মজুর নির্যাতনের ভিডিও ইউটিউবে |
বদ্ধ একটি ঘরে দাঁড়িয়ে কমলা জাম্পস্যুট পড়া একটা লোক। চোখেমুখে ইতস্তত ভাব। আচমকা ঘরে ঝড়ের মতো প্রবেশ আর এক জনের। দেখে আরবি বলেই মনে হয়। তিনি এসেই চড়থাপ্পড় মারতে শুরু করেন প্রথম জনকে। সঙ্গে প্রশ্ন, “বৌ এখানে রয়েছে জেনেই দেখা করতে এসেছ? এত স্পর্ধা?” এর পরই শুরু হয় বেল্ট খুলে মার। ইউটিউবে এমনই একটি ভিডিও দেখে বিতর্কের ঝড় উঠেছে। কাজের সময় স্ত্রী-র সঙ্গে দেখা করতে এসে এমন অকথ্য নির্যাতনের শিকার হওয়ার পর সেই ব্যক্তি এখনও বেঁচে আছেন কি না, তা-ও জানতে চাইছেন অনেকে। কমলা জামা পরা লোকটার উচ্চারণ থেকে স্পষ্ট সে অন্য দেশ থেকে আসা দিনমজুর। তাদের প্রতি আচরণের এমন ভিডিও থেকে সমালোচনা শুরু হয়েছে নানা মহলে। সরব মানবাধিকার সংগঠনও। নড়েচড়ে বসেছে প্রশাসন।
|
সদ্যোজাত উভলিঙ্গ হলে তার জন্মের শংসাপত্রে নির্দিষ্ট করে ‘পুরুষ’ বা ‘স্ত্রী’ লেখা আর বাধ্যতামূলক নয় জার্মানিতে। বাবা-মা জায়গাটি ফাঁকা রেখে দিতে পারেন। ইউরোপীয় দেশগুলির মধ্যে জার্মানিই প্রথম এমন আইন চালু করল, যা যুগান্তকারী বলেই মনে করছেন অনেকে। তবে উভলিঙ্গদের অধিকার নিয়ে যাঁরা আন্দোলন করেন, তাঁরা জানিয়েছেন, তাঁদের প্রাথমিক দাবি হল উভলিঙ্গ সদ্যোজাতের যৌনাঙ্গে অস্ত্রোপচার নিষিদ্ধ করা। কারণ, বহু সদ্যোজাতের বাবা-মা-ই দাবি করেন যে, তাঁদের কোনও কিছু না জানিয়েই হাসপাতালে সন্তানের ওই অস্ত্রোপচার করে দেওয়া হয়। তবে অনেকের মতে, এই আইনের ফলে এ বার থেকে জার্মানির কোনও উভলিঙ্গ শিশু বড় হয়ে বেছে নিতে পারবে, সে ছেলে হতে চায়, না মেয়ে। সেখানেই এই আইনের জয়।
|
বন্দুকবাজের আতঙ্কে খালি করে দেওয়া হল লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের একাংশ। শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। গুলির আওয়াজ পেয়ে মুহূর্তে হুড়োহুড়ি ছড়িয়ে পড়ে যাত্রী টার্মিনালে। লস অ্যাঞ্জেলেসমুখী সমস্ত উড়ান থমকে যায়। এই ঘটনায় তিন জন আহত হয়েছেন। সংবাদ সংস্থা জানিয়েছে, এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।
|
অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়েছিল ওবামাকেয়ার ওয়েবসাইটটি। সেখানে স্বাস্থ্যবিমার সুযোগও দেওয়া হচ্ছিল মার্কিন নাগরিকদের। তবে একনও পর্যন্ত সেই সুযোগ নিয়েছেন মাত্র ২৪৮ জন। ওয়েবসাইটটিতে কিছু সমস্যা রয়ে গিয়েছে বলেই কম সাড়া মিলছে বলে মনে করছেন স্বাস্থ্য এবং মানব পরিষেবা সংক্রান্ত সচিব।
|
মার্কিন ড্রোন হানায় নিহত হলেন পাক তালিবান নেতা হাকিমুল্লা মেহসুদ। উত্তর ওয়াজিরিস্তানের ডান্ডে ডারপাখেল এলাকায় হামলা চালায় মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র ড্রোন বিমান। আগেও বহু বার হাকিমুল্লার মৃত্যুর খবর রটেছে। কিন্তু পাক সেনা ও গোয়েন্দা সংস্থাগুলি শুক্রবার এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে। |