নৈশ ফুটবলে জয়ী ত্রিশক্তি
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
নৈশ ফুটবলের একটি মুহূর্ত। ভাটশালায় তোলা নিজস্ব চিত্র। |
নৈশ ফুটবলের আসর বসল পূর্বস্থলী ১ ব্লকের ভাটশালা গ্রামে।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত চলে প্রতিযোগিতাটি। উদ্যোক্তা ছিল রাজাপুর-ভাটশালা শ্রীগুরু ক্লাব ও পাঠাগার। এই প্রতিযোগিতা এ বছর ১৮ বছরে পড়ল। এ বছরের প্রতিযোগিতায় যোগ দিয়েছিল মেদিনীপুর, বর্ধমান, কল্যাণী-সহ বিভিন্ন এলাকা থেকে আসা মোট ১৬টি দল। ফাইনালে বেলগাছি ত্রিশক্তি সঙ্ঘ ১-০ গোলে হারায় চোতপুর মা ষষ্ঠী ক্লাবকে। প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন অমিত রায়। সেরা খেলোয়াড় হয়েছেন সুনীল বেসরা ও ফাইনালের সেরা খেলোয়াড় মিঠুন ওঁরাও। দু’জনেই চোতপুরের খেলোয়াড়। প্রতিযোগিতার সেরা রক্ষণাত্মক খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন বেলগাছির অরূপ দাম ও সেরা গোলরক্ষক হিসেবে বেছে নেওয়া হয়েছে চোতপুরের রামকৃষ্ণ দেবনাথকে। |
এটিএম থেকে নানা সময়ে টাকা চুরিতে ধৃত
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বিভিন্ন ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে আসা লোকেদের বোকা বানিয়ে বিপুল অঙ্কের টাকা আত্মসাতের ঘটনায় জড়িত ব্যক্তিকে এক গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে কাঁকসা থেকে গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম সঞ্জয় ওরফে সুজয় দাস। তাকে এর আগেও বেশ কয়েকবার একই অপরাধে গ্রেফতার করেছিল পুলিশ। বর্ধমান থানার আইসি দিলীপকুমার গঙ্গোপাধ্যায় বলেছেন, “গত ১৭ অক্টোবর বাহির সর্বমঙ্গলা পাড়ার শ্যামলী দাস নামের এক মহিলা তাঁর এটিএম থেকে মোটা অঙ্কের টাকা খোওয়া যাবার অভিযোগ করেন। তদন্তে নেমে পুলিশ ওই এটিএমের সিসিটিভির ফুটেজ থেকে দুষ্কৃতীর ছবি পায়। সেই ছবির সঙ্গে সঞ্জয়ের ছবি মিল রয়েছে। সঞ্জয় অবশ্য বলেছে, সে এটিএমে ঢুকতেই মেশিন থেকে টাকা হুড়মুড়িয়ে বের হয়ে পড়ায় লোভ সামলাতে পারেনি।” জেরার মুখে ওই দুষ্কৃতী জানিয়েছে, জেলার গলসি, কাঁকসা, বর্ধমান ইত্যাদি জায়গার এটিএম থেক সে প্রায় দেড় লক্ষ টাকা গ্রাহকদের প্রতারিত করে সংগ্রহ করেছে। |
জানলা ভেঙে লুঠ কাটোয়ায়
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
দিনের বেলা জানলা ভেঙে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। শুক্রবার দুপুরে কাটোয়া শহরের সাহেবতলা দুর্গামন্দিরের কাছে একটি বাড়িতে ওই ঘটনা ঘটেছে। ওই বাড়ির ছেলে অন্তরিপ নায়েক পুলিশকে জানিয়েছেন, তাঁর বাবা দেবাশিস নায়েক কলকাতা গিয়েছেন। তাঁর মা ও বোন দেশের বাড়ি বোলপুরে আছেন। পুলিশের কাছে লিখিত অভিযোগে অন্তরিপবাবু জানান, কয়েক হাজার টাকা, গয়না ও কাঁসার বাসন নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। এলাকাবাসী জানান, শাবল দিয়ে জানলায় আঘাত করা হচ্ছে বলে দেখেছিলেন তাঁরা। তাঁরা জানান, ওই বাড়িতে দরজা-জানলা সংস্কার করা হচ্ছিল বলে ভেবেছিলেন তাঁরা। |