রুম খুলল জেলা পুলিশ। সিউড়িতে থাকা ওই কন্ট্রোল রুমে জেলা পুলিশের কয়েক জন অফিসার থাকবেন। কন্ট্রোল রুমের মোবাইল নম্বরটি হল ৮১৪৫৪০১০২০। জেলা পুলিশ সুপার সি সুধাকর বলেন, “ওই কন্ট্রোল রুমে ফোনে করে যে কেউ অভিযোগ জানাতে পারেন। গণ্ডগোলের খবরও দেওয়া যাবে। অভিযোগ পেয়ে কন্ট্রোল রুম থেকে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নিতে বলা হবে। পাশাপাশি বিভাগীয় দফতরের সঙ্গে সংযোগরক্ষাকারী অন্য লাইনে ডিপার্টমেন্টকেও ওই খবর দেওয়া হবে।” পুলিশ সুপার আরও জানান, জেলায় যেখানে যেখানে বড় কালীপুজো হয়, সেখানে বিশেষ পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া তারাপীঠ, জাজিগ্রাম-সহ লাগোয়া ঝাড়খণ্ডের মুলুটির কালীপুজো ঘিরে পুলিশি টহলদারী বাড়ানোর ব্যবস্থাও করা হয়েছে। এ দিকে কালীপুজো ও দীপাবলি ঘিরে জুয়া খেলা প্রতিরোধে বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক কোটেশ্বর রাও। তিনি বলেন, “বৃহস্পতিবার রামপুরহাট থানা এলাকায় ৮ জনকে পুলিশ জুয়ার আসর থেকে গ্রেফতার করেছে। এ ছাড়া বেআইনি দেশি মদের ঠেকে অভিযান চালিয়ে পুলিশ ৫০ লিটারের বেশি মদ নষ্ট করে দেওয়া হয়েছে।” উৎসবের দিনগুলিতে জেলার প্রায় সর্বত্রই এমন বাড়তি নজরদারি করা হবে বলে জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে।

নতুন ব্লক সভাপতিকে ঢুকতে বাধা
সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া নেতাকে দলের ব্লক সভাপতি করায় ক্ষোভ ছড়াল মুরারইয়ে। শুক্রবার তার জেরে নতুন ব্লক সভাপতিকে দলীয় কার্যালয়েই ঢুকতে দিলেন না তৃণমূলেরই একাংশ। পরে অন্যত্র তাঁকে মিটিং সারতে হয়। বৃহস্পতিবারই বোলপুরে দলের ‘বিজয়া সম্মেলনে’ সভাপতি অনুব্রত মণ্ডল মুরারই ২ ব্লকে সভাপতি পদে আবু বাক্কারকে দায়িত্ব দিয়েছেন। ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি তথা সদ্য দলের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান অজিত দাস বলেন, “এ দিন আবু বাক্কার পাইকর হাসপাতাল সংলগ্ন দলের ব্লক কার্যালয়ে পৌঁছলে দলীয় কর্মীদের একাংশ তাঁকে অফিসে ঢুকতে বাধা দেন। সেখানে তাঁরা তালাও ঝুলিয়ে দিয়েছেন।” ফলে দলের নতুন সভাপতিকে গ্রামের একটি ক্লাবঘরেই মিটিং সারতে হয়। ঘটনার কথা পুরোপুরি স্বীকার না করলেও আবু বাক্কার বলেন, “নতুন সভাপতি হওয়ার পরে এলাকার কর্মীদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য এ দিন সকাল ৯টা নাগাদ ওই দলীয় কার্যালয়ে গিয়ে দেখি পার্টি অফিস বন্ধ। আমি বুঝতে পারলাম কোথাও কোনও কিছু গণ্ডগোল আছে। তাই বিতর্ক এড়াতে অন্য জায়গায় দলীয় কর্মীদের সঙ্গে মিলিত হই।” ভবিষ্যতে দলীয় কর্মীদের ওই অংশের সে ঙ্গ কথা বলে সমস্যা মিটিয়ে নেবেন বলে তিনি জানিয়েছেন। তাই ঘটনার কথা তিনি দলের জেলা সভাপতিকে জানাননি বলে জানিয়েছেন। অন্য দিকে, ওই ক্ষুব্ধ কর্মীদের দাবি, “দলের পুরনো কর্মীরা ব্রাত্য থেকে গেল। সদ্য অন্য দল থেকে আসা নেতাদের প্রাধান্য দেওয়া হচ্ছে। এতে দলেই ক্ষতি।”

অগ্নিদগ্ধ হয়ে বধূর মৃত্যু
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বধূর। পুলিশ জানায়, মৃতার নাম পলি কোনাই (২২)। তাঁর বাড়ি মাড়গ্রাম থানার তারাপীঠ তে মাথায়। বৃহস্পতিবার রাতে ওই মহিলাকে গুরুতর দগ্ধ অবস্থায় রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতার স্বামী সহদেব মণ্ডলের দাবি, “আমি কাজ সেরে বাড়ি ফিরে দেখি ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। বাইরে থেকে পোড়া গন্ধ। পরে স্থানীয় মানুষের সাহায্যে স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।” তাঁর আরও দাবি, স্ত্রীর সঙ্গে তাঁর কোনও বিবাদ ছিল না। মহিলার বাপের বাড়ি থেকেও এখনও পর্যন্ত কোনও অভিযোগ হয়নি। তবে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।

দুর্ঘটনায় মৃত্যু
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। শুক্রবার সকালে মুরারই-রঘুনাথগঞ্জ রাস্তার উপরের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম শরিফুল শেখ (৫৫)। বাড়ি মুরারই থানার ন’য়াগ্রামে। অন্য দিকে, রাস্তা খারাপের জন্য নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে জখম হলেন ৪৫ জন বাসযাত্রী। বৃহস্পতিবার বিকেলে নলহাটি-রাজগ্রাম রাস্তার উপরে, সাঁওতাল পাড়া সংলগ্ন এলাকার ঘটনা। আহতদের রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে চার জনকে বর্ধমানে পাঠাতে হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.